|
|
|
|
|
সুযোগ হাতছাড়া করে
বিলাপ আর্শাভিনদের
নিজস্ব প্রতিবেদন |
|
“পোল্যান্ডকে বুঝতে না পেরেই ডুবতে হল।”
“নিশ্চিত দু’পয়েন্ট মাঠে ফেলে এলাম।”
“দ্বিতীয়ার্ধে অহেতুক বেশি অ্যাটাকিং খেলতে গেলাম। পোল্যান্ড যে প্রতি-আক্রমণে ভাল, খেয়ালই ছিল না।”
টুকরো টুকরো ক্ষোভ। হতাশা। বিলাপ। কোনও এক ফুটবলার নয়, অনেকের। কখনও আন্দ্রে আর্শাভিন। কখনও রোমান শিরকভ। পোল্যান্ড ম্যাচের ময়নাতদন্তে বসে যাঁরা তুলে ধরছেন একটা ছোট তথ্য---দু’পয়েন্ট হাতছাড়া স্রেফ নিজেদের ভুলে। |
|
নতুন লড়াইয়ের প্রস্তুতিতে আর্শাভিন। ছবি: এএফপি। |
পোল্যান্ডের সঙ্গে ম্যাচ ড্র করেও রাশিয়া এখনও গ্রুপে একেই। কিন্তু তাতে কী? ফুটবলাররা কিছুতেই মেনে নিতে পারছেন না মঙ্গলবারের ফলাফল। রাশিয়ার এক নম্বর ফুটবলার আর্শাভিনের মনে হচ্ছে, পোল্যান্ডকে দ্বিতীয়ার্ধে অত আ্যাটাকিং খেলতে দেওয়া ঠিক হয়নি। “ওরা প্রতি-আক্রমণে উঠে আসতে পছন্দ করে। সেটা আমরা জানতাম। কিন্তু তবু ওদের সেটা করতে দেওয়া হয়েছে। আমাদের কপাল খারাপ, ওরা গোল পেয়ে গেল। আমরাও সুযোগ পেয়েছিলাম। কিন্তু ওদের গোলকিপারের উপর সে ভাবে চাপই দিতে পারলাম না,” বলেছেন তিনি। আর্শাভিনের সঙ্গে প্রায় একমত শিরকভও। বলেছেন, “দ্বিতীয়ার্ধে পোল্যান্ড তেড়েফুঁড়ে খেলতে শুরু করল, আর আমরা ভুল করতে শুরু করলাম। একটাও সুযোগ এমন তৈরি করতে পারলাম না যেখান থেকে গোল আসতে পারে। একটা গোল করেই কেমন যেন নিশ্চিন্ত হয়ে গেলাম। দ্বিতীয় গোলটা পাওয়ার জন্য সে ভাবে চেষ্টাও করলাম না।”
রাশিয়ার আর এক ফরোয়ার্ড আলেকজান্দার কারজাখোভ আবার জানিয়ে রাখছেন, প্রতিপক্ষ হিসাবে চেক প্রজাতন্ত্র অনেক বেশি কঠিন ছিল পোল্যান্ডের চেয়ে। “চেকদের বিরুদ্ধে গোল করাটা অনেক বেশি কঠিন ছিল। তবু আমাদের দু’নম্বর গোলটা তুলতে কোনও অসুবিধা হয়নি। বুঝতে পারলাম না পোল্যান্ডের বিরুদ্ধে সমস্যাটা কোথায় হল?” বলেছেন কারজাখভ। যে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন রাশিয়া গোলকিপার মালাফিভ। “ম্যাচের মাঝপথে বদলে যাওয়াটাই আমরা ধরতে পারলাম না। আগে গোল করার সুবিধাটাও তাই হাতছাড়া হল।”
আর সব দেখেশুনে রাশিয়া কোচ ডিক অ্যাডভোকাট প্রবল হতাশ। “পোল্যান্ডের চেয়ে অনেক ভাল টিম ছিলাম আমরা। ডেনিসভও অসাধারণ খেলল। ম্যাচের সেরা অন্য কেউ হতে পারে, কিন্তু আমাদের কাছে সেরা ডেনিসভই,” বলেছেন অ্যাডভোকাট। সঙ্গে যোগ করেছেন, “তবু বলব ম্যাচটা ভাল হয়েছে। ওদের পিছনে চল্লিশ হাজার দর্শকের সমর্থন ছিল। সেটা একটা বড় সুবিধা। চেকদের বিরুদ্ধে জয়টা বেশ ভাল ছিল। ভেবেছিলাম এই ম্যাচটা ১-০ জিতব। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত অ্যাওয়ে গেমের মতো হয়ে খেল। যা-ই হোক, মেনে নিতে হবে ওরা গোলটা দুর্দান্ত করেছে। যাঁরা খেলা দেখেছেন, তাঁরা জানেন ম্যাচে রাশিয়ার দখল অনেক বেশি ছিল। অনেক বেশি সুযোগও তৈরি করেছি আমরা।” আর্শাভিন কী শেষ দিকে ক্লান্ত হয়ে পড়ছিলেন? অ্যাডভোকাট বলছেন, “আমিও তো মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু তা বলে থেমে যাই না। আমাদের টিমে যে ক’জন ভয়ঙ্কর ফুটবলার আছে, তাদের মধ্যে আর্শাভিন এক জন। কয়েকটা ভুল ও করেছে। কিন্তু পায়ে বল পড়লে ও বরাবর ভয়ঙ্কর। ওর পরিবর্ত নামানোর কথা তাই ভাবিনি। কারণ যখনই ও বল পেয়েছে মনে হয়েছে কিছু হতে পারে।” |
|
|
|
|
|