টুকরো খবর
ট্রাফিক নিয়ে বৈঠকে আইজি
জেলার ট্রাফিক ব্যবস্থা নিয়ে সর্বোচ্চস্তরে এক বৈঠক হল মেদিনীপুরে। বুধবার কালেক্টরেটে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষ্মীনারায়ণ মিনা, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী প্রমুখ। ডিজি-র সঙ্গেও ভিডিও কনফারেন্সও হয়। জেলার কোন কোন এলাকা দুর্ঘটনাপ্রবণ, সেখানে কী কী পদক্ষেপ করা প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়। আইজি বলেন, “জেলার ট্রাফিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। কোন কোন এলাকায় দুর্ঘটনা বেশি হয়, তা খতিয়ে দেখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে কিছু পদক্ষেপ প্রয়োজন। মানুষকেও সচেতন করতে হবে।” ঠিক কী কী পদক্ষেপ প্রয়োজন, তা জানাতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার রিপোর্ট পাঠালে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক পুলিশের সংখ্যাও বাড়ানো হতে পারে। শহরে যানজট লেগেই থাকে। এখন মেদিনীপুর ও খড়্গপুরে বসতি বাড়ছে। রাস্তায় ছোট-বড় গাড়ির সংখ্যাও আগের থেকে বেড়েছে। পরিস্থিতি দেখে দুই শহরে ট্রাফিক সিগন্যালও চালু হয়। কিন্তু, অনেক সময়েই তা সচল থাকে না বলে অভিযোগ। অন্য দিকে, জেলা হয়েই গিয়েছে ৬ ও ৬০ নম্বর জাতীয় সড়ক। দ্রুত গতিতে গাড়ি চলাচলের ফলে জাতীয় সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ডেবরা, নারায়ণগড়, শালবনি, খড়্গপুর লোকাল-সহ কিছু থানা এলাকার কয়েকটি জায়গাকে দুর্ঘটনাপ্রবণ বলে আগেই চিহ্নিত করা হয়েছে। অনেক জায়গায় রাস্তা খারাপ থাকায় দুর্ঘটনা ঘটে। আইজি বলেন, “কোথায় কী প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে। দুর্ঘটনা এড়াতে কিছু পদক্ষেপ করা জরুরি।” সঙ্গে পথচলতি সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তার ধারে হোর্ডিং-ফ্লেক্স রাখারও পরিকল্পনা রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর।

লালগড়ে ফুটবল ম্যাচ ২৩ জুন
ফের লালগড়ে ফুটবল-ম্যাচ হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ জুন ওই ফুটবল ম্যাচ হবে। রাজ্যে পালাবদলের পর গত বছরের ২৬ জুন লালগড়ে এমনই এক ফুটবল ম্যাচ হয়েছিল। ক্রীড়ামন্ত্রী একাদশের হয়ে মাঠে নেমেছিলেন সন্তোষ-ট্রফি জয়ী বাংলার ফুটবলাররা। অন্য দিকে, জঙ্গলমহল একাদশের হয়ে খেলেছিলেন স্থানীয় প্রতিভাবান ফুটবলাররা। ম্যাচ ঘিরে লালগড় ও তার আশপাশ এলাকায় সাড়া পড়ে। একমাত্র গোলে জিতেছিল ক্রীড়ামন্ত্রী একাদশ। ম্যাচ হারলেও মাঠে উপস্থিত প্রাক্তন ফুটবলারদের নজর কাড়ে জঙ্গলমহল একাদশের সুনীল মুর্মু, করমচাঁদ হাঁসদাদের খেলা। বছর ঘুরতে না-ঘুরতে ফের একবার ফুটবল ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে লালগড়ে। একটা সময় জঙ্গলমহল জুড়ে সন্ত্রাসের আবহ ছিল। প্রায় প্রতিদিনই নাশকতার ঘটনা ঘটত। বাতাস ভারী হয়ে থাকত বারুদের গন্ধে। রাজ্যে পালাবদলের পর লালগড়ে ফুটবল ম্যাচের আয়োজন করে রাজ্য সরকার। স্থানীয় যুবক-যুবতীদের সমাজের মূলস্রোতে থাকার আহ্বান জানানো হয়। গত বছরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনী গোস্বামী-সহ এক ঝাঁক প্রাক্তন ও বর্তমান ফুটবল-তারকা। সঙ্গে চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী-সহ রঙিন পর্দার কলাকুশলীরা। এ বারও প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের সঙ্গে কলাকুশলীরা থাকবেন বলে খবর। ক্রীড়ামন্ত্রী একাদশের হয়ে খেলবেন কলকাতার ফুটবলাররা। তাঁদের সঙ্গে লড়বে জঙ্গলমহলের ছেলেরা। শুরুতে জেলা প্রশাসনকে জানানো হয়েছিল, ২৬ জুন এই ম্যাচ হবে। পরে ২৩ তারিখের কথা জানানো হয়। সেই মতোই প্রস্তুতি শুরু হয়েছে স্থানীয় সজীব সঙ্ঘের মাঠে।

