ভূপতি-বোপান্নার পর পেজ-ও ফরাসি ওপেন ডাবলসের গোড়ার দিকে ছিটকে গেলেন। ভূপতিদের মতোই লিয়েন্ডার পেজ-আলেকজান্দার পেয়ার বাছাই জুটি অবাছাই প্রতিদ্বন্দ্বীর কাছ হেরে গেলেন। রুশ-উজবেক জুটি এজিন-ইস্তোমিন এক রকম উড়িয়েই দিয়েছেন লিয়েন্ডারদের। ৪-৬, ১-৬। যদিও পরে রাশিয়ার ভেসনিনাকে নিয়ে মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন লিয়েন্ডার। পঞ্চম বাছাই লি-রা হারান ফরাসি জুটি জিকুয়েল-জোহানসনকে ৬-২, ৬-০।
ডাবলসে একগাদা ব্রেক পয়েন্টের সুযোগকে কাজে লাগাতে পারেননি জীবনে প্রথম বার অস্ট্রিয়ান পার্টনার পেয়া-কে নিয়ে খেলা লিয়েন্ডার। তিন বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়নের অবশ্য ভাগ্য ভাল যে, রোলাঁ গারোর ধাক্কা তাঁকে বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দশের থেকে ছিটকে দেবে না। পরের এটিপি ক্রমতালিকায়। কারণ, গত বারও দ্বিতীয় রাউন্ডেই হারায় এ বার বেশি পয়েন্ট রক্ষা করতে হয়নি তাঁকে। এটিপি পয়েন্ট রক্ষার ক্ষেত্রে কোনও ক্ষতি হল না লিয়েন্ডারের। ফলে তাঁর সরাসরি লন্ডন অলিম্পিকে খেলা এবং সেখানে নিজের পছন্দের ভারতীয় পার্টনার বেছে নেওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে না। তবে গ্র্যান্ড স্লামে ‘ব্যক্তিগত কারণে’ নিয়মিত পার্টনার স্টেপানেকের রোলাঁ গারোয় লিয়েন্ডারের সঙ্গী না হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেল। সিঙ্গলসে কোনও ভারতীয় এ বার নেই। ডাবলস থেকেও ভারতীয় চ্যালেঞ্জ সমাপ্ত।
মেয়েদের সিঙ্গলসে গত বারের চ্যাম্পিয়ন না লি চতুর্থ রাউন্ডে উঠলেও বিদায় নিলেন রানার আপ শিয়াভোনে। হটফেভারিট শারাপোভা সহজেই শেষ ষোলোয় পৌঁছন। দ্বিতীয় বাছাই রুশ গ্ল্যামার গার্ল ৬-২, ৬-১ উড়িয়ে দেন চিনের পেং-কে। ক্লে কোর্ট গ্র্যান্ড স্লামে তৃতীয় রাউন্ড ম্যাচ জিতেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন কিভিতোভা-ও।
পুরুষ সিঙ্গলসে প্রি-কোয়ার্টারের নীচের অর্ধে ক্লে কোর্ট বিশেষজ্ঞ স্প্যানিশদের দাপট। ডেভিড ফেরার, নিকোলাস অ্যালমাগ্রো দিনের শুরুতে শেষ ষোলোয় পৌঁছে যান। এর সঙ্গে ক্লে কোর্ট সম্রাট রাফায়েল নাদাল আর্জেন্তিনার শোয়াঙ্ক-কে ৬-১, ৬-৩, ৬-৪ হারানোয় এই অর্ধে অর্ধেকই স্পানিশ প্লেয়ার। স্প্যানিশ আর্মাডা-দের ঝাঁকের মধ্যে চতুর্থ বাছাই স্কট অ্যান্ডি মারে জায়গা করে নিয়েছেন। পায়ের যন্ত্রণা-মুক্ত মারে স্ট্রেট সেটে হারান কলম্বিয়ার জিরাল্ডোকে। কাল কিংবদন্তি ফেডেরার কোয়ার্টার ফাইনালে পা রাখার লক্ষ্যে খেলবেন বুলগেরিয়ার ডেভিড গফিনের বিরুদ্ধে। যিনি কিনা ১৭ বছর পরে কোয়ালিফাইং রাউন্ডের ‘লাকি লুজার’ (মূলপর্বে ওঠা কোনও প্লেয়ার চোটের জন্য সরে দাঁড়ানোয় তাঁর কাছে পরাজিত প্লেয়ার, যাঁর ভাগ্যে শিকে ছেঁড়ে মূলপর্বে খেলার) হিসাবে ফরাসি ওপেনে শেষ ষোলোয় পৌঁছেছেন!
|