|
|
|
|
|
সমালোচনা উড়িয়ে আজও
ফরোয়ার্ড ছাড়াই স্পেন
নিজস্ব প্রতিবেদন |
|
ইতালির বিরুদ্ধে ড্র সত্ত্বেও আয়ার্ল্যান্ড ম্যাচে আবার ৪-৬-০ ছকই নামাচ্ছেন ভিনসেন্ট দেল বস্কি। স্পেন কোচের স্ট্রাইকার-বিহীন আক্রমণ সাজানো নিয়ে ইতিমধ্যেই সমালোচনার সুর বেশ চড়া। দেল বস্কির অবশ্য তাতে কোনও হেলদোল দেখা যাচ্ছে না। উল্টে তিনি বলে দিয়েছেন, “আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে আমরা এক জন ন’নম্বর খেলাব। যদিও ন’নম্বর বলতে আপনারা কী বোঝেন সেটা আপেক্ষিক।” এর পরে যোগ করেছেন, “দাভিদ সিলভা এক জন ফরোয়ার্ড। ইনিয়েস্তা আর সেস ফাব্রেগাস আবার মাঝমাঠ থেকে ফরোয়ার্ডের মতোই খেলে।”
আলভেরো নেগ্রেদো, ফের্নান্দো তোরেস এবং ফের্নান্দো লোরেন্তেকে মাঠের বাইরে রেখে কোনও ফরোয়ার্ড ছাড়াই ইতালির বিরুদ্ধে দল নামিয়ে ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিলেন দেল বস্কি। আর এ দিন সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বুঝিয়ে গেলেন, অন্য কে কী বলছে তাতে তাঁর কিছু যায়-আসে না। তিনি চলবেন নিজের মতেই। “আমাদের হাতে চারটে বিকল্প। তিন ফরোয়ার্ড ছাড়াও চতুর্থ বিকল্পটার নাম সেস ফাব্রেগাস। সব ক’টাই খুব আক্রমণাত্মক বিকল্প। তবে সেটাই বেছে নেব যেটা দলের স্বার্থে সেরা,” বলেছেন দেল বস্কি। |
|
ইনিয়েস্তা: স্পেনের ভরসা |
ভিয়া আর পুয়োলের অভাবের পাশে স্পেনের নতুন দুশ্চিন্তা দানস্কের মাঠ। ইতালি ম্যাচের পরে মাঠ নিয়ে ক্ষোভে ফেটে পড়া স্প্যানিশরা উয়েফার কাছে সরকারি অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মাঠে গ্রুপের আরও দু’টো ম্যাচ তাদের। এবং মাঠের কারণে টিকি-টাকার গতি যতই মন্থর হয়ে যাক, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছে না বিশ্ব চ্যাম্পিয়নরা।
অন্য দিকে, পাক্কা দশ বছর বাদে আবার ইউরোর মূলপর্বে ওঠা আয়ার্ল্যান্ডের জন্য স্পেন ম্যাচটা তাদের ইউরো-ভাগ্য গড়ে দেবে। গ্রুপ সি-র প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ১-৩ হারার পরে জিওভানি ত্রাপাত্তোনির ছেলেদের কাজটা খুবই কঠিন হয়ে গিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচের আগে ত্রাপাত্তোনি নিজের দলকে বলেছেন, “তোমাদের নিজেদের ক্ষমতায় বিশ্বাস রাখতে হবে।” তবে ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ এটাও মানছেন, এই মুহূর্তে তাঁদের একটা বড় মাপের অঘটন চাই।
দশ বছর আগে ইউরোর দ্বিতীয় রাউন্ডে স্পেনের কাছেই পেনাল্টিতে হেরে বিদায় নিয়েছিল আয়ার্ল্যান্ড। এ বার লা রোজার বিরুদ্ধে সান্ডারল্যান্ডের তরুণ উইঙ্গার জেমস ম্যাকক্লিনকে খেলানোর জন্য ত্রাপাত্তোনির উপর চাপ আছে। ইতালীয় কোচ অবশ্য তেইশ বছরের ম্যাকক্লিনের উপর এখনই খুব বেশি চাপ দিতে চান না। তাই স্পেন ম্যাচে নামলেও ম্যাকক্লিন খুব সম্ভবত বদলির ভূমিকাতেই। অল্পবিস্তর চোট সমস্যাও রয়েছে। পায়ের ফোসকা আর ক্লান্তি ভোগাচ্ছে রক্ষণের স্তম্ভ রিচার্ড ডানকে। যদিও তিনি স্পেন মাচে খেলতে চান। আয়ার্ল্যান্ডের তারকা স্ট্রাইকার রবি কিন অবশ্য মনে করেন পুয়োল-বিহীন স্প্যানিশ রক্ষণে আঘাত হানা সম্ভব।স্পেন মনে করছে, ত্রাপাত্তোনি চূড়ান্ত রক্ষণাত্মক কৌশল নেবেন। মিডফিল্ডার বাস্কেটস যেমন বলেছেন, “আইরিশরা নিজেদের গোল-মুখে ভিড় করে থেকে ধৈর্যের পরীক্ষা নেবে। আর আমাদের লক্ষ্য হবে যত তাড়াতাড়ি সম্ভব গোল করে ওদের আক্রমণে উঠতে বাধ্য করা।” |
|
|
|
|
|