আসন্ন পুরভোটে নির্বিঘ্নে ভোটের ব্যবস্থা করতে রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষকে অনুরোধ করেছিল বামেরা। এ বার রাজ্যের জোট সরকারের শরিক কংগ্রেসও মুখ্যসচিবকে একই আর্জি জানাল।
মহাকরণে বুধবার সমরবাবুর সঙ্গে দেখা করে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য তাঁকে জানান, ছ’টি পুরসভায় বিশেষত, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পাঁশকুড়ায় কংগ্রেস প্রার্থীদের উপরে হামলা চালাচ্ছে তৃণমূল। ভোটারদেরও ‘হুমকি’ দিচ্ছে। আগামী ৩ জুন, ভোটের দিন যাতে ‘অপ্রীতিকর’ ঘটনা না-ঘটে, তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার ব্যবস্থা নিক। প্রদীপবাবুর কথায়, “এর আগেও একাধিক বার রাজ্য নির্বাচন কমিশনকেও একই অনুরোধ করেছি। এ বার মুখ্যসচিবকেও জানালাম। কমিশনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব।” মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাতের পর ফের রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে লিখিত ভাবে প্রদীপবাবুর অনুরোধ, “ছ’টি পুর-এলাকায় পুলিশি টহল শুরু হোক। বহিরাগতেরা যাতে এলাকায় ঢুকে অশান্তি না ঘটাতে পারে।”
পুরভোটে তৃণমূলের ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে অভিযোগ অব্যাহত রেখেছে বিরোধীরাও। আতঙ্ক এবং সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল ভোটের দিন সাধারণ মানুষের নির্বিঘ্নে ভোটদানে বাধা দেওয়ার পরিকল্পনা করছে বলেও আগাম আশঙ্কা তাদের। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এ দিন বলেন, “কংগ্রেস অভিযোগ করছে। আমরা তো প্রথম থেকেই বলছি। প্রথমে চ্যালেঞ্জ ছিল মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হবে না। কিন্তু প্রার্থীরা ময়দানে আছেন, আক্রমণ মোকাবিলা করেও প্রচার চলছে। খবর আসছে, ওঁরা গোপনে পরিকল্পনা করেছেন নতুন সন্ত্রাস সৃষ্টির। ভোটারদের পরিচয়পত্র কেড়ে নিয়ে, এজেন্টদের বহু জায়গায় বেলা ১১টার পরে বসতে না-দিয়ে ভোটের বাকিটা নিজেরাই করতে চান!” |