রোনাল্ডো আর পর্তুগালকে
বাঁচিয়ে রাখল ভারেলাই

পর্তুগাল ৩ (পেপে, পোস্তিগা, ভারেলা)
ডেনমার্ক ২ (বেন্ডটনার ২)
বেন্ডটনারের দ্বিতীয় গোলটার পরে টিভি ক্যামেরায় রোনাল্ডোকে দেখাল। তার ঠিক এক মিনিট আগে একটা অবিশ্বাস্য গোল মিস করেছে রোনাল্ডো। তারও আগে আরও দুটো। বিশ্বের দু’নম্বর ফুটবলার এ ভাবে গোল নষ্ট করবে? আমার তো মনে হয়, এই ম্যাচটা না জিতলে রোনাল্ডোকে ক্ষমা করতে পারতেন না পর্তুগিজরা। তিন মিনিট আগে পরিবর্ত ভারেলা দুর্দান্ত গোলটা করে রোনাল্ডোকে আপাতত বাঁচিয়ে দিল। ভিলেন হতে দিল না।
কিন্তু পর্তুগাল কি আদৌ বাঁচল? খেলা দেখে মনে হল, ওদের পরের রাউন্ডে যাওয়া কঠিন। মাঝমাঠ আদৌ ভাল নয়, সৃষ্টিশীলতা নেই। তার পরে রোনাল্ডোর এই দশা। দু’বার এগিয়ে, অনেক প্রাধান্য দেখিয়েও পর্তুগাল প্রায় আটকে যাচ্ছিল। ম্যাচটা ২-২ থাকলে আঙুল তো তোলা হতই রোনাল্ডোর দিকে। ওর মিসগুলোর জন্য।
আমার মতে এটাই ইউরোর এখনও পর্যন্ত সেরা ম্যাচ। পাঁচ পাঁচটি গোল। ২-০, ২-১, ২-২ থেকে শেষপর্যন্ত ৩-২। গোলই তো যে কোনও ফুটবল ম্যাচের প্রাণভোমরা। সেটা যদি এতবার দেখা যায়! আর কি চাই। পরিসংখ্যানও বলছে, এই দুই দলের ম্যাচে সব সময়ই প্রচুর গোল হয়েছে। গড় তো দেখছি সাড়ে তিন।
ম্যাচের আগে আমি একটু হলেও এগিয়ে রেখেছিলাম পর্তুগালকে। কারণ অবশ্যই রোনাল্ডো। এটা ঘটনা যে ক্লাব ফুটবলে রিয়ালের হয়ে ওর যা সাফল্য দেশের জার্সি পরে তার ছিটেফোঁটাও নেই। মেসির মতো রোনাল্ডোও ক্লাব ফুটবলের মহাতারকা। দেশের নয়। আমি বিশ্বাস করি পেলে, মারাদোনা, প্লাতিনি বা জিদানরা চিরকালীন সেরা হয়ে রয়েছেন দেশের হয়ে ট্রফি জেতার জন্যই। ক্লাব ফুটবলে রোনাল্ডো যাই খেলুক, দেশের জার্সিতে তার একটা ভাল ম্যাচ প্রত্যাশা করেছিলাম আমি। পতুর্গাল জিতলেও রোনাল্ডোর পারফরম্যান্স কিন্তু আমাকে বুধবার আদৌ খুশি করতে পারেনি। না লুই ফিগোর চেয়ে ওকে এখনও এগিয়ে রাখতে পারছি না।
রোনাল্ডোর সেই অবিশ্বাস্য মিস। ছবি: রয়টার্স।
পস্তিগার নাম টিম লিস্টে দেখে অনেকের মতো আমিও আবাক হয়েছিলাম শুরুতে। অনেকেই পস্তিগার জায়গায় নামাতে বলেছিলেন চোট সারিয়ে ফেরা আলমেইদাকে। কিন্তু সব সমালোচনা আর পরামর্শ উপেক্ষা করে পাওলো বেন্তো একই দল রেখে দিয়েছিলেন। কোচ হিসাবে আমার সবসময়ই পছন্দ পুরো সুস্থ ফুটবলার। পর্তুগাল কোচও মনে হল সেটাই চেয়েছিলেন। আলমেইদার জায়গায় রেখে দিয়েছিলেন পস্তিগাকেই। নিশ্চয়ই তাঁর মনে হয়েছিল আলমেইদার চেয়ে পুরো সুস্থ ফুটবলার নামানোটা ঠিক হবে। আরও একটা অঙ্ক কাজ করেছিল হয়তো বেন্তোর মাথায়। তা হল রোনাল্ডোকে ফ্রি খেলার সুযোগ দিতে চেয়েছিলেন তিনি। তাঁর ভাবনা শুরুতে কাজে লাগল। মোতিনহোর কর্নার থেকে পেপের গোলটা তো হলই। নানির পাস থেকে ২-০ করে দিল সেই পস্তিগা।
