টুকরো খবর
কাজে বহাল রাখার দাবি
দীর্ঘ দিন ধরে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ও ঠিকা-কর্মীদের কাজের ধারা অব্যাহত রাখার দাবিতে আইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্বে রানিগঞ্জ বিদ্যুৎ ভবনে বুধবার থেকে রিলে অনশন শুরু করল ঠিকাকর্মীরা। সংগঠনের নেতা সূর্যপ্রসাদ দত্তের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তিনটি এজেন্সির অধীনে ১৭ জন কর্মী মিটার রিডিংয়ের কাজ করেন। এত দিন তাঁরা প্রতি বাড়ি পিছু ২ টাকা ২৫ পয়সা করে নিচ্ছিলেন। হঠাৎ এই তিনটি এজেন্সিকে সরিয়ে বিদ্যুৎ সংস্থা দক্ষিণ ভারতের একটি এজেন্সিকে বরাত দিয়েছে। যারা প্রতি বাড়ি পিছু ১০ টাকা করে নেওয়ার চুক্তি করেছে। ওই এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, পুরনো ১৭ জন কর্মীর মধ্যে এখন ৬ জনকে নেওয়া হবে। বাকি ১১ জনকে প্যানেলে রাখা হবে।” তিনি জানান, ওই এজেন্সিকে তাঁরা কাজ করতে দেননি। বিদ্যুৎ পর্ষদের স্থানীয় অধিকর্তা, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টরকে লিখিত ভাবে তাঁরা জানিয়েছেন, পুরনো তিনটি এজেন্সিকে ভাগ করে বা যে কোনও একটিকে বরাত দেওয়া হোক। তাঁরা সাত টাকায় কাজ করবে এবং কোনও কর্মী ছাটাই হবে না। তা না হওয়া পর্যন্ত লাগাতার রিলে অনশন চলবে। বিদ্যুৎ পর্ষদের রানিগঞ্জের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ দাস জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হয়েছে। তাঁরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

ক্ষণিকের বৃষ্টি শিল্পাঞ্চলে, অব্যাহত মৃত্যু
নিজস্ব চিত্র।
বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জেরে বুধবার বিকেলে ক্ষণিকের স্বস্তি মিলল আসানসোল শিল্পাঞ্চলে। তীব্র দাবদাহ থেকে কিছুক্ষণের জন্য হলেও রেহাই পেলেন বাসিন্দারা। তবে এ দিনও শিল্পাঞ্চলে গরমের কারণে দুই ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। আসানসোল মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হিরাপুর থানার বড়তোড়িয়া গ্রামের বাসিন্দা জীয়ারাম দে (৭৫) গরমে অসুস্থ হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার মৃত্যু হয় তাঁর। বুধবার উখড়ার বাসিন্দা পারশনাথ প্রসাদ (৭৫) গরমে অসুস্থ হয়ে পড়লে তাঁকে আসানসোল হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়। বুধবার আসানসোল হাসপাতালে মৃতদেহদু’টির ময়নাতদন্ত করা হয়েছে। বুধবার দুপুর ২টো থেকে আকাশে মেঘ জমতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র বেগে বৃষ্টি নামে। বেশিক্ষণ বৃষ্টি না থাকলেও ঝড়ের দাপটে বেশ কিছু এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। কুলটি, বরাকর, নিয়ামতপুর, আসানসোলের কিছু এলাকা, সালানপুরের দেন্দুয়া ও বারাবনির কিছু এলাকায় প্রচুর বড় গাছের ডাল ভেঙে পড়ে। ফলে অনেক জায়গাতেই বিদ্যুতের তার ছিঁড়ে বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় হয়। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীরা ঝড় থামার পরেই বিদ্যুতের তার মেরামতির কাজে নেমে পড়েন। তবে অনেক রাত পর্যন্ত অনেক জায়গাতেই বিদ্যুৎ সংযোগ ছিল না।

মুদির দোকানে মদ বিক্রি, ধৃত ২
মুদির দোকানে বিক্রি হচ্ছিল মদ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে বেনাচিতির সোনাপট্টিতে অভিযান চালিয়ে বেআইনি মদ-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, আবগারি দফতর থেকে তাদের খবর দেওয়া হয়েছিল, শহরের কিছু মুদি দোকানে গোপনে মদ বিক্রি চলছে। বুধবার সেই মতো বেনাচিতিতে অভিযান চালায় পুলিশ। সোনাপট্টির একটি মুদি দোকান থেকে প্রায় এক হাজার বোতল বেআইনি মদ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দোকানের মালিক গৌতম নায়ক ও তার সাগরেদ সঞ্জয় রায়কে।

গাড়ির ধাক্কায় মৃত দুই স্কুটার আরোহী
স্কুটারে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার রাতে দুর্গাপুরের গাঁধী মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। আর এক জনকে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতেরা হলেন ফরিদপুরের বাসিন্দা সুনীল ঘোষাল (৬২) ও লাবু অধিকারী (৪৫)। সুনীলবাবুর মৃত্যু হয় ঘটনাস্থলেই। লাবুবাবুকে পুলিশ উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করেছিল।

কোথায় কী

আসানসোল

মায়ের কথা পাঠ ও ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা পৌনে সাতটা। রামকৃষ্ণ মিশন আশ্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.