টুকরো খবর
চুরির অভিযোগে ধৃত পরিচারিকা
পরিচারক নিয়োগে ‘সতর্কতা’র ক্ষেত্রে শহরবাসীর উদাসীনতার প্রমাণ ফের মিলল। বয়স্ক দম্পতির ‘নজর’ এড়িয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে উধাও হল তাঁদের পরিচারিকা। বাড়িতে পরিচারক নিয়োগের সময়ে তাঁর সব তথ্য এবং ছবি স্থানীয় থানায় জমা দেওয়ার ‘আর্জি’ নাগরিকদের বারবার জানিয়েছে পুলিশ। কিন্তু তাতেও পরিস্থিতির যে পরিবর্তন হয়নি, এই ঘটনায় তা স্পষ্ট। তবে এই ঘটনায় অভিযুক্তকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া গয়নাও। পুলিশ জানায়, ধৃতের নাম শম্পা মণ্ডল। বছর কুড়ির ওই তরুণী থাকে রায় বাহাদুর রোড এলাকায়। তার কাছে চুরি যাওয়া সোনার বালা, দুল, আংটি, মুক্তোর হারও মিলেছে। পুলিশ সূত্রের খবর, বছরখানেক আগে শম্পাকে পরিচারিকার কাজে নিয়োগ করেন সত্যেন রায় রোড এলাকার বাসিন্দা বছর ষাটেকের রীতা পাত্র। প্রৌঢ় দম্পতি ছাড়া ওই বাড়িতে কেউ থাকেন না। অভিযোগ, সময়ে-সময়ে ‘সুযোগ’ বুঝে সেখান থেকে গয়না, টুকিটাকি অন্য জিনিস সরিয়ে নিয়েছিল শম্পা। পুলিশ জানায়, গয়না চুরির বিষয়টি টের পাওয়া যায় দিন দু’য়েক আগে। আচমকা কাজে যাওয়া বন্ধ করে দেয় ওই তরুণী। এই ঘটনার সঙ্গে পরিচারিকা জড়িত থাকতে পারে, সে সন্দেহ করেন ওই দম্পতি। রীতাদেবীকে নিজের নাম শম্পা জানা বলে জানিয়েছিল ওই তরুণী। রায় বাহাদুর রোড এলাকা ছাড়া তার বাড়ির ঠিক ঠিকানাও জানা ছিল না ওই দম্পতির। মঙ্গলবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। রায় বাহাদুর রোডের বিভিন্ন বস্তিতে গিয়ে ওই তরুণীর বর্ণনা দিয়ে খোঁজখবর নেন বেহালা থানার এসআই মানসী পাত্র। এর পরেই শম্পার খোঁজ পাওয়া যায়।

ডিএ চেয়ে অনশন, কর্মী অসুস্থ
অসুস্থ কর্মীকে তোলা হচ্ছে অ্যাম্বুল্যান্সে।—নিজস্ব চিত্র
বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে ২২ দিন ধরে অনশনরত এক কর্মীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল পুলিশ। বুধবার মহাকরণে অসুস্থ হয়ে পড়া পর্যটন দফতরের ওই কর্মচারীর নাম অনিরুদ্ধ ভট্টাচার্য।ক্ষমতায় আসার পরে এক কিস্তি (১০%) ডিএ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু তার পরেও ২০% ডিএ বাকি পড়েছে। আগামী জুলাইয়ে কেন্দ্রীয় সরকারের আরও এক কিস্তি ডিএ ঘোষণা করার কথা। তা হলে রাজ্য কর্মচারীদের বকেয়ার পরিমাণ বেড়ে হবে ২৭%। কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র সম্প্রতি কিছু কর্মী সংগঠনকে ডেকে জানিয়ে দিয়েছেন, চূড়ান্ত অর্থ-সঙ্কট চলছে। এখন ডিএ দেওয়া যাবে না। এই অবস্থায় বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে গত ২১ মে থেকে লাগাতার অনশন শুরু করেন অনিরুদ্ধবাবু-সহ সরকারি কর্মী সংগঠন ইউনিটি ফোরামের কয়েক জন নেতা। মহাকরণে দিনভর অনশন করতে দিলেও সন্ধ্যায় তাঁদের তুলে দিচ্ছে পুলিশ। তার পরে বাকি রাত তাঁরা ব্রেবোর্ন রোডের পর্যটন দফতরের অফিসে বসে অনশন করছেন। এ দিন সংগঠনের আর এক নেতা এবং পরিবহণ দফতরের কর্মী দেবপ্রসাদ হালদার বলেন, “এত দিন অনশন চলার পরেও সরকারের অনমনীয় মনোভাব দেখে আমরা মর্মাহত।”

