টুকরো খবর
উন্নয়নে ‘স্কিম ব্যাঙ্ক’ উত্তরে
উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নে ‘স্কিম ব্যাঙ্ক’ গড়ার কথা ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার কোচবিহারে উত্তরবঙ্গের তিন জেলার জেলেশাসক, সভাধিপতি, পুরসভা চেয়ারম্যান, মহকুমাশাসক, বিডিও এবং পঞ্চায়েত সভাপতিদের নিয়ে বৈঠক করেন তিনি। মন্ত্রী বলেন, “পরিকল্পিত ভাবে উত্তরবঙ্গের জেলাগুলির সামগ্রিক উন্নয়নে ‘স্কিম ব্যাঙ্ক’ গড়ে কাজের সিদ্ধান্ত হয়েছে। ওই ব্যাঙ্কের জন্য ছয়টি জেলা থেকে তালিকা জমা পড়েছে। তা দেখে বরাদ্দ পেলে প্রকল্পের কাজ শুরু করার ক্ষেত্রে সুবিধে হবে।” জেলা প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, ‘ল্যান্ড ব্যাঙ্ক’, ‘ওয়াটার ব্যাঙ্ক, ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’ গড়ে আগে রাজ্য সরকার নানা পরিকল্পনা নিলেও ‘স্কিম ব্যাঙ্ক’-এর ভাবনা প্রথম। এদিন কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে ছিলেন। মন্ত্রী জানান, স্কিম ব্যাঙ্কের জন্য ১৫০০ কোটি টাকার কাজের তালিকা জমা পড়েছে। তিনি বলেন, “ওই বিপুল টাকার কাজ একবারে সম্ভব নয়। পর্যায়ক্রমে তা হবে।” মন্ত্রীর দাবি, “উত্তরবঙ্গে ৮ বছরে যে সব প্রকল্পের কাজ শুরু হয়েও শেষ হয়নি, আমরা তা ৮ মাসে করেছি।”

দুষ্কৃতী গ্রেফতার
শুক্রবার রাতে মালদহের একলাখি স্টেশনের আউটারে দাঁড়িয়ে থাকা পদাতিক এক্সপ্রেসে ডাকাতির মূল পান্ডাকে রবিবার দুপুরে চাঁচল এলাকা থেকে গ্রেফতার করল রেল পুলিশ। এদিন চাঁচল থেকে ধৃত দুষ্কৃতীর নাম রফিকুল শেখ। শুক্রবার পদাতিক এক্সপ্রেসে ডাকাতির পরে কলকাতা থেকে রেল পুলিসের ডিআইজি তপন কুমার মাইতি ও শিলিগুড়ি থেকে এসআরপি শ্যামল ভট্টাচার্য মালদহে ছুটে যান। রেল ডাকাতির কিনারা করতে জেলা পুলিশ, আর পিএফকে নিয়ে রেল পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। ট্রেনে সশস্ত্র পুলিশ কর্মী থাকা সত্ত্বেও ডাকাতি রুখতে তাঁরা কেন এগিয়ে যাননি তা নিয়ে কর্তব্যরত রেল পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। শিলিগুড়ির এসআরপি বলেন, “বিভাগীয় তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই পদাতিক এক্সপ্রেসে কতর্ব্যরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

পথ-দুর্ঘটনায় মৃত্যু
ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যুর জেরে উত্তপ্ত হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে মালদহের হরিশ্চন্দ্রপুরের ভবানীপুরে ৮১ নম্বর জাতীয় সড়কে। ওই ট্রাকটি আটক করে ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানায়, মৃতের নাম মাগু দাস (৩০)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরের রাধানগরে। জখম হয়েছেন মৃতের শ্যালক ঝড়ু দাস। পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে। ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। চালকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।” পুলিশ জানায়, রবিবার তুলসীহাটায় সাপ্তাহিক হাট বসে। সাইকেলে মাগু দাস ও তার শ্যালক তুলসীহাটা হাটে যাচ্ছিলেন। চাঁচলগামী একটি ট্রাক পিছন থেকে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাগুর।

বেধড়ক মারধর প্রধানশিক্ষককে
কথা কাটাকাটির সময় প্রধানশিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ৩ দুষ্কৃতীর বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে মালদহের চাঁচলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারের সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের চন্ডীপুর হাইস্কুলের ওই প্রধান শিক্ষকের নাম জুলফিকার আলি। বাড়ি চাঁচলেই। চোখে আঘাত পান তিনি। চাঁচল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পাহাড়পুর এলাকার এক দুষ্কৃতী ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে ওই মারধোরের অভিযোগ উঠেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.