• কারা এ বার চ্যাম্পিয়ন হবে?
• আর কোন দুটো দল দাবিদার?
• কে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে?
• কারা চমকে দেবে?
• গ্রুপ অব ডেথ থেকে কারা পরের পর্বে যাবে? |
ভাইচুং ভুটিয়া
১) স্পেন ফেভারিট। কিন্তু আমার পছন্দ জার্মানি। তারা হলে খুশি হব।
২) ইতালি আর নেদারল্যান্ডস।
৩) এত ভাল ফুটবলার আছে, বলা খুব কঠিন। কে ভেবেছিল, ফোরলান বিশ্বকাপে সেরা ফুটবলার হবে, মুলার সর্বোচ্চ গোলদাতা হবে?
৪) যে কোনও আয়োজক দেশ চমকে দেবে। সম্ভবত পোল্যান্ড।
৫) জার্মানি আর নেদারল্যান্ডস পরের পর্বে যাবে। ছিটকে যাবে পর্তুগাল। |
সুব্রত পাল ১) জার্মানি আমার পছন্দের দল, ওরাই ফেভারিট। তার পরে স্পেন।
২) নেদারল্যান্ডস আর ইতালি
৩) জাভি বা ইনিয়েস্তা।
৪) ফ্রান্স।
৫) জার্মানি যাবেই। নেদারল্যান্ডসও। তবে ডেনমার্কও ছিটকে দিতে পারে। |
আর্মান্দো কোলাসো
১) স্পেনই চ্যাম্পিয়ন। ওদের দলগত ফুটবল থামানো কঠিন।
২) ইংল্যান্ড আর নেদারল্যান্ডস।
৩) যে কেউ হতে পারে।
৪) কারও চমকে দেওয়ার সম্ভাবনা নেই। নামী দলই ভাল খেলবে।
৫) নেদারল্যান্ডস ও পর্তুগাল। জার্মানি চ্যাম্পিয়ন্স লিগের ধাক্কা সামলাতে পারেনি বোঝা যাচ্ছে সুইৎজারল্যান্ডের কাছে ৫ গোল খাওয়া দেখে। ওরা ছিটকে যেতে পারে গ্রুপে। |
সুব্রত ভট্টাচার্য ১) চ্যাম্পিয়ন হবে স্পেনই।
২) জার্মানি আর নেদারল্যান্ডস।
৩) জাভি আর রোনাল্ডোর মধ্যে কেউ।
৪) ইউক্রেন আর ক্রোয়েশিয়া।
৫) জার্মানি আর পর্তুগাল যাবে। |
ডেরিক পেরিরা
১) জার্মানিই সবচেয়ে ফেভারিট। তার পরে থাকবে স্পেন।
২) পর্তুগাল, ইংল্যান্ড।
৩) মেৎসুট ওজিল।
৪) ইউক্রেন।
৫) জার্মানি, পর্তুগাল পরের পর্বে যাবে। ছিটকে যাবে নেদারল্যান্ডস। |
সুনীল ছেত্রী ১) হৃদয় বলছে স্পেন। মন বলছে জার্মানি।
২) ইংল্যান্ড আর ইতালি।
৩) ইনিয়েস্তা আর তোরেস।
৪)আয়োজক দুটো দলই চমকে দেবে।
৫) জার্মানি পরের পর্বে যাবেই। বাকি কারা যাবে বলা কঠিন। |
|