সরলাদের বাড়িতে হানা সিআইডি-র
তখন সরলা মহেশ্বরীর বাড়িতে চলছে সিআইডি হানা। বুধবার। ছবি: সুদীপ আচার্য
রাজ্যসভার প্রাক্তন সিপিএম সদস্যা সরলা মহেশ্বরীর বাড়িতে তল্লাশি অভিযান চালাল সিআইডি। তাঁর স্বামী অরুণ মহেশ্বরী এবং জামাই অমিতাভ কেজরিওয়ালের ব্যবসা সম্পর্কে প্রাক্তন সাংসদকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে গোয়েন্দারা জানান। বুধবার সন্ধ্যায় অরুণ ও অমিতাভকে নিয়ে সিআইডি-র গোয়েন্দারা সল্টলেকের ‘সি-এফ’ ব্লকে সরলাদেবীর বাড়িতে যান। সন্ধ্যা ৭টা নাগাদ ‘সি-ই’ ব্লকে অমিতাভ কেজরিওয়ালের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। দু’টি বাড়ি থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান গোয়েন্দাকর্তারা। সিআইডি জানায়, এ দিন দুপুরে সল্টলেকে অরুণ মহেশ্বরীর অফিসেও তল্লাশি অভিযান চালানো হয়। ডিআইজি (সিআইডি) বিনীত গোয়েল বলেন, “তল্লাশি অভিযান চলছে। সব জায়গা থেকেই নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আটক নথিগুলি পরীক্ষা করা হচ্ছে।” সরলা মহেশ্বরীর স্বামী অরুণ ও জামাই অমিতাভের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তাঁদের অফিসের প্রাক্তন কর্মচারী শঙ্কর ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী প্রগতিদেবী। তাঁদের অভিযোগ ছিল, সাদা কাগজে সই করিয়ে নিয়ে প্যানকার্ড-সহ বেশ কিছু নথি তৈরি করে তার ভিত্তিতে কয়েকটি কোম্পানি খুলেছেন সরলাদেবীর স্বামী ও জামাই। সিআইডি জানায়, জিজ্ঞাসাবাদ করা হবে অভিযোগকারী শঙ্করবাবুকেও।

নারকেলডাঙার বালক উদ্ধার অজমের শরিফে
পড়তে বেরিয়ে সাত দিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিল নারকেলডাঙা মেন রোডের একটি বালক। কলকাতা পুলিশ অজমের শরিফ থেকে বুধবার তাকে বাড়ি ফিরিয়ে এনেছে। পুলিশি সূত্রের খবর, আনাস হোসেন নামে বছর দশেকের বালকটি ৬ জুন নারকেলডাঙা মেন রোডের চামরু সিংহ লেনে একটি মসজিদে আরবি শিখতে গিয়েছিল। কিন্তু বাড়ি না-ফেরায় তার পরিবার থানায় নিখোঁজ-ডায়েরি করে। এলাকার বাসিন্দারা পুলিশকে জানান, তাঁরা কিছু লোকের সঙ্গে আনাসকে যেতে দেখেছেন। পুলিশ জানতে পারে, লোকগুলি অজমের শরিফের পুণ্যার্থী হতে পারেন। নারকেলডাঙা থানা অজমের শরিফের পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জানা যায়, আনাস ওই দলের সঙ্গেই আছে। নারকেলডাঙা থানার এসআই শুভব্রত কর অজমের শরিফ গিয়ে সেখানকার পুলিশের সহায়তায় আনাসকে বাড়ি ফিরিয়ে আনেন।

ছাত্রদের দিয়ে শিক্ষক-মূল্যায়ন যাদবপুরে
পঠনপাঠনের মানোন্নয়নের লক্ষ্যে পড়ুয়াদের দিয়ে শিক্ষক-শিক্ষিকার মূল্যায়নের প্রস্তাব নীতিগত ভাবে মেনে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ চেয়েছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি চালু হোক। সেই অনুসারে বিশ্ববিদ্যালয়গুলির কাছে প্রস্তাবও পাঠানো হয়েছিল। সংসদের সেই প্রস্তাব বুধবার যাদবপুরের ইসি বা এগ্জিকিউটিভ কাউন্সিলের বৈঠকে নীতিগত ভাবে মেনে নেওয়া হয়েছে।
বৈঠকের পরে ইসি-র এক সদস্য বলেন, “সংসদের প্রস্তাব নীতিগত ভাবে গৃহীত হয়েছে। কোন কোন প্রশ্নে ছাত্রছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাদের মূল্যায়ন করবেন, কী ভাবে মূল্যায়ন হবে, বিশ্ববিদ্যালয় এ বার সেই সব পদ্ধতি ঠিক করবে। এই কাজে কিছুটা সময় লাগবে।” চলতি সেমেস্টারে শিক্ষক-মূল্যায়নের এই নয়া পদ্ধতি চালু করা না-গেলেও পরের সেমেস্টারে তা শুরু হবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। পড়ুয়াদের দিয়ে শিক্ষকদের মূল্যায়নের উদ্যোগ দীর্ঘদিনের। যাদবপুরের পরে অন্যান্য বিশ্ববিদ্যালয় এই বিষয়ে কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।

