৪ শব্দহীন, নিঃশব্দ।
৫ এতেই নাকি মিলায় বস্তু তর্কে বহু দূর।
৭ আকাশপট।
৯ বিশিষ্ট গুণিজন মারা গেলে এই
শব্দটি লেখা হয়।
১০ মাহিনা, ‘বোর্ড’।
১১ ধর্মের প্রতি আনুগত্য থাকলে
এটাও থাকবে।
১২ পথ দেখানো হয়েছে।
১৪ বিষ প্রলিপ্ত বাণ।
১৫ কমবেশি, পার্থক্য।
১৬ প্রকাশযোগ্য, প্রকাশ্য।
১৮ একই চাঁদোয়ার তলায়
বহু জনের বিবাহ।
২০ অসংখ্য লোকের ভিড়।
২২ ভাঁজ, স্তর।
২৩ কল্পনা করতে ভালবাসে, ভাবুক।
২৫ সর্বমঙ্গলের আধারস্বরূপ।
২৭ যে-ইস্পাত লোহাকে আকষর্ণ করে, অয়স্কান্ত মণি।
২৮ ঝুটিযুক্ত ছোট কালো সুকণ্ঠ এক পাখি।
২৯ রসপূর্ণতা, রসিকতা।
৩০ ঘোড়ামুখো ও মনুষ্যদেহী
দেবলোকের গায়ক জাতি।
৩১ ভেক, ব্যাং। |
|
১ জ্ঞাত, জানা হয়েছে।
২ রবীন্দ্রনাথের যে গল্পে
‘কাদম্বিনী মরিয়া প্রমাণ
করিল, সে মরে নাই’।
৩ বনের অধিষ্ঠাত্রী দেবী।
৪ ‘উলঙ্গরাজা’ যে চক্রবর্তী
কবির কাব্যগ্রন্থ।
৬ গুরুসদয় দত্ত-র সমাজসেবিকা
পত্নী, এঁর নামাঙ্কিত প্রতিষ্ঠান
মহিলা সমিতি ও শিক্ষামন্দির।
৭ গিলে ফেলা, ভক্ষণ।
৮ বাংলা হালকা গান।
১৩ পুরাণোক্ত দণ্ডকরাজার রাজ্য,
এখন যা উদ্বাস্তু পুনর্বাসনের
জন্য নির্দিষ্ট।
১৫ পূজাপার্বণে এ বাদ্য
মহানগরীতে দেখা যায়।
১৭ তাতে অত্যন্ত আসক্ত ভাব।
১৯ ‘যাও ঠাকুর, নিয়া/
এস দাড়ি নাড়ি কলিমুদ্দি মিয়া’।
২১ দেবমন্দিরের সামনে যে
দালানে নাচগান হয়।
২৩ সোনার মতো রং।
২৪ জাকার্তার অদূরে ভারতের ধর্ম,
শিল্প ও সংস্কৃতির এক অনন্য কীর্তি।
২৬ সৌভাগ্যবান।
২৮ বুটিযুক্ত। |