|
|
|
|
সরকারের বিরুদ্ধে কংগ্রেসের তোপ |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
রাজ্যে তৃণমূল ও কংগ্রেসের জোট সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় গ্রামীণ প্রকল্পগুলি রূপায়ণে উদাসীনতার অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস নেতা তথা বিধায়ক অজয় দে। রবিবার পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে দলীয় এক কর্মশালায় সাংবাদিকদের কাছে অজয়বাবু অভিযোগ করেন, “আগের বামফ্রন্ট সরকারও গ্রামীণ এলাকার কেন্দ্রীয় প্রকল্পগুলি রূপায়ণে ব্যার্থ ছিল, বর্তমান সরকারের আমলেও এই প্রকল্পগুলিতে যে ভাবে কাজ হওয়ার কথা, তা হচ্ছে না। যে কোনও কারণে এই সরকারও উদাসীন। এরফলে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।”
গ্রামীণ এলাকার উন্নয়নে চালু থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলি সর্ম্পকে মানুষের কাছে প্রচারের জন্য দলের কর্মীদের নিয়ে এই কর্মশালা করে কংগ্রেস। অজয়বাবু ছাড়াও প্রদেশ কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নেপাল মাহাতো, অসিত মিত্র ও ওমপ্রকাশ মিশ্র উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মনিটরিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে অজয়বাবুকে। তাঁর অভিযোগ, “গত আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে ১৪৩.৯৫ কোটি টাকা পেয়েছিল। সমস্ত টাকা খরচ করতে না পারায় এ বার ওই প্রকল্পে মাত্র ৬০ কোটি টাকা পেয়েছে। ইন্দিরা আবাস যোজনা প্রকল্প, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পেও একই অবস্থা।” অজয়বাবুর কটাক্ষ, “এই যেখানে অবস্থা, সেখানে মুখ্যমন্ত্রী বিশেষ প্যাকেজ চাইছেন!”
স্বনিযুক্তি গোষ্ঠী বিষয়ক মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো-র দাবি, “কিছু ক্ষেত্রে টাকা দেরিতে আসায় এবং নিয়মের ফাঁসে কিছু টাকা সময়মত খরচ করা যায়নি। কিন্তু তার জন্য টাকা খরচে আমরা ব্যর্থ- এমনটা বলা ঠিক নয়। মানুষ জানেন, এলাকায় কাজ হচ্ছে।” জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “জেলার প্রতিটি ব্লকের বিডিওদের স্মারকলিপি দিয়ে সংশ্লিষ্ট ব্লকে এই প্রকল্পগুলির কী অবস্থা, জানতে চাওয়া হবে।” |
|
|
|
|
|