জাল অ্যাডমিট কার্ড, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
জাল অ্যাডমিট কার্ড চক্রে জড়িত অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার দুপুরে উজ্জ্বল রায় নামে এক অভিযুক্তকে অশোকনগরের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ক্যান্টিন চত্বর থেকে ধরা হয়। সুশান্ত বণিক এবং প্রদ্যুৎ বাইন নামে বাকি দুই অভিযুক্তকে হাবরা শহরের একটি কম্পিউটারের দোকান থেকে ধরা হয়। ওই দোকান থেকেই ভুয়ো অ্যাডমিট কার্ড তৈরি হয়েছিল বলে পুলিশের দাবি। ধৃতদের বাড়ি হাবরা শহরেই। পুলিশের দাবি, উজ্জ্বলই ওই চক্রের পাণ্ডা। সে অশোকনগরের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। বর্তমানে কলেজে ক্যান্টিন চালায়। দিন কয়েক আগে ওই কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আবুল সফিক মণ্ডলকে পরীক্ষার জন্য ৮০০ টাকার বিনিময়ে উজ্জ্বল জাল অ্যাডমিট কার্ড তৈরি করে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার তৌফিক মধ্যমগ্রামের বিবেকানন্দ কলেজে পরীক্ষা দিতে গেলে পরীক্ষক অ্যাডমিট কার্ডটি যে জাল, তা ধরে ফেলেন। বুধবার তিনি থানায় অভিযোগ করেন। উজ্জ্বলকে জেরা করে পুলিশ সুশান্ত এবং তার দোকানের কর্মচারী প্রদ্যুৎকে ধরে। ওই দোকান থেকে কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার বাজেয়াপ্ত করা হয়। |
বিডিওকে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • গোসাবা |
পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, নদীবাঁধ নির্মাণ, ১০০ দিনের কাজ-সহ ১৪ দফা দাবিতে গোসাবার বিডিওকে বুধবার স্মারকলিপি দিল এসইউসি। বুধবার এসইউসি-র প্রায় ৫০০ কর্মী-সমর্থক মিছিল করে ব্লক অফিসে যান। ব্লক অফিসের সামনে ছোট সভাও হয়। এসইউসি নেতা চন্দন মাইতি বলেন, “বর্ষা আসছে। অথচ, এখনও এলাকায় আয়লায় ক্ষতিগ্রস্ত নদীবাঁধ মেরামতির কাজ শুরু হল না। গরমে বিভিন্ন জায়গায় পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এই সব সমস্যার দ্রুত সমাধানের জন্যই স্মারকলিপি দেওয়া হয়।” বিডিও বিশ্বজিৎ পাণ্ডা বলেন, “কয়েকটি দাবি ইতিমধ্যেই মেটানো হয়েছে। বাকিগুলি নিয়ে আলোচনা হবে।” |
কুলপির গ্রামে লুঠপাট
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
রান্নাঘরের দরজা ভেঙে ঢুকে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে নগদ কয়েক হাজার টাকা এবং সোনা-রুপোর গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে কুলপির নিশ্চিন্তপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। তবে, বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষক ব্রজগোপাল হালদার ও তাঁর ছেলে বিপ্লব ওই রাতে বাড়ির বারান্দায় ঘুমোচ্ছিলেন। ছাদে ঘুমোচ্ছিলেন ব্রজগোপালবাবুর স্ত্রী। ঘরে ছিলেন বিপ্লববাবুর স্ত্রী। রাত সাড়ে ১১টা নাগাদ জনা পনেরো দুষ্কৃতী রান্নাঘরের দরজা ভেঙে ঢুকতেই ঘুম ভেঙে যায় ব্রজগোপালবাবু ও তাঁর ছেলের। তাঁরা ওঠার আগে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। শেষে বাড়ির সকলকে একটি ঘরে ঢুকিয়ে দিয়ে শিকল তুলে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে প্রতিবেশীরা এসে ব্রজগোপালবাবুদের উদ্ধার করেন। |
বধূকে পুড়িয়ে মারার নালিশ
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির তিন জনের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে সন্দেশখালির বউ ঠাকুরানি গ্রামের বাসিন্দা বৃত্তিক মৃধা (৩০) নামে ওই বধূকে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁর ঘর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান প্রতিবেশীরা। পরে স্থানান্তরিত করানো হয় কলকাতার আর জি কর হাসপাতালে। বুধবার সকালে সেখানেই তিনি মারা যান। মাস আটেক আগে তাঁর স্বামী সিদ্ধার্থও মারা যান। বৃত্তিকার বাপেরবাড়ির পাশের টোংটুলি গ্রামে। পুলিশে দায়ের করা অভিযোগে বধূর বাবা কালীপদ ধীর জানিয়েছেন, সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তাঁর মেয়ের শ্বশুর, শাশুড়ি এবং দেওর ঘরে আগুন লাগিয়ে দেয়। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। |
এলাকায় আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বুধবার দু’ঘণ্টা নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সহ-সভাপতি শক্তি মৈত্রর অভিযোগ, নিমতা এলাকায় খুন, ডাকাতি, চুরি বেড়েই চলেছে। কিছু দিন আগেও দুই দুষ্কৃতীদলের মধ্যে গোলমালে এক জন খুন হয়েছেন। তিনি বলেন, “ওই সব ঘটনার প্রতিবাদেই এই বিক্ষোভ। ওসি-কে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও প্রতিলিপি দিয়েছি।” |
পথ দুর্ঘটনায় বুধবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে গলসিতে। পুলিশ জানায়, মৃতের নাম অরিন্দম ভট্টাচার্য (৩৫)। বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। তিনি দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থার আধিকারিক ছিলেন। বুধবার কর্মস্থলে যাওয়ার সময়ে তাঁর গাড়ি উল্টে যায়। |