|
|
|
|
তৃণমূল কর্মীর বাড়িতে আগুন, অভিযুক্ত ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানো ও অপর এক তৃণমূল কর্মীর উপরে হামলার অভিযোগে কাঁকসা থানার পুলিশ এক সিপিএম সমর্থককে গ্রেফতার করেছে। তৃণমূলের কর্মী-সমর্থকেরাই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশকে খবর দেন। সিপিএমের অবশ্য দাবি, পুরো ঘটনাই তৃণমূলের চক্রান্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোটালপুর বালিঘাটের কাজ নিয়ে দিন কয়েক আগে তৃণমূল এবং সিপিএম সমর্থক শ্রমিকদের মধ্যে বচসা হয়। ব্লক তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, যে সব শ্রমিক তাঁদের দলের সমর্থক, তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। পরে এ নিয়ে তাঁরা চাপাচাপি করলে তৃণমূল কর্মীদের কাজে ফিরিয়ে নিতে বাধ্য হন সিপিএম সমর্থক শ্রমিকরা। কিন্তু বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন সিপিএম সমর্থকেরা। কাজ চলাকালীন ফের তাঁদের সঙ্গে বচসা বাধে তৃণমূল সমর্থক শ্রমিকদের।
পল্লববাবুর অভিযোগ, “বুধবার দুপুরে বদলা নিতে আমাদের দলীয় সমর্থক ধনঞ্জয় বাগদির বাড়িতে আগুন লাগিয়ে দেয় সিপিএম সমর্থক জগন্নাথ বাগদি। বাধা দিতে গেলে আমাদের আর এক সমর্থক বলরাম বাগদির কানে কামড়ে দেয় সে। আশপাশের লোকজন ধরে ফেলেন জগন্নাথকে। নিজেরাই জল ঢেলে আগুন নিভিয়ে ফেলার পরে পুলিশে খবর দেন। পুলিশ জগন্নাথকে গ্রেফতার করে নিয়ে যায়।”
সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, তৃণমূল চক্রান্ত করে তাদের এক সমর্থককে ফাঁসিয়েছে। কাঁকসার সিপিএম নেতা তথা দলের প্রাক্তন জোনাল সম্পাদক বীরেশ্বর মণ্ডল বলেন, “গত এক বছরে কাঁকসায় আমাদের বহু দলীয় কর্মী-সমর্থককে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হয়েছে। এ দিনও ফের একই ঘটনা ঘটেছে।” |
|
|
|
|
|