খুনের অভিযোগে গ্রেফতার বনগাঁয় |
রসিদ মণ্ডলকে খুনের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বনগাঁর জয়ন্তীপুর থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম কৃষ্ণেন্দু বিশ্বাস ওরফে নান্টু। তার বাড়ি শিমুলতলায়। প্রসঙ্গত, গত ১৮ মে দুপুরে পেট্রাপোল বন্দরে দুষ্কৃতীরা গুলি করে খুন করে রসিদকে। নিহতের পরিবারের তরফে তিনজনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, রসিদ খুনের ঘটনায় নান্টু ছাড়াও আরও ৬ জন জড়িত ছিল। এলাকা দখল এবং বিভিন্ন বেআইনি কাজ বাবদ টাকার বখরা নিয়ে গণ্ডগোলের জেরেই রসিদকে খুন করা হয় বলে পুলিশ জানায়। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
কয়েক হাজার টাকার জাল নোট-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার হাবরার হাটথুবা এলাকা থেকে পলাশ সিকদার নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি স্থানীয় প্রফুল্লনগরে। ধৃতের কাছ থেকে পাঁচটি এক হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রফুল্লনগরে একটি বাড়িতে চুরি হয়। ওই চুরির তদন্তে নেমে পুলিশ পলাশের নাম জানতে পারে। পুলিশের দাবি, জেরায় পলাশ স্বীকার করেছে যে ইতিমধ্যে ২৫টিরও বেশি বাড়িতে চুরি করেছে। মূলত তালা ভেঙেই সে চুরি করত। এর আগেও সে ধরা পড়েছিল। সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার পরে ফের সে পুরনো পেশায় ফিরে যায়। তবে কোথা থেকে সে এতগুলি জাল নোট পেল তা খতিয়ে দেখছে পুলিশ।
|
থানার নতুন ভবনের শিলান্যাস |
চার বছর ধরে জীর্ণ দোতলা ভাড়া বাড়িতে চলছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার কাজকর্ম। স্বল্প জায়গার কারণে থানার কাজকর্ম চালাতে প্রচণ্ড সমস্যা হচ্ছিল। সমস্যার সমাধানে মঙ্গলবার থানার নতুন ভবনের শিলান্যাস করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরীমোহন জাটুয়া। স্থানীয় দুই বাসিন্দা এ জন্য তিন বিঘা জমি দান করেছেন।
|
ফের দিনের বেলা ব্যস্ত রাস্তায় এক দুষ্কৃতীকে গুলি করে, চপার দিয়ে কুপিয়ে খুন করল অন্য দুষ্কৃতীরা। বুধবার, কামারহাটিতে। মৃতের নাম শেখ উজির আলি (২৫)। পুলিশ জানায়, উজির ব্যারাকপুর আদালতে একটি খুনের মামলায় হাজিরা দিতে যাচ্ছিল। অটোতে যাওয়ার সময়ে আগরপাড়ায় কিছু দুষ্কৃতী মোটরবাইকে তার পথ আটকায়। উজির পালানোর চেষ্টা করতেই তাকে লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয়। বুকে গুলি লেগে লুটিয়ে পড়লে বাইক থেকে নেমে দুই দুষ্কৃতী তাকে চপার দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় উজিরের। চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুন। |