জনাইতে মাটি খুঁড়ে মিলল তরুণীর দেহ |
পুকুর পাড়ের মাটি খুঁড়ে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে হুগলির জনাইয়ের চিকরণ্ড জলাপাড়ায়। পুলিশ জানায়, মৃতার নাম নাদিরা খাতুন (২২)। তাঁর বাড়ি গুড়াপের ভাস্তারা গ্রামে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের অনুমান, ওই দিনই তাঁকে খুন করে মৃতদেহ মাটিতে পুঁতে দেয় দুষ্কৃতীরা। কি কারণে কে বা কারা তাঁকে খুন করেছে, তার তদন্ত করছে পুলিশ।পুলিশ জানিয়েছে, দেহটিতে পচন ধরতে শুরু করেছিল। মৃতার পরণে ছিল সালোয়ার কামিজ। দেহের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। দেহটি ফুলে যাওয়ার কারণে উপর থেকে আঘাতের চিহ্ন খুব স্পষ্ট নয়। তবে, গলায় ওড়নার ফাঁস দিয়ে ওই তরুণীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। খুনের আগে ওই তরুণীর উপর কোনও অত্যাচার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসডিপিও (শ্রীরামপুর) রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।”পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ১২টা নাগাদ চিকরণ্ড জলাপাড়ায় একটি পুকুরপাড়ে গাছের পরিচর্যা করার সময় এক ব্যক্তির নজরে পড়ে এক জায়গায় মাটি এবড়ো-খেবড়ো হয়ে রয়েছে। সেখান থেকে একটি হাত বেরিয়ে রয়েছে। তা দেখেই ওই ব্যক্তি চেঁচামেচি জুড়ে দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মাটি খুঁড়তেই ওই তরুণীর দেহ বেরিয়ে আসে। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়।
|
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
পুলিশের জালে ধরা পড়ল অস্ত্র সহ দুই দুষ্কতী। শনিবার ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের মালির বাগান এলাকায়। পুলিশ জানায়, শনিবার রাত দেড়টা নাগাদ হিন্দমোটরের মালির বাগান এলাকায় অস্ত্র-সহ ছয়জনের এক ডাকাতদল জড়ো হয়। খবর পেয়ে উত্তরপাড়া থানার আইসি প্রিয়ব্রত বক্সি এলাকা ঘিরে দু’জনকে ধরে ফেলেন। কোন্নগরের দেশবন্ধু পার্কের বাসিন্দা বুদ্ধ পাল এবং বিজয় দাস নামে এই দুই দুষ্কৃতীর কাছ থেকে পুলিশ দুটি পাইপগান, ৩টি মোবাইল, ভোজালি সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানায় হাওড়া, হুগলি এবং দুই ২৪পরগনার বিভিন্ন দুষ্কৃতী দলের সাথে এদের যোগ আছে। কোন কোন থানায় এদের বিরুদ্ধে অভিযোগ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
|
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
পরপর দুটি মন্দিরের দরজার তালা ভেঙে চুরি গেল প্রতিমার গায়ের গহনা। রবিবার ভোর রাত্রে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজার এলাকার জিটি রোড লাগোয়া একটি শনি ঠাকুরের মন্দির এবং একটি বিশ্বকর্মা মন্দিরে রবিবার ভোররাত্রে দরজার তালা ভেঙে প্রতিমার গায়ের গহনা চুরি হয়ে যায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরের দরজা খোলা দেখে সন্দেহ হওয়ায় ভিতরে গিয়ে দেখে দুটি মন্দিরের প্রতিমার গায়ে কোন গহনা নেই। পুলিশে খবর দেওয়ার পর ঘটনাস্থলে তদন্তে আসে চুঁচুড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, খোয়া যাওয়া ভক্তদের দেওয়া মানতের সোনা- রূপার গহনার আনুমনিক মূল্য কয়েক লক্ষ টাকার।
|
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে নিজের ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির চণ্ডীতলার বরিজহাটি পঞ্চায়েতের ফেরো গ্রামে। পুলিশ জানায়, নিহতের নাম সঞ্জীব মালিক (৩৫)। দাদা অজিত মালিক পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ৩টে নাগাদ বাড়ির সামনে স্নান করছিলেন সঞ্জীব। অভিযোগ, সেই সময় অজিত ধারালো অস্ত্র দিয়ে কোপ বসিয়ে দেয় ভাইয়ের গলায়। সঞ্জীবের মুণ্ডু কার্যত ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এর পরে অটোরিকশায় চেপে চণ্ডীতলার দিকে চলে যায় অজিত। চণ্ডীতলা থানার ওসি দেবনাথ সাধুখাঁ দেহটি উদ্ধার করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বাড়ির সামনে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল দুই ভাইয়ের। সেই বিবাদের জেরেই অজিত ভাইকে খুন করে বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। |