কাজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভারতীয় পুরতত্ত্ব সর্বেক্ষণের (আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া) এক ‘ফোরম্যানকে’ ঘণ্টা চারেক তালাবন্ধ ঘরে আটকে রাখলেন ঠিকাকর্মীরা। বুধবার মন্দিরনগরী বিষ্ণুপুরে এই বিক্ষোভ হয়। পরে তাঁরা ‘ফোরম্যান’ প্রদীপ্ত লাইকে ছেড়ে দেন। এএসআই-এর তত্ত্বাবধানে থাকা বিষ্ণুপুরের মন্দিরগুলির উদ্যান পরিচর্চায় নিযুক্ত থাকা ১২ জন ঠিকাকর্মীকে কয়েক মাস আগে কাজে লাগান নিয়ে সমস্যা তৈরি হয়। এরপর থেকেই তাঁদের কম দিন কাজ হচ্ছে বলে ওই ঠিকাকর্মীদের অভিযোগ। |
তাঁদের ক্ষোভ, “গত কয়েক মাস ধরে কাজ নিয়ে গড়িমসি চলছে। কখনও মাসে ১২ দিন, কখনও ১৫ দিন কাজ দিতে চাইছে। এত কম দিন কাজ করালে আমরা সংসার চালাব কী করে?” বিক্ষোভকারীদের অন্যতম, ঝন্টু লোহার, বিভাস বন্দ্যোপাধ্যায়রা বলেন, “মাসে ৩০ দিন কাজের দাবিতে আমাদের এই আন্দোলন।” এ দিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রদীপ্তবাবুকে তাঁরা অফিসের ভিতরে তালা দিয়ে আটকে রাখেন। পরে তাঁদের সমস্যার বিষয়টি দেখার আশ্বাস দেওয়ার পরে মুক্ত হন তিনি। প্রদীপ্তবাবু বলেন, “আর্থিক সমস্যার কারণে ঠিকাকর্মীদের কর্মদিবস কমাতে বাধ্য হয়েছি। আপাতত ১৫ দিন কাজের অনুমোদন মিলেছে। দিল্লিতে ঊধ্বর্র্তন কর্তৃপক্ষ এ নিয়ে আলোচনা চালাচ্ছেন।”
|
কলেজে ফর্ম তুলতে আসা ছাত্রদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলল তৃণমূল। সোমবার থেকে মানবাজার থানার মানভূম কলেজে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে। তৃণমূলের স্থানীয় ছাত্রনেতা অপূর্ব সিংহের অভিযোগ, “এসএফআইয়ের সদস্য করার নামে কয়েক জন সিপিএম নেতা কলেজে আসা ছেলেমেয়েদের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। আমরা বিষয়টি জানতে পেরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিত প্রতিবাদ জানাই।” ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতোর অভিযোগ, “দীর্ঘদিন ধরে ওরা কলেজে আসা ছাত্রদের ভয় দেখিয়ে টাকা আদায় করতে অভ্যস্ত। অধ্যক্ষকে বলেছি, কোনও ছাত্র সংগঠন যেন এ ভাবে টাকা আদায় না করে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতেও বলেছি।” এসএফআইএর পুরুলিয়া জেলা সভাপতি শেখ আরমান হোসেনের দাবি, “বিষয়টি আমি জানি। ওখানে জোর করে টাকা আদায় করা হচ্ছিল না। যাঁরা আমাদের সংগঠনকে ভালবাসেন, তাঁদেরই সদস্য করা হচ্ছিল।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস বলেন, “অভিযোগ মেলার পরেই যারা টাকা তুলছিল, তাদের ডেকে সতর্ক করে দিয়েছি।”
|
টিউশন পড়ে সাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। বুধবার সকালে পুরুলিয়া মফস্সল থানার বাইকাটা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয় মনোজ বাগদি-র (১৬)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। অন্য দিকে, মঙ্গলবার সন্ধ্যায় ওই থানারই ছড়রা-বিলতোড়া রাস্তায় বাঁশ বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উসল্টে যায়। বাঁশের নীচে চাপা পড়ে মৃত্যু হয় ট্রাক্টর চালক দিলীপ গড়াইয়ের (২৪)। তিন জন জখম হন।
|
ঝালদা অচ্ছ্রুরাম স্মৃতি কলেজে ভর্তি ‘ফি’ বৃদ্ধির অভিযোগ তুলল ফব-র ছাত্র সংগঠন ছাত্র ব্লক। সংগঠনের কলেজ ইউনিট সম্পাদক বিদ্যাপতি মাহাতো বলেন, “বিভিন্ন ক্ষেত্রে ভর্তি ‘ফি’ বেশ খানিকটা বাড়ানো হয়েছে। তাই কর্তৃপক্ষের কাছে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছি।” কলেজের অধ্যক্ষ দীননাথ মাহাতো বলেন, “উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা বিভাগের পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া-সহ কিছু ক্ষেত্রে ‘ফি’ বাড়ানোর জন্য পরিচালন সমিতির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। এখন তা সমিতির অনুমোদন সাপেক্ষ।”
|
বুধবার বিষ্ণুপুর শহরের তিলবাড়ি এলাকায় একটি মুদির দোকানে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন আসে। |