টুকরো খবর
জলসঙ্কট খয়রাশোলে
প্রখর তাপে শুকিয়ে গিয়েছে এলাকার ছোট-বড় পুকুর। জল নেই হিংলো নদীতেও। এর ফলে জলকষ্ট চরমে পৌঁছেছে খয়রাশোল ব্লকের হজরতপুর, বড়রা, পারশুণ্ডি বাবুইজোড়-সহ একাধিক পঞ্চায়েত এলাকায়। দৈনদিন ব্যবহারের জন্যই হোক বা পানীয় জলের চাহিদা মেটানোর একমাত্র ভরসা এলাকার গভীর নলকূপগুলি। কিন্তু জলস্তর নেমে যাওয়ায় জল পেতে সমস্যা হচ্ছে। এ দিকে, নলকূপ বিকল হয়ে গেলে চূড়ান্ত অসুবিধায় পড়বেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। সমস্যার কথা স্বীকার করে খয়রাশোলের বিডিও মহম্মদ ইসরার বলেন, “জল সঙ্কট মোকাবিলার জন্য পিএইচই ও ব্লকের যৌথ উদ্যোগে সম্প্রতি ১৩টি গভীর নলকূপ বসানো হয়েছে। যে সব এলাকায় জল সংঙ্কট তীব্র সংশ্লিষ্ট প্রধানদের সঙ্গে বৈঠক করে বিকল নলকূপ দ্রুত সারিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।”

তরুণীর দেহ উদ্ধার
কড়ি কাঠ থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া এক তরুণীর দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম রুবি চট্টোপাধ্যায় (১৮) বাড়ি নানুর থানার আঙোরা গ্রামে। ওই তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, দাদু ও মামা মারা যাওয়ার পরে দিদিমার একাকিত্ব দূর করতে ছোট থেকে দুবরাজপুরের কানদিঘিতে মামারবাড়িতে থাকতেন ওই তরুণী। গত এপ্রিল মাসে সিউড়ির বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী এক যুবকের সঙ্গে তার রেজিস্ট্রি হয় রুবির। কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক বিয়ে হওয়ার কথা ছিল। রুবির মা লতিকাদেবীর দাবি, “রেজিষ্ট্রি করে বিয়ে হলেও দিন কয়েক ধরে কোনও যোগাযোগ রাখছিল না জামাই। সেই করণেই মেয়ে আত্মঘাতী হয়েছে।” পুলিশ জানায়, শনিবার দেহটি উদ্ধার হয়েছে। তবে অভিযোগ হয়নি।

দুর্ঘটনায় মৃত ২
শনিবার দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেন সিউড়ি ১ ব্লকের মোনপুর গ্রামের শেখ মেহের আলি (৩৫) ও ঝাড়খণ্ডের মহেশপুর থানার বিষমপুরের মুখিয়া টুটু (১০)। পুলিশ জানায়, ওই দিন সকালে রাজনগর থানা এলাকার লাউজোড় গ্রামের কাছে সিউড়ি-রাজনগর রাস্তার বাঁকে যন্ত্রচালিত ভ্যান উল্টে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, ওই দিন বিকেলে মুখিয়া টুডু নামে ওই বালক বাড়ি ফিরছিল। নলহাটির সুলতানপুরের রাস্তায় একটি ট্রাক তাকে ধাক্কা মারে।

খুনের ‘হুমকি’
তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় অভেদানন্দ খাণ্ডার নামে বোলপুরের কালিকাপুরের বাসিন্দা ওই তৃণমূল কর্মীর বড়িতে ঢুকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের বিরুদ্ধে। রবিবার থানায় অভিযোগ হয়। তাঁর অভিযোগ, “দুই দুষ্কৃতী আমার বাড়িতে ঢুকে কিশোরী মেয়ের মুখে ওড়না গুঁজে ও গলায় ওড়নার ফাঁস গিয়ে আমাকে অনুব্রতবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা না রাখার জন্য হুমকি দেয়। তা না হলে আমাকে খুন করা হবে বলে শাসিয়ে যায়।” পুলিশ তদন্ত শুরু করেছে।

সরকারি দফতরে চুরি
ফের চুরির ঘটনা ঘটল রামপুরহাট শহরে। শনিবার রামপুরহাট ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে। মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক হরিসাধন দত্ত বলেন, “রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চুরির কথা জানতে পারি। গিয়ে দেখি দু’টি কম্পিউটার নেই। বিভিন্ন আলমারি খোলা। শনিবার রাতে নৈশ প্রহরী ছিলেন না।” তিনি বলেন, “কেন ছিলেন না বা না জানিয়ে কোথায় ছিলেন, কেনই বা চুরির কথা এ দিন সকালে জানাননিসব তদন্ত করে দেখা হচ্ছে।” নৈশ প্রহরী আশিস মণ্ডলের দাবি, “শরীর খারাপের জন্য অফিসে ছিলাম না। এ দিন সকালে তালা ভাঙা দেখে সন্দেহ হওয়ায় অন্য কর্মীদের বিষয়টি জানাই।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.