নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উন্নয়ন কাজে শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ ব্যর্থ বলে ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মার বক্তব্যকে হাতিয়ার করে পুরসভায় অবস্থান বিক্ষোভ দেখাল বামেরা। বুধবার বাঘা যতীন পার্ক থেকে মিছিল বার করে শহরের উন্নয়ন পিছিয়ে পড়ার অভিযোগ তোলেন তারা। পুরসভার সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ দেখান। শহরের গরিব বাসিন্দাদের কী ভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে তা বক্তব্যে তুলে ধরেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য-সহ শরিক দলের অন্য নেতারা। শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবিতে পরে বামেদের তরফে মেয়র গঙ্গোত্রী দত্তকে স্মারকলিপি দেওয়া হয়। মেয়র বলেন, “দাবির বিষয়গুলি সহানুভূতির সঙ্গে দেখা হবে। তবে জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনের মতো অনেক বিষয় রয়েছে যে রাজ্য এবং কেন্দ্র সরকার ছাড়া পুরসভার একার পক্ষে কিছু করা সম্ভব নয়।” |
অবস্থান-মঞ্চে অশোক ভট্টাচার্য। ছবি: বিশ্বরূপ বসাক |
পাশাপাশি সুসংহত বস্তি উন্নয়নের মতো প্রকল্পের কাজ বাম জমানায় নিয়ম মতো না হওয়ায় পরবর্তী ফেজের কাজ করানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে জানিয়ে দেন মেয়র। অশোকবাবু বলেন, “বাম জমানায় পুরসভার উন্নয়ন কাজ দেখেছেন বাসিন্দারা। বর্তমানে উন্নয়ন কাজ যে থমকে পড়েছে তা কেবল আমাদের বক্তব্য নয়। বাসিন্দারাই এই প্রশ্ন তুলেছেন। সব চেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে শহরের গরিব বাসিন্দাদের।” বামেদের অভিযোগ, বস্তি উন্নয়ন প্রকল্পে নিয়ম মাফিক বাসিন্দারা টাকা দিলেও অনেকের বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে না। অনেকে ভাতা ঠিক মতো পাচ্ছেন না। জমির পাট্টা দেওয়া বন্ধ রাখা হয়েছে। সিপিআই-এর জেলা সম্পাদক উজ্জ্বল চৌধুরী বলেন, “আমরা হতবাক হয়ে দেখছি, পূর্ত, স্বাস্থ্য-সহ তাদের অধীনে থাকা বিভিন্ন মেয়র পারিষদ বিভাগের কাজকর্ম নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন ডেপুটি মেয়র। জোটের ক্ষমতায় থাকা পুর বোর্ড উন্নয়ন কাজে ব্যর্থ বলে তিনি বিবৃতি দিয়েছেন। তাঁরা ক্ষমতায় থাকলেও বিভিন্ন উন্নয়ন কাজ না হওয়ায় তৃণমূল কাউন্সিলররা মেয়রকে স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি উদ্বেগের। মেয়র পারিষদদের জন্য গাড়ি কেনা হচ্ছে, অথচ গরিব পরিবারের বাসিন্দারা ভাতা পাচ্ছেন না। ২টাকা কিলোগ্রাম দরে চাল পাচ্ছেন না।” বামেদের বিক্ষোভ অবস্থান এবং স্মারকলিপি দেওয়াকে ঘিরে এ দিন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয় পুলিশের তরফে। জল কামানের বিশেষ গাড়ি ‘বজ্র’ আনা হয়। মিছিলকারীরা পুর ভবনে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। বামেদের ১০ জন প্রতিনিধি মেয়রের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। সম্প্রতি নাগরিক কনভেনশন ডেকে আন্দোলনের কথা ঘোষণা করে বামেরা। গত এক মাস ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিপত্রে সই সংগ্রহ করেন। এর পরেই এ দিন তারা পুরসভায় অবস্থান বিক্ষোভ করেন। বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম, দার্জিলিং জেলা সিপিএমের ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার-সহ বাম শরিক দলের নেতারা সামিল হন। শহরের অবৈধ নির্মাণের বিভিন্ন অভিযোগ উঠলেও পুর কর্তৃপক্ষ সে সব ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে তাঁরা সরব হন। গরিব পরিবারের বাসিন্দাদের বিপিএল তালিকাভুক্ত করা, শিলিগুড়িকে জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন এবং রাজীব আবাস যোজনার অধীনে আনা-সহ ১৯ দফা দাবি জানান।
|