জাতীয় স্তরে বয়স ভিত্তিক সাঁতারে একটি সোনা-সহ মোট ৪টি পদক জয়ী বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্যকে সংবর্ধনা দিল তাঁর প্রশিক্ষণ কেন্দ্র। অনূর্ধ্ব ১২-র ৩৭ জন প্রতিযোগীকে নিয়ে রাজ্য দল গিয়েছিল গুজরাটের রাজকোটে। সেখানে বাংলা মোট ৬টি পদক জিতলেও একমাত্র প্রত্যয়ই সোনা জিতেছে। শনিবার সকাল শহরে পৌছনোর পরেই প্রত্যয় ও বর্ধমানের অপর প্রতিযোগী সাহিল সরকে ঘোড়ার গাড়িতে উঠিয়ে শুরু হয় শহর পরিক্রমা। সাহিল ও প্রত্যয় দুজনেই রাজ্য স্তরের প্রতিযোগিতায় সফল হয়ে রাজকোটে গেলেও এ বার জাতীয় স্তরে শাহিল কোনও পদক পায়নি। মিছিল শেষ হয় আলমগঞ্জের কল্পতরু মাঠের চিল্ড্রেন কালচারাল সেন্টারে। সেখানে তাদের দেখতে ভিড় করেছিলেন এলাকার খুদে সাঁতারুদের নিয়ে অভিভাবকেরাও। প্রশিক্ষণ কেন্দ্রের সম্পাদক কেষ্ট ঘোষ বলেন, ‘‘প্রত্যয়ের সাফল্য দেখে অনেকেই এবার সাঁতারে উৎসাহী হবে।”
|
মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে শনি ও রবিবার একটি টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজিত হল। পুরুষ বিভাগের অনুর্ধ্ব ১০, অনুর্ধ্ব ১২, অনুর্ধ্ব ১৪ ও অনুর্ধ্ব ১৭ এবং অনুর্ধ্ব ১৯ বিভাগে বিজয়ী হয়েছেন যথাক্রমে নীলাদ্রী সান্যাল, চন্দন গুপ্ত, সন্দীপ পোদ্দার এবং কোমল সিংহ। পুরুষদের ডাবলসে জয়ী হয়েছেন বনদীপ চৌধুরী ও মিত্রজিৎ মুখোপাধ্যায়। মহিলা বিভাগে অনুর্ধ্ব ১৪ ও অনুর্ধ্ব ১৭ এবং অনুর্ধ্ব ১৯ বিভাগে বিজয়ী হয়েছেন যথাক্রমে অজন্তা চট্টোপাধ্যায়, মানসী কুমারী এবং রিয়াঙ্কা বক্সি।
|
প্রগতি আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় রবিবার প্রথম দিনের খেলায় বিজয়ী হল সিএলডব্লিউ স্পোর্টস অ্যাসোসিয়েশন। আসানসোল স্টেডিয়ামের এই খেলায় তারা মেমারি ফুটবল অ্যাকাডেমিকে ২-০ গোলে হারায়। খেলার সেরা হন বিজিত দলের পরেশ সর্দার। প্রতিযোগিতার সূচনা করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দ। |