বালিকার শ্লীলতাহানি, ধৃত যুবক
অশ্লীল ছবি দেখিয়ে আট বছরের একটি বালিকার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা এলাকায়। রাতেই ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম অমৃতসর (রামু) সাউ। বালিকাটির বাবা জানান, তাঁর মেয়ে রাত সাড়ে ৮টা নাগাদ পাড়ার মুদির দোকানে জিনিস কিনতে যায়। জিনিস কেনা হয়ে গেলে দোকানদার সঞ্জয় সাউয়ের ভাই অমৃতসর মেয়েটিকে দোকানের ভিতরের ঘরে ডেকে নিয়ে গিয়ে মোবাইলে কিছু অশ্লীল ছবি দেখায়। তার পরে যুবকটি ওই বালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। রাতে মেয়েটিকে নিয়ে থানায় যান তার বাবা। সেখানে ওই বালিকা জানায়, যুবকটি তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল। ভয় পেয়ে সে দোকান থেকে বেরিয়ে দৌড়ে বাড়ি গিয়ে দিদিকে সব জানায়। তার দিদির কাছ থেকেই বিষয়টি জেনে বাবা থানায় অভিযোগ করেন।

কনস্টেবল নিয়োগ পরীক্ষা ফের স্থগিত
দুই পরীক্ষার্থীর মৃত্যুর জেরে কনস্টেবল নিয়োগের পরীক্ষা স্থগিত রেখেছিল কলকাতা পুলিশ। কথা ছিল, ২১ জুন ওই পরীক্ষা শুরু হবে। কিন্তু গরম সে-ভাবে না-কমায় পরীক্ষা আরও পিছনোর সিদ্ধান্ত হয়েছে। বুধবার যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম জানান, ১ জুলাই ওই পরীক্ষা শুরু হবে।

সহ-উপাচার্যের পদে দ্বিতীয় বার
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা)-এর পদে দ্বিতীয় বার দায়িত্ব পেলেন ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের এক কর্তা বুধবার এ কথা জানান। ওই কর্তা বলেন, “চার বছরের জন্য ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা)-এর দায়িত্ব পাচ্ছেন ধ্রুবজ্যোতিবাবু। এ দিনই এই সংক্রান্ত নির্দেশিকা বেরিয়েছে।” প্রথম দফায় সহ-উপাচার্য হিসেবে ধ্রুবজ্যোতিবাবুর চার বছরের মেয়াদ শেষ হয়েছে ৩ জুন।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই ওঠার হুড়োহুড়িতে লাইনে পড়ে ট্রেনে কাটা পড়লেন এক ব্যক্তি। বুধবার, হাওড়া স্টেশনে। মৃতের নাম অংশুমান চৌধুরী (৫৪)। পুলিশ জানায়, কারশেড থেকে প্ল্যাটফর্মে ঢুকছিল রামপুরহাট প্যাসেঞ্জার। ট্রেনে উঠে সিট রাখার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়লে অংশুমানবাবু লাইনে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ফের মেট্রোয় বিভ্রাট
ফের বিভ্রাট মেট্রোয়। বুধবার সন্ধ্যায় কালীঘাট স্টেশনে একটি এসি মেট্রোর একটি কামরার সব দরজা আটকে যায়। নামতে না পেরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এর জেরে দমদমমুখী মেট্রো চলাচল কিছুক্ষণ বিপর্যস্ত হয়। মেট্রো সূত্রে অবশ্য এই ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। তবে যাত্রীরা জানান, সন্ধ্যা ৬-১৫ মিনিট নাগাদ কালীঘাট স্টেশনে ওই ঘটনা ঘটে। বন্ধ কামরার যাত্রীরা পাশের কামরায় চলে যান। যাত্রীরা বিষয়টি চালককেও জানান। তার পরেও দরজা খোলা যায়নি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.