ইউরোর খুচরো
দুর্ঘটনায় শেভচেঙ্কোর গাড়ি
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ইউক্রেনের জোড়া গোলের নায়ক শেভচেঙ্কো। সোমবার ইউরোতে ইউক্রেনের উদ্বোধনী ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে যখন টিম হোটেলে ফিরছিলেন, তখনই গাড়ি দুর্ঘটনার শিকার হন শেভচেঙ্কো। কিয়েভের রাস্তায় ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকার সময় পিছন থেকে একটি জিপ তাঁর গাড়িতে ধাক্কা মারে। তখন গাড়িতে ছিলেন তাঁর স্ত্রীও। তবে সুখবর হল, দু’জনেই সুস্থ আছেন। কোনও চোট-আঘাত লাগেনি।

সতর্ক প্রশাসন
কাঁদানে গ্যাসের অস্ত্রাগার, জলের কামান ও রবারের গুলি। সাধারণত কোনও দাঙ্গা কিংবা যুদ্ধকালীন পরিস্থিতিতে এ সব জিনিস ব্যবহার হয়। কিন্তু এ বার ইউরোতেও বিষাক্ত সামগ্রী ব্যবহার করতে বাধ্য হল পুলিশ। সোমবার পোল্যান্ড-রাশিয়া ম্যাচ শুরুর ঠিক আগে স্টেডিয়ামের বাইরে দু’দলের সমর্থকদের মধ্যে তুমুল ঝগড়ার জেরে। ঝামেলা করার অপরাধে প্রায় ১৮৫ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১৫৭ জনই পোলিশ। সাম্প্রতিক কালে কোনও বড় টুর্নামেন্টে এত সংখ্যাক সমর্থককে এক সঙ্গে আটক করার ঘটনা নেই। বোঝাই যাচ্ছে, নিরাপত্তা নিয়ে কতটা সতর্ক প্রশাসন।

শাস্তি রাশিয়ার
শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিল উয়েফা। নিলও। ম্যাচ চলাকালীন রুশ সমর্থকদের মাঠে আতসবাজি ছোড়ার জের। পরের বারের ইউরো যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামার আগেই ওই টুর্নামেন্টের জন্য রাশিয়ার ছ’পয়েন্ট কেটে নেওয়া হল। এখানেই শেষ নয়। জরিমানা করা হল ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪ লক্ষ টাকা। মঙ্গলবার এক বিবৃতিতে উয়েফা বলেছে, “রুশ সমথর্কদের ছোড়া আতসবাজিতে মাঠের ক্ষতি হয়েছে। সেজন্যই রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.