কৃষি উন্নয়ন প্রকল্প পূর্বে
কৃষি ক্ষেত্রে নানা আধুনিক প্রযুক্তি সংযোজনের লক্ষ্যে রাজ্যের প্রতিটি জেলাকে ১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ‘জেলা উদ্ভাবনী তহবিল’ নামে নতুন এই প্রকল্পে বরাদ্দ অর্থ পেয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর। বরাদ্দ টাকায় মাটি পরীক্ষাগার, বৈজ্ঞানিক বীজ গুদাম, কেঁচো সার উৎপাদন কেন্দ্র তৈরি-সহ বিভিন্ন কাজের পরিকল্পনা নিয়েছে জেলা পরিষদ ও কৃষি দফতর। জেলা পরিষদের সভাকক্ষে জেলার কৃষি দফতরের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সম্প্রতি ওই প্রকল্প রূপায়ণ নিয়ে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, জেলার জন্য বরাদ্দ অর্থে প্রথম পর্যায়ে জেলায় ৩টি মাটি পরীক্ষাগার তৈরি করা হবে। প্রতিটির জন্য ৫ লক্ষ টাকা করে খরচ হবে। এ ছাড়া ৫০ মেট্রিক টন ক্ষমতার তিনটি বৈজ্ঞানিক বীজ গুদাম তৈরি করা হবে। এ ক্ষেত্রে গুদাম পিছু খরচ হবে সাড়ে ৬ লক্ষ টাকা করে। এ ছাড়াও ৬টি কেঁচোসার উৎপাদন কেন্দ্র তৈরির জন্য ৬ লক্ষ টাকা করে ও একটি ‘এগ্রি ক্লিনিক প্ল্যান্ট ডিজিজ ডায়গনিস্টিক সেন্টার’ তৈরির জন্য ৬ লক্ষ টাকা খরচ করা হবে। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, কৃষি, উদ্যান পালন, কৃষি বিপণন, সেচ, রাস্তা নির্মাণ-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন ও আধুনিক সুবিধা পৌঁছে দিতে ‘ডিস্ট্রিক্ট ইনোভেশন ফান্ড’ নামে নতুন প্রকল্পে প্রতিটি জেলায় ১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

প্রবেশিকার মেধা-তালিকা ভিত্তি করেই ভর্তি বিএডে
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএড পাঠ্যক্রমে সেখান থেকে পাশ করা স্নাতকদের জন্য ৯৫ শতাংশ আসন সংরক্ষিত রাখা যাবে না। প্রবেশিকা পরীক্ষার মেধা-তালিকা অনুসারেই বিএড পাঠ্যক্রমে ছাত্র ভর্তি করতে হবে। এই ব্যাপারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভেদাভেদ করা চলবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তন্ময় মণ্ডল-সহ পাঁচ ছাত্র হাইকোর্টে মামলা করে বলেন, ভর্তির পরীক্ষায় বেশি নম্বর পাওয়া সত্ত্বেও বিএডে তাঁদের ভর্তি নেওয়া হচ্ছে না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বলছে, তাদের নিয়ম অনুযায়ী সেখানকার স্নাতকদের জন্যই বিএডে ৯৫ শতাংশ আসন নির্দিষ্ট রয়েছে। মাত্র পাঁচ শতাংশ আসনে ছাত্র নেওয়া হবে অন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্য থেকে। এই নিয়মের ফলে অনেক আবেদনকারীই প্রবেশিকা পরীক্ষায় বেশি নম্বর পাওয়া সত্ত্বেও বিএড পড়ার সুযোগ পাচ্ছেন না। আবেদনকারীদের আইনজীবী অর্জুন রায় মুখোপাধ্যায় বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়েও এই ধরনের নিয়ম ছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশের পরে তারা মেধার ভিত্তিতেই তালিকা তৈরি করে ছাত্র ভর্তি করছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া নির্দেশের কথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে জানানোর পরেও তারা তা মানতে রাজি হয়নি। শুনানির শেষে বিচারপতি গিরীশচন্দ্র গুপ্ত জানিয়ে দেন, ছাত্র ভর্তি করতে হবে মেধা-তালিকার ভিত্তিতেই। আর মেধা-তালিকা তৈরি করতে হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুসারেই।

