বাজ পড়ে মৃত্যু হল এক বালিকার। পুলিশ জানায়, মৃতার নাম শর্বানি টুডু (১০)। বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার মহুলবনিতে। মঙ্গলবার বিকেলে বাড়িতে থাকার সময়ে বাজ পড়লে দুই বোন জখম হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শর্বানির। জখম অবস্থায় আর এক বোন হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে, ওই দিন বিকেলে ‘ট্রান্সমিশন টাওয়ারে’ বাজ পড়ায় রামপুরহাট মহকুমা এলাকা জুড়ে বিএসএনএলের পরিষেবা ব্যহত হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত পরিষেবা না পেয়ে ভুগতে হয়েছে গ্রাহক থেকে সমস্ত স্তরের মানুষকে। জেলা টেলিকম বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার সুব্রত মুখোপাধ্যায় বলেন, “মহম্মদবাজারে বিএসএনএলের ট্রান্সমিশন টাওয়ারের উপরে মঙ্গলবার বাজ পড়ে। সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা মেরামতি করার চেষ্টা চালাচ্ছেন।” জেলা টেলিকম বিভাগের রামপুরহাট মহকুমা দফতরের এক আধিকারিক আতিউর রহমান বলেন, “মহম্মদবাজার এবং মল্লারপুরে বাজপড়ে রামপুরহাট মহকুমায় বিটিএস পরিষেবা ব্যহত হয়। এর ফলে বিএসএনএলের রামপুরহাট শাখায় রামপুরহাট জেএল বিদ্যাভবন, নারায়ণপুর, চাঁদপাড়া-সহ বিভিন্ন জায়গায় এক্সচেঞ্জের কোনও কাজ হয়নি। বুধবার দুপুর ১টার পরে কিছুটা হলেও পরিষেবার উন্নতি হয়েছে।”
|
বাড়ি ফেরার সময়ে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বালিকার। গুরুতর জখম অবস্থায় মৃতার পিসিকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার সন্ধায় দুর্ঘটনাটি ঘটে শান্তিনিকেতনের বিনয়ভবন এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বালিকার নাম পায়েল খাঁ (৮)। বোলপুর থানার সুরুলপশ্চিমপাড়ায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে, চালকের খোঁজ চলছে। অন্য দিকে, টিউশন পড়ে সাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। বুধবার সকালে পুরুলিয়া মফস্সল থানার বাইকাটা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয় মনোজ বাগদি-র (১৬)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। |