টুকরো খবর
টোলগে নিয়ে ভাইচুং বিঁধলেন আইএফএ-কে
টোলগে ওজবে বিতর্কে আইএফএ-র তাড়াতাড়ি সিদ্ধান্ত না নিতে পারা কলকাতা ফুটবলেরই খারাপ বিজ্ঞাপন। এ রকম মনে করছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তাঁর কথায়, “ফিফার নিয়ম অনুযায়ী এই ধরণের সমস্যার সমাধান করা হয় দশ দিনের মধ্যে। কিন্তু টোলগের ব্যাপারে আইএফএ বা এআইএফএফ এত দেরি করছে সেটা কলকাতা ফুটবলেরই খারাপ বিজ্ঞাপন হয়ে দাঁড়াচ্ছে।” শনিবার একটি বাণিজ্যিক সংস্থার সাংবাদিক সম্মেলনে কথাগুলি বলেন ভাইচুং। রাজ্য ও দেশের ফুটবল সংস্থার ভূমিকায় ভাইচুং খুশি না হলেও কেকেআর মালিকের ফুটবলে সম্ভাব্য বিনিয়োগকে ভাল চোখেই দেখছেন। ইউনাইটেড সিকিমের মালিক বলেন, “শাহরুখ খান ডেম্পোর আংশিক মালিকানা নিলে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে ইতিবাচক খবর।” সেই সঙ্গে ভাইচুং দাবি জানান সদ্য পঞ্চম বারের জন্য বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়া বিশ্বনাথন আনন্দকে ভারতরত্ন দেওয়ার জন্য। বলেন, “আনন্দ ভারতরত্ন পাওয়ার যোগ্য। সচিন ও লিয়েন্ডারও পাওয়ার যোগ্য।”

ক্রিকেটের পরে ধোনির নজরে সেনাবাহিনী
বিশ্ব চ্যাম্পিয়ন ফৌজির পোশাকে। জম্মুর নিয়ন্ত্রণরেখায়
লেফটেন্যান্ট কর্নেল (সাম্মানিক) মহেন্দ্র সিংহ ধোনি। ।ছবি: পিটিআই
ক্রিকেট ছাড়ার পর অন্য কিছু নয়, তিনি সাহায্য করতে চান ভারতীয় সেনাবাহিনীকে। শনিবার কাশ্মীরে এসে এমনটাই বলে দিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সেনাবাহিনী থেকে ধোনিকে ইতিমধ্যেই এলিট প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের পদ দেওয়া হয়েছে। ‘ক্যাপ্টেন কুল’ এ দিন প্রথমে জম্মুর ‘লাইন অব কন্ট্রোল’ আসেন। সেখানেই বলেন, “আমি যে আজ এত দূর এসেছি, তা শুধু ক্রিকেটের জন্য। ক্রিকেট ছাড়ার পরই আমি সেনাবহিনীর হয়ে কাজ করতে পারব। কোনও কিছুর জন্যই ক্রিকেটের ক্ষতি করব না, কারণ আমি সেটা ভাল পারি। খেলা ছাড়ার পর আমি সাহায্য করতে চাই সেনাবাহিনীকে।” রবিবার শ্রীনগর যাবেন ধোনি। যাবেন সিয়াচেনের বেস ক্যাম্পেও।

কেকেআর মনোবিদ অসুস্থ
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটারদের ক্লাস নিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন কেকেআরের মনোবিদ রুডি ওয়েবস্টার। গল ব্লাডারে স্টোন ধরা পড়ায় বিশ্বখ্যাত এই মনোবিদকে ভর্তি করা হল বেঙ্গালুরুর এক হাসপাতালে। সেখানে ল্যাপ্রোস্কোপি করে গল ব্লাডার থেকে পাথর বার করা হয়। অন্তত দু’তিন সপ্তাহ তাঁকে আপাতত থাকতে হবে হাসপাতালে। সাধারণত ল্যাপ্রোস্কোপি হলে দু-চার দিনের মধ্যে রোগীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রুডির বয়স ৭২। তা ছাড়া তাঁর পাথরের আয়তনও ছিল বড়। সব কিছু ভেবেই তাঁকে বেশি দিন রাখা হচ্ছে। আইপিএল ফাইভ চ্যাম্পিয়ন কেকেআর টিমের সঙ্গে যুক্ত ছিলেন রুডি। তাঁর গ্রেনেডাতে ফিরে যাওয়ার কথা ছিল। ভারতীয় ‘এ’ দলে ডাক পাওয়া মনোজ তিওয়ারি, অশোক দিন্দাদের সঙ্গে বসার কথাও ছিল। কিন্তু সে সব আর হচ্ছে না। বরং যাবতীয় অনুষ্ঠান এখন বাতিল করতে হচ্ছে।

শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ড কোচ
আইপিএলের পর শ্লীলতাহানি ঢুকে পড়ল কুস্তির দুনিায়তেও। চার তরুণী কুস্তিগিরের অভিযোগের ভিত্তিতে কোচকে আপতত সাসপেন্ড করল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)। সম্প্রতি লখনউয়ে এশীয় চ্যাম্পিয়নশিপের শিবির চলাকালীন এক অনূর্ধ্ব ১৯ তরুণী কুস্তিগিরকে তাঁর ঘরে শ্লীলতাহানির চেষ্টা করেন হরিয়ানার এক কোচ। কিন্তু ওই তরুণীর চিৎকারে বাকি কুস্তিগিররা এসে হাজির হন। কোচকে ঘরের ভিতরে আটকে রেখে দরজা বন্ধ করে দেওয়া হয়। এর পরই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনের কাছে অভিযোগ পেশ করেন ওই তরুণী। সঙ্গে সই ছিল আরও তিন জনের। যার ফল কোচ সাময়িক সাসপেন্ড। তদন্তের জন্য তিন সদস্যের কমিটিও বসানো হয়েছে। এখন রিপোর্টের অপেক্ষা।

শাহরুখ-নিষেধাজ্ঞা নিয়ে আর্জি মমতার
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানের ঢোকার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী তথা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাসরাও দেশমুখকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের ফাঁকে বিলাসরাওকে মমতা জানান, শাহরুখ বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’। তাঁকে ঘিরে যে বিতর্ক হয়েছে, তা অনভিপ্রেত। তাঁর সন্তানদের সঙ্গে কর্মীদের একাংশ দুর্ব্যবহার করায় শাহরুখ উত্তেজিত হয়ে পড়েছিলেন। মমতা বিলাসরাওকে বলেন, মুম্বইয়ের সচিন যেমন তাঁর প্রিয়, তেমনই প্রিয় শাহরুখও। বিলাসরাও মমতাকে জানান, তিনি বিষয়টি ‘গুরুত্ব’ দিয়ে দেখবেন।

অস্ট্রেলিয়া ক্রিকেটে ডামাডোল
অভাবনীয় ঘটনা ঘটতে পারে আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায়। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ বা সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বয়কট করতে পারেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। অস্ট্রেলীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা বেধেছে ক্রিকেটারদের। যার জেরে জুন-ইংল্যান্ড সিরিজে বা টি-টোয়েন্টি বিশ্বকাপে বয়কটের হুমকি দিচ্ছেন ক্রিকেটাররা। কাগজে লেখা হয়েছে, “ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্ক ক্রমে খারাপ হচ্ছে।” আগামী ১ জুলাই ক্রিকেটারদের সঙ্গে নতুন করে চুক্তি হওয়ার কথা বোর্ডের।

রেকর্ড বইয়ে কর্পোরেট ফুটবল
‘লিমকা বুক অব রেকর্ড’ বইয়ে ঢুকে গেল ‘সারান কর্পোরেট ৫’ ফুটবল টুর্নামেন্ট। বিশ্বের সব থেকে বেশি সময় ধরে চলছে এই ফুটবল। এ দিন ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী রেকর্ডের সার্টিফিকেট তুলে দেন সারান স্পোর্টসের হাতে। ২০০২ সাল থেকে শুরু হয়ে গত ১১ বছর ধরে এই টুর্নামেন্টে ২২১টি দল অংশ নিয়েছে। এ বছর অংশ নিয়েছে ৮৩টি দল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.