৩০ হাজারের গণ্ডিও পেরোল সোনা।
প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম শনিবার দেশ জুড়েই ৩০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। গয়নার সোনাও একই পথে হাঁটবে বলে বাজারের গতিবিধি দেখে ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে মূল্যবৃদ্ধির চাপে ইতিমধ্যেই জেরবার মধ্যবিত্তের ঝক্কি আরও বাড়ল। বিয়ের মরসুমে সোনার বাজারে আগুন পকেটে ভালই ছোবল মারবে বলে আশঙ্কা
করছেন তাঁরা। অত্যধিক দাম বাড়ায় চাহিদা হারানোর আশঙ্কায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ধরাছোঁয়ার মধ্যে থাকছে না রুপোও। তা কেজিতে ৫৫ হাজার টাকার আশেপাশেই ঘোরাফেরা করছে।
বিশ্বে সোনার চাহিদার নিরিখে ভারত শীর্ষ স্থানে থাকলেও এ দেশে সোনার মাত্রাতিরিক্ত চড়া দর সেই বাজারে ছায়া ফেলবে বলেই মনে করছেন বম্বে ব্যুলিয়ন অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট পৃথ্বীরাজ কোঠারি। তবে চাহিদার চাপ নয়, ভারতে সোনার দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়েই।
মূলত যে সমস্ত কারণে সোনার দাম আকাশ ছুঁয়েছে বলে মনে করা হচ্ছে, সেগুলি এই রকম
• শেয়ার বাজার টালমাটাল। এখন ডলার চড়া হলেও আগামী দিনে তার দর কতটা বজায় থাকবে, সংশয় রয়েছে তা নিয়ে। বিশেষত যখন প্রশ্নচিহ্ন রয়েছে মার্কিন অর্থনীতির স্বাস্থ্য নিয়েও। ফলে তুলনায় নিরাপদ লগ্নির মাধ্যম হিসেবে সোনারই বাড়তি কদর।
• মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করার লক্ষ্যেই লগ্নি বেড়েছে সোনায়।
• আমদানি শুল্ক বেড়ে হয়েছে ৪ শতাংশ।
স্বর্ণ ব্যবসায়ীদের ইঙ্গিত, দেশে গয়নার সোনাও আপাতত ৩০ হাজারের আশেপাশেই থাকবে। শনিবার সবচেয়ে বেশি দাম বেড়েছে চেন্নাইয়ে। সেখানে পাকা সোনা শুক্রবারের তুলনায় প্রতি ১০ গ্রামে ১০৯৫ টাকা বেড়ে ছুঁয়েছে ৩০,৩৮০ টাকা। দিল্লিতে ৯৬০ টাকা বেড়ে তা পৌঁছেছে ৩০,৩০০ টাকায়। মুম্বইয়ে ৮৯৫ টাকা বেড়ে দর দাঁড়িয়েছে ৩০,০৩০ টাকা। কলকাতায় দাম ৭৮৫ টাকা বেড়ে হয়েছে ৩০,২৪৫ টাকা। প্রসঙ্গত, ভারতের বাজারকে মূলত প্রভাবিত করে নিউ ইয়র্কের দর, যা প্রতি আউন্সে ৬৬ ডলার বেড়ে ১৬২৬ ডলার ছুঁয়েছে।
কোঠারির হুঁশিয়ারি, টাকার পতন চলতেই থাকলে প্রতি ডলারের দাম ৫৭-৫৮ টাকায় দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে এটাই স্থানীয় বাজারে সোনার দাম বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে। টাকার দাম পড়ায় শেয়ার বাজার এবং অন্য ক্ষেত্রে বিনিয়োগের প্রকৃত মূল্য কমবে। ফলে সোনায় লগ্নিকেই বেছে নিতে চাইবেন অনেকে। কোঠারির আশঙ্কা, এর ফলে সোনার দর পৌঁছে যেতে পারে ৩২ হাজারেও। বিয়ের মরসুমে গয়না গড়াতে বাবা-মায়েদের বাজেট যে ছাপিয়ে যাবে, তাতে সন্দেহ নেই।
|