বামফ্রন্টের আমলে সরানোর সব চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক অফিসারই দীর্ঘদিন ধরে এক জায়গায় রয়ে গিয়েছিলেন। সেই মৌরসি পাট্টা ভাঙতে এ বার রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মোট ১২০০-র মধ্যে এক-চতুর্থাংশ বা ৩০০-র বেশি অফিসারকে একযোগে বদলি করা হল। দফতরের ইতিহাসে এমন গণ-বদলির নজির সাম্প্রতিক কালে নেই।
প্রাণিসম্পদ দফতরের এক মুখপাত্র বুধবার জানান, এটা ‘রুটিনমাফিক’ বদলি। তবে তিনি স্বীকার করে নেন, যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের অনেকেই বহু বছর ধরে এক জায়গায় কাজ করছিলেন। বাম জমানায় এক জায়গায় দীর্ঘদিন কাজ করতে থাকা আধিকারিকদের দফতরের অন্যত্র বদলির তোড়জোড় শুরু হয়েছিল একাধিক বার। কিন্তু কখনওই সেই উদ্যোগ সফল হয়নি।
নতুন সরকার ক্ষমতায় এসে এক বছরের মধ্যে বদলির নির্দেশ বলবৎ করল। যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে ১৫০ জনই বিভিন্ন ব্লক ও মহকুমায় ভেটেরিনারি অফিসার পদে কর্মরত ছিলেন। তাঁদের উপরে ব্লক ও মহকুমা প্রাণী স্বাস্থ্যকেন্দ্রগুলি পরিচালনার দায়িত্ব ছিল। এই ধরনের অধিকাংশ অফিসারকেই অন্য জেলায় বদলি করা হয়েছে। ওই সব কেন্দ্র থেকে এলাকার বাসিন্দাদের পালিত গবাদি পশু এবং হাঁস, মুরগি, কোয়েল, খরগোশ প্রভৃতি প্রাণীর রোগের চিকিৎসা ও রোগ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করা হয়।
ভেটেরিনারি অফিসার ছাড়াও বদলি করা হয়েছে ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক, জেলা স্তরে কর্মরত সহকারী অধিকর্তা এবং বিভিন্ন সরকারি পশুখামারে সহকারী-সুপারিন্টেন্ডেন্ট পদের আরও দেড়শোর বেশি আধিকারিককে। |