মাধ্যমিকের ফল প্রকাশের আগের দিন থেকে বাঁকুড়ার এক মাধ্যমিক পরীক্ষার্থী নিরুদ্দেশ হয়ে গিয়েছে। বাঁকুড়া শহরের হাটমহাতাব লেনের বাসিন্দা, জ্ঞানশঙ্কর দানা নামের ওই ছাত্রের নামে বাঁকুড়া সদর থানায় তার পরিবার একটি নিখোঁজের ডায়েরি করেছেন। সে এ বার পাঁচমুড়া উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার বাবা প্রাথমিক স্কুল শিক্ষক দিলীপ দানা বলেন, “সোমবার সকালে টিউশন পড়তে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল জ্ঞানশঙ্কর। কিন্তু দুপুর পর্যন্ত না ফেরায় খোঁজাখুঁজি শুরু করা হয়। বিকেলে সতীঘাট বাসস্টপের কাছ থেকে ওর সাইকেলটি পাওয়া যায়। কোথায় গেল বুঝতে পারছি না। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছি।” তিনি জানান, জ্ঞানশঙ্কর মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে।
|
পথদুর্ঘটনায় মৃত্যু হল ছাত্র পরিষদের পুরুলিয়া জেলা সহ সভাপতি-সহ দু’জনের। বুধবার সন্ধ্যায় বাঘমুণ্ডি থানার রেলা গ্রামের অদূরে, বাঘমুণ্ডি-ঝালদা রাস্তার উপর একটি বাসের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ হয়। ওই মোটরবাইকে থাকা ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি দুঃখহরণ গড়াই (২৬) ও তাঁর বন্ধু কালীপদ মুখোপাধ্যায়ের (২৬) ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঝালদা থানার হেঁটজারগো গ্রামে তাঁদের বাড়ি। পুলিশ বাসটি আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বাঘমুণ্ডি থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন। একটি ট্রাক্টরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের মোটরবাইকের। জেলা কংগ্রেস সভাপতি তথা স্থানীয় বিধায়ক নেপাল মাহাতো বলেন, “বাঘমুণ্ডিতে ছাত্রপরিষদের সম্মেলনের প্রস্তুতির জন্য দুঃখহরণরা সেখানে গিয়েছিলেন। ওদের এই মৃত্যু মর্মান্তিক।” অন্য দিকে, মোটরবাইকে করে মামাতো বোনের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল বিকাশ মাছুয়ার (১৬) নামে এক কিশোরের। বাড়ি বাঘমুণ্ডি থানার অযোধ্যায়।
|
সম্পত্তির ভাগ নিয়ে বিবাদের জেরে গলায় দড়ি পেঁচিয়ে ভাইকে খুন করার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কাজল কুইরি(২৫)। বাড়ি ঝালদা থানার কুশি গ্রামে। সোমবার রাতের ঘটনা। মৃতের দাদা-সহ দু’জন অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে রাতের খাবার সময় কাজলের উপর তার দাদা ও দুই আত্মীয় হামলা চালায় বলে অভিযোগ। |