আইপিএসদের নৈশভোজ
গোয়েন্দাদের কাজে খুশি নন মুখ্যমন্ত্রী
তুন সরকারের এক বছর পূর্তিতে আইপিএস অফিসারদের নৈশভোজে কলকাতা ও রাজ্য পুলিশের গোয়েন্দাদের কাজ ‘আশানুরূপ’ নয় বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার টাউন হলে আমন্ত্রিত ছিলেন রাজ্যের আমলারা। আর বুধবার ওই একই জায়গায় আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের যাবতীয় আইপিএস অফিসারকে। উত্তরবঙ্গ থেকেও অফিসারেরা আমন্ত্রণ রক্ষা করতে হাজির হন। সন্ধ্যা সওয়া ৭টায় সেই নৈশভোজে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।
নৈশভোজে অফিসারদের প্রশংসা করে মমতা বলেন, “সামগ্রিক ভাবে পুলিশ ভাল কাজ করছে।” কিন্তু কথা প্রসঙ্গে তিনি গোয়েন্দাদের মানের প্রসঙ্গ তোলেন। বলেন, “রাজ্যের এসবি-আইবি নট আপ টু দ্য মার্ক। বাণীবাবু (রাজ্য গোয়েন্দা পুলিশ আইবি-র ডিরেক্টর বাণীব্রত বসু) ভাল করে দেখুন।” আসানসোল কমিশনারেটের কাজও একটু ধীর গতিতে চলছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া বাকি সময়টুকু তিনি প্রশংসাই করেন অফিসারদের।
রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ, স্বরাষ্ট্রসচিব হারাধন বন্দ্যোপাধায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মমতা বলেন, “আজ কাজের কথা বলার জন্য আপনাদের ডাকিনি। আপনারা ভাল কাজ করছেন। তাই ধন্যবাদ জানানোর জন্য ডেকেছি। মঙ্গলবার একটা বড় ‘অকেশন’ ছিল। পুলিশ ভাল কাজ করেছে।” অফিসারদের জন্য আমিষ ও নিরামিষ দু’ধরনের খাবারই ছিল। টেবিলে টেবিলে ঘুরে মুখ্যমন্ত্রী আলাদা ভাবেও কথা বলেন। এমনকী কে কী খাচ্ছেন, তারও তদারক করেন তিনি। রাত সাড়ে ৮টা নাগাদ তিনি বেরিয়ে যান। আজ, বৃহস্পতিবার বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ থেকে আসা অফিসারদের নিজের এলাকায় ফিরে যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.