টুকরো খবর
বসিরহাটে ধৃত ৭ দুষ্কৃতী, উদ্ধার বন্দুক- গুলি- সোনার অলঙ্কার
উদ্ধার হওয়া জিনিসপত্র। ছবি: নির্মল বসু।
জেলা পুলিশের সহযোগিতায় সাত দাগি দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরাট মহকুমা পুলিশ। ধৃতদের কাছ থেকে গুলি-বন্দুক, একটি গাড়ি ও টাকা-সহ লক্ষাধিক টাকার অলঙ্কার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। জেলার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য রবিবার সাংবাদিক বৈঠকে বলেন, “ধৃতদের জেরা করে হাসনাবাদ, মিনাখাঁ থানা এলাকায় চারটি ডাকাতির কিনারা করা গিয়েছে।ডাকাতি করতে এসে দোকানিকে খুনের ঘটনায় ধরা পড়েছে দুষ্কৃৃতীদের পাণ্ডা।” সীমান্তে গরু পাচারের বিষয়টি নিয়ে পুলিশ সুপার জানান, গরু পাচার বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি বসিরহাটের বিভিন্ন রাস্তায় কয়েকটি চেকপোস্টও তৈরি করা হবে। গত কয়েক দিনের অভিযানে কয়েকজন দুষ্কৃতী গ্রেফতার-সহ দু’টি বন্দুক, ৬ রাউন্ড গুলি, প্রায় ৫২ ভরি সোনা-রূপোর অলঙ্কার ও কয়েক হাজার টাকা উদ্ধার হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার, হাসনাবাদ থানার ওসি অনুপম চক্রবর্তী, সি আই মৃণালকান্তি মণ্ডল ও মিনাখাঁ থানার ওসি প্রসূন মিত্র।

ঝড়ে ক্যানিংয়ে ভাঙল বাড়ি, গাছ
ঝড়বৃষ্টিতে শনিবার রাতে ক্যানিং-১ ও ক্যানিং-২ ব্লকের বেশ কিছু এলাকায় জনজীবন বিপর্যস্ত হল। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। উপড়ে গিয়েছে গাছ। বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার রবিবার দুপুর পর্যন্ত অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে গিয়েছে। ফলে, দুর্ভোগে পড়েছেন মানুষ। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রে জানানো হয়েছে, বেশ কিছু জায়গায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়েছে। খুঁটি ভেঙেছে। দ্রুত সেগুলি সারানোর ব্যবস্থা হচ্ছে। মহকুমা শাসক শেখর সেন বলেন, “শনিবার ঝড়ে বড় ধরনের ক্ষতির খবর নেই। কিছু বাড়ির আংশিক ক্ষতির খবর পেয়েছি। বিডিওদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তাঁদের পরিস্থিতির উপরে নজর রাখতে বলেছি।”

প্রতিবাদ সভা তৃণমূলের
জমি নিয়ে বিবাদের জেরে গত বৃহস্পতিবার বাসন্তীর ৬ নম্বর সোনাখালিতে তৃণমূল-আরএসপি সংঘর্ষ বাধে। সেই ঘটনার প্রতিবাদে রবিবার বাসন্তীর শিমুলতলা হাসপাতাল মোড়ে সভা করল তৃণমূল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরীমোহন জাটুয়া, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল, রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর প্রমুখ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, “আরএসপি বাসন্তীতে অশান্তি করছে। পঞ্চায়েত ভোটে মানুষ এর যোগ্য জবাব দেব।” শ্যামলবাবু বলেন, “তৃণমূলের হাত ধরে পিছিয়ে পড়া সুন্দরবনে উন্নয়নের ধারার অগ্রগতি হয়েছে। সেখানে আরএসপি বাধা সৃষ্টি করছে।” আরএসপি অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের উপরেই গোলমালের দায় চাপিয়েছে।

কুলপিতে বাড়িতে লুঠপাট
মাঝরাতে বাড়িতে হামলা চালিয়ে লুঠপাট করে চম্পট দিল দুষ্কৃতীরা। দক্ষিণ ২৪ পরগনার কুলপির নিশ্চিন্তপুর গ্রামে শনিবার রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় কাঠের মিস্ত্রি মনোরঞ্জন পাত্র তাঁর পরিবার নিয়ে ওই রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন। রাত দেড়টা নাগাদ সাত-আট জনের এক দুষ্কৃতী দল তাঁর বাড়িতে হামলা চালিয়ে সোনার গয়না-সহ অন্যান্য জিনিপত্র লুঠ করে পালিয়ে যায়। এ ব্যাপারে মনোরঞ্জনবাবু থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

মেধাবীদের পুরস্কার
--নিজস্ব চিত্র।
দক্ষিণ ২৪ পরগনরা মগরাহাটে গত শনিবার মুসলিম ওরিয়েন্টাল হাইস্কুলের বার্ষিক অনুষ্ঠানে কয়েকজন মেধাবী পড়ুয়ার হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের সুলতান আহমেদ। অনুষ্ঠানে ছিলেন বিধায়ক নমিতা সাহা, মগরাহাট-২ পঞ্চায়েত সমিতির সভাপতি খইরুল হক।

বজ্রাঘাতে মৃত্যু
বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। পুলিশ জানিয়েছে মৃতের নাম দুর্গাচরণ সর্দার ((৫৯)। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঝড়-বৃষ্টির সময় দুর্গাচরণবাবু বাড়ির কাছেই একটি মেছোভেড়ির আলাঘরে শুয়েছিলেন। সেখানেই রাত ৯টা নাগাদ বাজ পড়ে মারা যান। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জয়ী তৃণমূল
ব্যারাকপুর আদালতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কংগ্রেস, বিজেপি ও সিপিএমকে হারিয়ে ১৫-০ আসনে ফের জয়ী হল তৃণমূল। সভাপতি নির্বাচিত হলেন রবীন ভট্টাচার্য। শনিবার রাতে ফল প্রকাশের পরে তিনি বলেন, “এ বার তৃণমূল ও কংগ্রেসের জোট ভাঙলেও আমরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ থাকলাম। এ বার ব্যারাকপুর মহকুমা আদালতে সিভিল কোর্ট চালু ও মহকুমা আদালতের আমূল সংস্কারে আমরা সচেষ্ট হব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.