শিশু উৎসব সমাপ্ত
ছবি: দেবরাজ ঘোষ।
ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত তিন সপ্তাহ-ব্যাপী ‘১৫তম শিশু উৎসবে’র সমাপ্তি অনুষ্ঠান হল তিন দিন ধরে। গত ২৫ মে বিশিষ্ট শিল্পী-ভাস্কর রামকিঙ্কর বেজ-এর ১০৬ তম জন্মদিনে শিশুদের ‘সম্মিলিত চিত্রাঙ্কনে’র মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। মঙ্গলবার সমাপ্তি অনুষ্ঠানের প্রথম সন্ধ্যায় সংস্থার রামকিঙ্কর মঞ্চে প্রয়াত নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় স্মরণে আলোচনায় অংশ নেন সোনারপুর কৃষ্টি-সংসদের পরিচালক, বিশিষ্ট নাট্যকার সংগ্রামজিৎ সেনগুপ্ত ও কবি শুভ দাশগুপ্ত। মোহিত-স্মরণে পরিবেশিত হয় আর্ট অ্যাকাডেমি-র নৃত্যানুষ্ঠান-‘শ্রদ্ধাঞ্জলি’। ঝাড়গ্রামের ‘কথাকৃতি’ নাট্যগোষ্ঠীর শিশুশিল্পীদের অভিনীত ‘নতুন-পুতুল’ নাটকটিও মঞ্চস্থ হয়। গল্প শোনান দিনকর শর্মা। বুধবার সন্ধ্যায় আর্ট অ্যাকাডেমি-র নৃত্যনাটিকা ‘মোরা নাচি দুলে-দুলে’ ও সমবেত কত্থক নৃত্য পরিবেশিত হয়। বৃহস্পতিবার সমাপ্তি সন্ধ্যায় মঞ্চস্থ হবে আর্ট অ্যাকাডেমি-র নৃত্যনাটিকা ‘ত্রিবর্ণা’ ও পুতুল নাটক ‘তোতাকাহিনী’।

গ্যাসের অবৈধ ব্যবসা, ধৃত ১
রান্নার গ্যাসকে গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করার অবৈধ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। এগরা শহরের পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা স্বদেশ পালকে মঙ্গলবার গ্রেফতার করার পর বুধবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল-হেফাজতের নির্দেশ হয়। ধৃতের ব্যবসাস্থল থেকে ৪১টি রান্নার গ্যাসের সিলিন্ডার উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। যার অধিকাংশই ভর্তি। পূর্ব মেদিনীপুর জেলা-পুলিশের ডিএসপি (হেড কোয়ার্টার) তথা জেলা দুর্নীতি-দমন শাখার ভারপ্রাপ্ত আধিকারিক কাসেদ আলি বিশ্বাস জানান, এই ঘটনায় পুলিশ সুয়োমোটো মামলা রুজু করেছে। জেলার বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে রান্নার গ্যাস গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করার ব্যবসা চলছে। এই ব্যবসায় গ্যাস সংস্থার একাংশ কর্মীও যুক্ত বলে অভিযোগ।

প্রফুল্ল-স্মরণে
বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে সম্প্রতি নানা কর্মসূচির আয়োজন করেছিল কাঁথি ৩ ব্লকের গঙ্গাধরচক ও দেওয়ানচক বিবেকানন্দ ক্লাব। যুবকল্যাণ দফতরের অর্থানুকূল্যে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনাচক্র ছাড়াও বসে আঁকো, পোস্টার প্রদর্শনীর আয়োজন ছিল। ছিলেন পঞ্চায়েত সদস্য বাঞ্ছানিধি শিট, বাসুদেব পয়ড়্যা, চিত্রশিল্পী সৌমেন মাইতি প্রমুখ।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের হলদিয়া-পাঁশকুড়া শাখার রঘুনাথবাড়ির কাছে। এ দিন সকালে ওই এলাকার সারসতা গ্রামের মল্লিকা পাত্র (৪৫) প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। সে সময়েই পাঁশকুড়ার দিক থেকে আসা একটি মালগাড়ির ধাক্কায় জখম হন তিনি। চিকিৎসার জন্য জখম ওই মহিলাকে মালগাড়ির গার্ড তমলুক পর্যন্ত নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ার।

লরি উল্টে জখম ৪
পেটুয়াঘাট মৎস্যবন্দর থেকে দিঘা যাওয়ার পথে মাছ বোঝাই একটি লরি উল্টে গেল ঠিকরা মোড়ে। মঙ্গলবার বিকেলের ওই দুর্ঘটনায় জখম হয়েছেন চার মৎস্যজীবী। এর মধ্যে দু’জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে এক জনকে কলকাতায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গতি বেশি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। চালক পলাতক।

কৃতী সংবর্ধনা
এ বারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতীদের সংবর্ধনা দিল চণ্ডীপুর থানা। চণ্ডীপুর ব্লকের বিভিন্ন বিদ্যালয়, কৃতীদের পাশাপাশি অন্য অঞ্চলের বিদ্যালয়ের কৃতীদের মিলিয়ে মোট ৪৪ জনকে সংবর্ধনা দেওয়া হয়। মাধ্যমিকে রাজ্যে একাদশ স্থানাধিকারী মেদিনীপুর মিশন গার্লস স্কুলের তিয়াসা সাঁতরাকেও সংবর্ধনা দেওয়া হয়।

আগুনে পুড়ে মৃত্যু
রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার দুপুরে কাঁথি থানার পাইলচ্ছনপুর গ্রামে ঘটনাটি ঘটে। মৃত বধূর নাম তাপসী মালি (২৩)। দুপুরবেলা রান্না করার সময় আচমকাই তাঁর গায়ে আগুন লেগে যায়। আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন ও কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর।

স্মারকলিপি
কৃষি ঋণ মকুব-সহ নানা দাবিতে তমলুক সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল বিজেপি। বুধবার তমলুকে ওই সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে দলীয় সমর্থক কৃষকদের নিয়ে জমায়েত ও সভা করেন বিজেপি নেতৃত্ব।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.