ইউরোর তারারা

রোনাল্ডোর রাগ
জাতীয় দলের নায়কের সই নিতে গিয়েছিল সে। কিন্তু দেশ বনাম ক্লাব অন্য বিতর্ক উসকে বার্সেলোনার জার্সি গায়ে দশ বছরের বাচ্চা মেয়েকে সই দিতে অস্বীকার করেন রিয়াল মাদ্রিদ তারকা! মেয়ের শুকনো মুখ দেখে ক্ষুব্ধ বাবা রবার্ট ফিলিপে চিঠিই লিখে বসেছেন কাগজে। লিখেছেন, “গত দু’সপ্তাহ ধরে মেয়ে আমার জাতীয় দলের প্রতিটা প্র্যাক্টিসে গিয়ে ফুটবলারদের জন্য গলা ফাটিয়েছে। কিন্তু স্রেফ বার্সেলোনার জার্সি দেখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওকে সই পর্যন্ত দিল না!”
গাড়িতে রোনাল্ডো। পিছন পিছন ভক্তরা। পর্তুগালের প্রস্তুতি শেষে।-এপি
ফিলিপে জানিয়েছেন, ক’দিন আগে তাঁর স্ত্রী বার্সেলোনা বেড়াতে গিয়ে মেয়ের জন্য জার্সিটা নিয়ে এসেছিলেন। “মেয়ের চোখের দিকে তাকাতে পারছি না। ওইটুকু বাচ্চাকে কী করে বোঝাই ওর নায়ক কেন ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে?” শ্রীমতী ফিলিপে বার্সেলোনার বদলে মাদ্রিদ বেড়াতে গিয়ে থাকলে চিত্রনাট্যটা কী দাঁড়াত সে গবেষণা অবশ্য চলতেই পারে।

রুনি হয়তো নতুন দায়িত্বে
লাল কার্ড দেখে ইউরো কাপের প্রথম দুই ম্যাচে তিনি না থাকতে পারেন। কিন্তু তাতে ওয়েন রুনির হাতে দলের সহ-অধিনায়কত্ব তুলে দেওয়ায় কোনও সমস্যা দেখছেন না ইংল্যান্ড কোচ রয় হজসন। ফাবিও কাপেলোর পরে দায়িত্ব নিয়ে জন টেরিকে সরিয়ে স্টিভন জেরারকে অধিনায়ক করেছেন হজসন। এ বার দলের নতুন সহ-অধিনায়ক চান তিনি। স্কট পার্কার এবং জো হার্টের নাম দু’টো উঠছে। কিন্তু হজসন জানিয়েছেন তাঁর চিন্তায় সবার আগে আছেন রুনি।

মানচিনির চিন্তায় ফান পার্সি
নিজের অস্ত্রাগারে আর্সেনালের ফান পার্সিকে চান ম্যাঞ্চেস্টার সিটি কোচ রবের্তো মানচিনি। মানচিনির প্রথম পছন্দ অবশ্য ছিলেন উরুগুয়ের এডিনসন কাভানি। কিন্তু দলবদলের বাজারে কাভানি আপাতত অগ্নিমূল্য। তাঁকে কেনার মতো অর্থশক্তি সিটির হাতে নেই। তাই ফান পার্সির জন্য ঝাঁপাচ্ছে তারা।

সতর্ক ইনিয়েস্তা
তাঁর দল ইউরোপ-সেরা। তাঁর দল বিশ্বসেরা। আসন্ন ইউরো কাপে তাঁরাই ফেভারিট। তবু ‘লা রোজা’র কাজটা মোটেই সহজ হবে না বলে সতর্ক করে দিচ্ছেন আন্দ্রে ইনিয়েস্তা। যিনি মনে করেন এ বারের ইউরো কাজ জেতাটা বিশ্বকাপ জেতার থেকেও কঠিন হতে চলেছে। দলকে তিনি বলেছেন, “আমাদের সামনে একটা দারুণ চ্যালেঞ্জ রয়েছে। তবে এ বার জিততে হলে শুধু নিজেদের সেরাটা দিলেই চলবে না। তার থেকেও ভাল খেলতে হবে।” সঙ্গে যোগ করেছেন, “আমরা তৈরি।”

মৃত্যুফাঁদ কাটতে তৈরি স্নেইডার
বলা হচ্ছে তাঁর দল এ বার পড়েছে ‘গ্রুপ অব ডেথ’-এ। কিন্তু সেই মৃত্যুফাঁদ কেটে এগোতে তৈরি বিশ্বকাপের রানার্স নেদারল্যান্ডস। বিশ্বকাপের অন্যতম সেরা ফুটবলার ওয়েসলি স্নেইডার অবশ্য মেনে নিচ্ছেন গ্রুপ পর্যায়ে জার্মানি, পর্তুগাল আর ডেনমার্কের মহড়া নেওয়া সহজ হবে না। বরং কাজটা বিশ্বকাপের থেকে অনেক কঠিন। “কারণ ইউরো কাপের দলগুলো প্রতিপক্ষ হিসাবে অনেক বেশি শক্তিশালী। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর থেকে তিন পয়েন্ট কাড়ার ব্যাপারে নিশ্চিন্ত থাকা যেত। এখানে কিন্তু কারও কাছ থেকে সহজে তিন পয়েন্ট কাড়া যাবে না,” বলেছেন স্নেইডার। তবে স্নেইডারের বিশ্বাস, ভাল ফুটবল খেলার পাশাপাশি যে দল ভাগ্যদেবীর সাহায্য পাবে, তারাই চমকে দেবে।

কম যান না নানিও
চলতি মরসুমে মাঠে নেমে তিনি এখনও তেমন তাক লাগাতে ব্যর্থ। কিন্তু তাতে কী? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নিজের তুলনা টেনে বিতর্ক তুলে দিয়েছেন নানি। “আমার আসল চ্যালেঞ্জ মাঠে নেমে নিজেকে এক নম্বর প্রমাণ করা। আমি আর ক্রিশ্চিয়ানো বিশ্বের সেরা দুই উইঙ্গার। নিজেদের ক্লাবের হয়ে আমাদের দু’জনের স্ট্যাটিসটিকসই সে কথা বলে দিচ্ছে,” এক সাক্ষাৎকারে দাবি করেছেন নানি। সংখ্যাতত্ত্ব অবশ্য বলছে এ মরসুমে রোনাল্ডো ৫৬ ম্যাচে ৬৩ গোল করেছেন। নানি করেছেন ৪৫ ম্যাচে ১৩ গোল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.