বেন্তো দুটো স্ট্র্যাটেজি নিয়েছিলেন ম্যাচের আগে।
এক) ডেনমার্ককে স্বাভাবিক খেলা খেলতে দেবেন না।
দুই) চূড়ান্ত আক্রমণের রাস্তায় যাবেন। পতুর্গালের সুবিধা হয়ে গেল ডেনমার্ক রক্ষণের পর্দা জিমলিং চোট পেয়ে পনেরো মিনিটেই বসে যাওয়ায়।
পতুর্গালের পরিত্রাতা ভারেলা। ছবি: এপি।
জার্মানির বিরুদ্ধে পর্তুগাল যে ফর্মেশনে খেলেছিল এ দিন তা অনেকটাই বদলে দিয়েছিলেন রোনাল্ডো-নানিদের কোচ। জার্মানির বিরুদ্ধে রোনাল্ডোকে দেখেছিলাম কোয়েস্ত্রার সামনে এসে রক্ষণ সামাল দিতে। এ দিন সই কাজটা মাঝমাঠ থেকে নিচে নেমে এসে করল মোতিনহো, ভেলোসারা। ডানদিকে নানি অপারেট করলেন। বাঁ দিকে কোয়েস্ত্রা বাড়তি দায়িত্ব নিলেন। ফলে হল কী, রোনাল্ডো ক্লান্ত তো হলই না, অনেকটা আক্রমণাত্মক হওয়ার সুযোগ পেল। ডেনমার্কের পায়ে বল থাকলে রোনাল্ডো বাঁ দিকে নিজের জায়গায় থাকছিল। আর পর্তুগালের পায়ে বল থাকলে বিপক্ষের আঠারো গজ বক্সের আশে পাশে। রোনাল্ডোর পা থেকে ভাল কিছু পাসও বেরল গোলের জন্য। কিন্তু তাতে ওকে ফুল মার্কস দিতে পারছি না। ওর সেই ফ্রি-কিক গুলো কোথায় গেল? গোলে বল পাঠানোর সেই ভয়ঙ্কর দক্ষতা? অ্যান্ডারসনকে ওয়ান টু ওয়ান অবস্থায় পেয়েও যে ভাবে বল বাইরে মারল তা অবিশ্বাস্য। শেষ দিকে অযথা একটা কার্ডও দেখল। নেদারল্যান্ডসকে হারিয়ে ডেনরা চমকে দিয়েছিল। বুধবার তাদের খেলায় সেই ঝাঁঝটা দেখলাম দু’বারই। বেন্ডটেনারের দুটো গোলের সময়। ওলেসেনের ছেলেরা জোড়া গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। পাল্টা আক্রমণে গিয়ে গোল করেছে। তাদের এরিকসন মাঝমাঠে বল ধরে বেন্তোর স্ট্যাটেজি কয়েকবার এলোমেলো করে দিল। হেরে যাওয়ায় ডেনমার্কের শেষ আটে যাওয়া অনিশ্চিত। যদি তারা শেষপর্যন্ত বিদায় নেয় তা হলেও ডেনরা একটা বার্তা দিয়ে গেল তা হলদলে মহাতারকা না থাকলেও ‘একটা টিম’ হিসাবে কত ভাল খেলা যায়। দু’বছর আগে সালগাওকরের আই লিগ চ্যাম্পিয়ন করার সময় এটাই তো ছিল আমার প্রধান অস্ত্র!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.