|
|
|
|
দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু ফুটবলারের |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর ও বড়জোড়া |
বন্ধুদের সঙ্গে দুর্গাপুর ব্যারাজে স্নান করতে দামোদরে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ফুটবল খেলোয়াড়ের। মঙ্গলবার রাতে দুর্গাপুরের ডিভিসি ব্যারাজের কাছে তলিয়ে যান ওই যুবক। বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়না-তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম নীলাদ্রি মজুমদার (২৩)। বাড়ি দুর্গাপুর ইস্পাত নগরীর আইনস্টাইন অ্যাভিনিউয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে আরও চার বন্ধুর সঙ্গে ব্যারাজে গিয়েছিলেন নীলাদ্রি। সন্ধ্যার পরে তাঁরা দামোদরে স্নান করতে নামেন। বাঁকুড়া পুলিশের দাবি, নীলাদ্রির বন্ধুরা তাদের জানিয়েছেন, বেশ কিছু ক্ষণ স্নান করার পরে হঠাৎ ব্যারাজের লকগেট থেকে ছাড়া জলে তাঁরা সবাই ভেসে যান। পরে বাকিরা নদী থেকে উঠলেও নীলাদ্রির হদিস মেলেনি। প্রথমে তাঁরা নিজেরাই খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও সূত্র না পেয়ে বাড়িতে ফোন করেন। খবর পেয়ে এলাকার লোকজন ব্যারাজে যান। পৌঁছয় পুলিশও। রাতে আলো নিয়ে দামোদরের পাড় বরাবর তল্লাশি চালায় পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি। বুধবার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বড়জোড়ার প্রতাপপুরের কাছে দেহটি ভেসে ওঠে।
এ দিন বাঁকুড়া মেডিক্যালে দাঁড়িয়ে মৃতের মামা দেবেশ বন্দ্যোপাধ্যায় জানান, নীলাদ্রি এমবিএ পাশ করে চাকরির চেষ্টা করছিলেন। তাঁর বাবা সুরজিৎ মজুমদার পেশায় ভাড়াগাড়ির চালক। দেবেশবাবু বলেন, “মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল নীলাদ্রি। সে সাঁতার জানত না। কিন্তু এমন পরিণতি হবে ভাবিনি।” নীলাদ্রি ভাল ফুটবলও খেলতেন। গত মরসুমে তিনি দুর্গাপুর হিরোজ ক্লাবের হয়ে মহকুমা ফুটবল লিগ খেলেছিলেন। এ বার সই করেছিলেন ভলিবল ক্লাবে। প্রতিশ্রুতিমান এই ফুটবলারের এমন অস্বাভাবিক মৃত্যুতে শুধু এলাকাবাসীই নন, শোকস্তব্ধ দুর্গাপুরের ক্রীড়া মহলও।
বাঁকুড়ার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। দামোদর ব্যারাজে স্নান করতে গিয়ে আগেও অনেকে তলিয়ে গিয়েছেন। পুলিশের দাবি, এ নিয়ে সতর্ক করেও এই ধরনের ঘটনা বন্ধ করা যাচ্ছে না। |
|
|
|
|
|