বাঁকুড়া বিধানসভাকেন্দ্রের উপনির্বাচনে গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে তৃণমূলের জয়ের ব্যবধান কমল। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, “২০১১-এর বিধানসভা নির্বাচনে আমরা ২৯ হাজারের বেশি ভোটে জিতলেও এ বার তা কমে হয় ১৫ হাজার ১৩৯ ভোট। প্রাথমিক বিশ্লেষণে দেখা গিয়েছে, গত বছর ভোটের ব্যবধান শহরাঞ্চলে প্রায় ২০ হাজার ও গ্রামাঞ্চলে প্রায় ৯ হাজার ছিল। এ বার ব্যবধান শহরাঞ্চলে রয়েছে ১১ হাজার ও গ্রামাঞ্চলে ৪ হাজার।” তৃণমূলের প্রার্থী মিনতি মিশ্র পেয়েছেন ৭২ হাজার ৯৫৪টি ও সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত পেয়েছেন ৫৭ হাজার ৮১৫টি ভোট। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, গরম ও পুজোর কারণে ভোটদান এ বার কম হলেও অন্য কারণ রয়েছে কি না তা দেখা হচ্ছে।
|
মানবাজার ২ ব্লক এলাকায় কলেজ তৈরি করা-সহ উন্নয়নের নানা দাবিতে সম্প্রতি বিডিও-র কাছে স্মারকলিপি দিল লোকসেবক সঙ্ঘ। সঙ্ঘের সচিব সুশীল মাহাতোর ক্ষোভ, “এই ব্লকে শিক্ষা-স্বাস্থ্য-পানীয় জলের উন্নতি জরুরি।” বিডিও পার্থ কর্মকার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। |