প্রতিবেশীদের হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী নিগৃহীত হওয়ার পরে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন এক যুবক। অভিযোগ, তাঁর অভিযোগ না নিয়ে উল্টে হেনস্থা করে পুলিশ। বুধবার মানিকতলা থানার বিরুদ্ধে এই অভিযোগ মিলতেই তৎপর হলেন পুলিশকর্তারা। অভিযোগ খতিয়ে দেখতে এক জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা দায়ের হয়েছে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধেও।
মুরারিপুকুরের বাসিন্দা পবিত্র ঘরামি জানান, গত সোমবার দুপুরে গাড়ি রাখা নিয়ে স্থানীয় কয়েক জনের সঙ্গে তাঁর গোলমাল বাধে। অভিযোগ, ইন্দ্র পাইক, ধর্ম পাইক, কাশীনাথ পাইক ও তাঁদের পরিজনেরা পবিত্র ও তাঁর স্ত্রী টুম্পাকে মারধর করে। ঘটনার সঙ্গে স্থানীয় ক্লাবের কিছু যুবকও জড়িত বলে অভিযোগ। পবিত্র জানান, ঘটনার পরেই টুম্পাকে আরজিকরে নিয়ে যান। ডাক্তারি পরীক্ষা করিয়ে থানায় অভিযোগ জানাতে যান। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করে। এমনকী, ডাক্তারি পরীক্ষার কাগজও কেড়ে নেওয়া হয়। পবিত্র বলেন, “থানায় উল্টে আমাদেরই হুমকি দেওয়া হয়।”
ভারপ্রাপ্ত ডিসি (ইএসডি) দীপনারায়ণ গোস্বামী জানান, পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে অভিযুক্ত ইন্দ্র পাইকের স্ত্রী লক্ষ্মীর পাল্টা দাবি, পবিত্রই তাঁদের মারেন। কিন্তু তাঁরা কেন থানায় অভিযোগ করেননি তার সদুত্তর দিতে পারেননি তিনি। ক্লাবের সদস্যদের দাবি, তাঁরাই গোলমাল থামান।
এ দিকে, মঙ্গলবার রাতে রিজেন্ট পার্ক থানার বাঁশদ্রোণীতে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে তিন কলেজ পড়ুয়া-সহ পাঁচ জন গ্রেফতার হয়। খোঁজ চলছে আরও দুই অভিযুক্তের। পুলিশ জানায়, তিন ইঞ্জিনিয়ারিং ছাত্র অনলাইনে ব্যবসা করেন। অভিযোগকারিণীর স্বামী সেই ব্যবসার অংশীদার। সম্প্রতি তাঁদের মধ্যে ঝামেলা হয়। অভিযোগ, গত সোমবার রাতে ওই ব্যক্তির অনুপস্থিতিতে তাঁর বাড়ি গিয়ে স্ত্রীর শ্লীলতাহানি করা হয়।
বুধবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। আদালতে পুলিশ জানায়, অভিযোগকারিণীর বাড়িতে ঘটনার রাতে অভিযুক্তেরা ঢুকে টাকা দাবি করে। স্বামীর অনুপস্থিতিতে তিনি তা দিতে অস্বীকার করলে অভিযুক্তেরা বাড়িতে ভাঙচুর চালায় ও ওই মহিলার শ্লীলতাহানি করেন। অভিযুক্তদের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জামিনের আবেদন জানিয়ে বলেন, “অনেক দিন ধরে প্রাপ্য টাকা না পেয়ে, তা আনতে অভিযোগকারিণীর বাড়িতে গিয়েছিলেন অভিযুক্তেরা।” অভিযুক্তদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে ওই আইনজীবীর দাবি। |