ইঁট দিয়ে মাথা থেঁতলে ও ছুরি দিয়ে কুপিয়ে এক গৃহবধূকে খুন করা হয়েছে। মঙ্গলবার রাতে মালদহের মঙ্গলবাড়ি রবীন্দ্রপল্লি স্কুলপাড়ায় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মিলি দাস (৩৫)। এই খুনের ঘটনার পর নিহতের স্বামী শ্রীপতি দাসের অভিযোগে ভিত্তিতে তাঁর প্রথম পক্ষের ছেলে, দশম শ্রেণির ছাত্র প্রবীরকে পুলিশ গ্রেফতার করে। পরে মিলি দেবীর মা সন্ধ্যা দেবী তাঁর জামাই-এর বিরুদ্ধে মেয়ের উপরে অত্যাচার এবং খুন করার অভিযোগ দায়ের করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, “তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে বাবার অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। কিছু সূত্রও মিলেছে। আবার শাশুড়ির অভিযোগের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, প্রবীরকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের ঘর থেকে চুরি যাওয়া ১২ ভরি সোনার গয়না এলাকার একটি বাঁশ বাগান থেকে উদ্ধার করেছে। মহানন্দা নন্দীর চর থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা কয়েকটি জামাকাপড় এবং ছুরি। পুলিশের দাবি, ধৃত প্রবীর জানিয়েছে, সৎমা অত্যাচার করত বলে সে তাঁকে খুন করেছে। পক্ষান্তরে, নিহত বধূর পরিবারের লোকজনের অভিযোগ, সম্পত্তি এবং টাকা না পেয়ে শ্রীপতি দাস মিলিকে খুন করেছে। প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার এক বছর পর মঙ্গলবাড়ির ওষুধ ব্যবসায়ী শ্রীপতিবাবু মালদহ শহরের নেতাজী সুভাষ রোডের বাসিন্দা সন্ধ্যা দত্তের মেয়ে মিলিকে বিয়ে করেন। সন্ধ্যাদেবীর অভিযোগ, “টাকা এবং সম্পত্তির লোভে শ্রীপতি ওই কাজ করেছে।” প্রতিদিন রাত ১১টায় বাড়ি ফিরতেন শ্রীপতিবাবু। তিনি জানান, মঙ্গলবার রাতে বাড়ির দরজা বন্ধ দেখে মই দিয়ে বাড়িতে ঢুকে স্ত্রীতে রক্তাক্ত পড়ে থাকতে দেখেন।
|
বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের মালদহের চাঁচল শাখায় ভল্ট কেটে ৫২ লক্ষ টাকা লুঠে ‘ফিঙ্গার প্রিন্ট’ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হচ্ছে। আজ, বৃহস্পতিবার ওই দলটির চাঁচলে যাওয়ার কথা রয়েছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্তের স্বার্থে ‘ফিঙ্গার প্রিন্ট’ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের চাঁচলে যাওয়ার কথা। যেভাবে ঘটনাটি ঘটেছে তাতে মনে হচ্ছে ব্যাঙ্কের ভেতরের বা স্থানীয় কারও যোগাযোগ না থাকলে ওই কাজ করা সম্ভব নয়। সবরকম সম্ভাবনার কথা মাথায় রেখেই তদন্ত চলছে।” জানালার যে গ্রিল কেটে দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছিল তার নীচে পায়ের ছাপ নিয়ে ধন্দে পড়েছে পুলিশ। জানালার গ্রিল ১৪ ইঞ্চি চওড়া ও ১৭ ইঞ্চি করে কেটেছিল দুষ্কৃতীরা। তার মধ্যে দিয়েই কোনওক্রমে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। কিন্তু টাকা নিয়ে ওই পথে বের হলে ঢোকার সময়ের পায়ের ছাপ ঘষে যাওয়ার কথা। কিন্তু তা হয়নি। বস্তুত ওই পথে ফেরার পায়ের ছাপ প্রাথমিকভাবে পুলিশের নজরে পড়েনি।
|
পরপর চুরি হয়ে চললেও দুষ্কৃতীরা ধরা না পড়ায় কোচবিহার জেলার বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনের হুমকি দিয়েছে জেলার বণিক সংস্থা। কোচবিহার কোতোয়ালি ও মাথাভাঙা থানা এলাকায় গত দু’সপ্তাহে অন্তত ২০টি চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে মাথাভাঙা শহর লাগোয়া পচাগড়ে দুটি দোকানের দরজা ভেঙে নগদ টাকা ও সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই ঘটনায় উদ্বেগ আড়াল করেননি মাথাভাঙার বাসিন্দা তথা বনমন্ত্রী হিতেন বর্মন। তিনি বলেন, “মাথাভাঙার নেন্দারপাড়ে এক রাতে ১২ টি বাড়িতে চুরির ঘটনা হয়েছে বলে শুনেছি। পুলিশকে নজরদারি বাড়াতে বলব।” সেই সঙ্গে বনমন্ত্রীর পরামর্শ, “গ্রামে গ্রামরক্ষী তৈরি করতে হবে। এটা হলে গ্রামবাসীরা একজোট হবে, নজরদারি কড়া হবে।” কোচবিহার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সম্পাদক রাজেন বৈদ বলেন, “আমরা উদ্বিগ্ন। দুষ্কৃতীরা ধরা না পড়ায় আন্দোলনে নামার কথা ভাবছি।” যদিও কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “নজরদারি বাড়ানো হয়েছে। দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।”
|
আত্মসমর্পণ করে জেলে গ্রাম প্রধান |
আত্মসমর্পণ করার পরে বিচারক জামিন নাকচ করায় জেলে যেতে হল কোচবিহারের অন্দরান ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে। বুধবার মণীন্দ্র মণ্ডল নামে তৃণমূলের ওই প্রধান-সহ ৬ জন আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাদের জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বিলসি গ্রামে বাস করেন তৃণমূল প্রধানের ভগ্নিপতি খোকা অধিকারী। ২৮ অগস্ট পানিয়া বর্মনের সঙ্গে খোকাবাবুর বিবাদ হয়।
|
মঙ্গলবার সুজাপুরে মাদ্রাসার শিক্ষক ওবেইদুল্লা শেখের খুনের ঘটনায় পুলিশ বুধবার বাখরপুর থেকে ফিরোজ শেখ ও দুলাল কবিরাজ নামে দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শ্যাম সিংহ জানান, আরও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে।
|
মঙ্গলবার সুজাপুরে মাদ্রাসার শিক্ষক ওবেইদুল্লা শেখের খুনের ঘটনায় পুলিশ বুধবার বাখরপুর থেকে ফিরোজ শেখ ও দুলাল কবিরাজ নামে দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শ্যাম সিংহ জানান, আরও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে। |