এলেন, দেখলেন ও দিল্লির মন জয় করে নিলেন দিদিয়ের দ্রোগবা।
মঞ্চে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না, হরভজন সিংহ, মুরলি বিজয়ের মতো ক্রিকেটাররা। ছিলেন ফুটবলের ভাইচুং ভুটিয়া, বলিউডের রণবীর কপুর। তবু উপস্থিত চার-পাঁচ হাজার দর্শকের মুখে শুধু দ্রোগবার নাম।
ভারতীয় ফুটবল নিয়ে কিছুই জানেন না। যতটুকু বললেন সেটা হল, ভারতের একজন ফুটবলারের নাম শুনেছেন। কিন্তু তাঁর নাম মনে করতে পারছেন না। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ধোনির পুরো নাম বলতে পারলেন না। কিন্তু ধোনি নামটা জানেন। চেনেন ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হিসাবে। ইংল্যান্ড ক্রিকেটের দেশ হওয়ায় তাঁর বন্ধুদের কাছ থেকে ধোনির নাম শুনে নামটা মনে আছে ইউরোপ সেরা চেলসির নায়ক দ্রোগবার।
সেলিব্রিটিদের একটা প্রদর্শনী ম্যাচে ক্রিকেটারদের কোচ হয়ে ধোনি-কোহলিদের টিপস দিলেন দ্রোগবা। বললেন “সব খেলাই সেরা। আর ক্রিকেট অনেক দেশের সেরা খেলা। যেমন আপনাদের দেশে। তাই ওই খেলাকে কী ভাবে ছোট করে দেখব? তাই সব খেলাকেই আমি সম্মান করি। আমি ফুটবলার। তবে আমার ছেলেমেয়েরা যদি ক্রিকেট বা অন্য খেলায় যেতে চায়, আটকাব না। আমার কথা হল, যে খেলায় যে আনন্দ পায় তার সেটাই খেলা উচিত।” দ্রোগবার ব্যাখ্যা, “ক্রিকেট ভারতের এক নম্বর খেলা। কিন্তু ফুটবল বিশ্বের এক নম্বর খেলা। ভারতে এই দুটো খেলার প্রতিযোগিতা হলে তরুণদের বেছে নিতে সুবিধে হবে।” |
অন্য ফুটবল: মহাতারকাদের মেলা। ধোনির সঙ্গে রণবীর কপূর,
ভাইচুংয়ের সঙ্গে দ্রোগবা। রবিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই |
দ্রোগবার মতে, বিশ্বের সেরা ফুটবলার মেসি। সেরা কোচ মোরিনহো। মোরিনহোর পরেই রাখলেন চেলসির বর্তমান কোচ দি মাতিওকে। মেসির পরে সেরা স্ট্রাইকার হিসেবে যেমন নাম করলেন মারিও গোমেজের। সেরা দল কোনটা? চেলসি ছেড়ে সাংহাই শিনহুয়ার পথে পা রাখা দ্রোগবা বললেন, “বার্সেলোনা। তাদের পাশে থাকবে এ সি মিলান, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।” ক্রিকেটারদের কথা উঠলে সেরা বাছলেন ধোনিকে। “মাথা ঠান্ডা রাখার জন্য। ও খুব ভাল নেতা।”
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা বলতে গিয়ে দ্রোগবা উচ্ছ্বসিত। বললেন “প্রায় আট বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। তাই মুহূর্তটা এখনও আমার কাছে স্বপ্নের মতো। খেলাটা প্রতি মূহূর্তে রং বদলেছে। ঠিক হিচককের ছবির মতো। টাইব্রেকারে শেষ কিক মারতে গিয়ে নিজের মাথাটা অসম্ভব ঠান্ডা রেখেছিলাম। এর থেকে ভাল অনুভুতি আর কী হতে পারে? আমি যে এই ম্যাচে জয়ের গোল করতে পারব, কোনও দিন স্বপ্নেও ভাবিনি।” সাংহাই শিনহুয়ার নাম করেননি। তবে জানিয়ে দিলেন, চেলসি ছাড়বেন। চেলসিকে চ্যাম্পিয়ন করার পরের ধাপটা কী সেটা বলতে গিয়ে প্রথমে বললেন “একটু অপেক্ষা করুন।” কিন্তু চাপাচাপি করার পর দলের নাম না বললেও এটা বললেন “চেলসি ছাড়ব সেটা চ্যাম্পিয়ন্স লিগের পরই ঠিক করেছি। কারণ দলের হয়ে দু-দুবার সেরা খেলোয়াড় ও একবার দলকে লিগ পাইয়ে দেওয়ার পর আর কোনও কিছু পাওয়া বাকি থাকে কি? তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।”
এত দেশ থাকতে ভারতে আসার কারণ হিসাবে দ্রোগবা বললেন “আইভরি কোস্টের মত ছোট দেশে জন্ম নেওয়ায় আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল বিভিন্ন দেশ ঘুরে দেখার। তাই ভারতে এসে এখানকার লোকজনের অভ্যর্থনা পেয়ে আমি অভিভূত। মাই হার্ট ইজ অলওয়েজ ব্লু।” |