|
|
|
|
টোলগের ‘চুক্তি’ শেষ আজ ইস্টবেঙ্গলেরও শেষ সুযোগ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টোলগে ওজবেকে নিয়ে কোনও ইস্টবেঙ্গলের শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণার আজই শেষ দিন। ইস্টবেঙ্গলের দাবি মতো, ৩১ মে পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি রয়েছে টোলগের। দীর্ঘ দিন ধরে তারা বলছে, টোলগেকে শাস্তি দেবে। শো কজ করা হয়েছে তিন বার। কিন্তু কোনও শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা তারা করতে পারেনি টোলগের বিরুদ্ধে। এর মধ্যে ফেডারেশন আবার অস্বস্তিতে ফেলেছে ইস্টবেঙ্গলকে। তারা চিঠি দিয়ে জানতে চেয়েছে, টোলগে গোয়ায় মারপিট করায় যে জরিমানা হয়েছিল, তার টাকা এখনও দেওয়া হয়নি কেন? কবে দেওয়া হবে?
মঙ্গলবার নিজেদের মধ্যে আলোচনার পরে ক্লাব তাঁবুতে প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত বলে যান, “টোলগের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া উচিত।” কিন্তু ইস্টবেঙ্গলের অন্যতম কর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা আই এফ এর সিদ্ধান্তের পরে যা করার করব।”
আই এফ এ কর্তারা অবশ্য কোনও সিদ্ধান্তই নিতে পারেননি। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভা ডাকার পরে ‘আবিষ্কার’ হয় চেয়ারম্যানই নেই। ফলে দু’সপ্তাহ পরে ডাকা হয়েছে সভা। আদপে যা সময় নষ্টের খেলা। আই এফ এ তাকিয়ে রয়েছে ফেডারেশনের উত্তরের দিকে। ফেডারেশন সচিব আবার বিদেশে। তারাও বিতর্কে জড়াতে নারাজ। আই এফ এর মতোই অবস্থা তাদের। আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় এ দিন আসেননি আই এফ এ অফিসে। ফোনে তিনি বললেন, “কাল ইস্টবেঙ্গল ও টোলগেকে চিঠি দেব আরও কিছু কাগজ থাকলে জমা দিতে।” ইস্টবেঙ্গল এই সিদ্ধান্তের পরে কী করে, সেটাই এখন দেখার। শাস্তি নিয়ে এ দিনও কিছু বলেননি কর্তারা। আজ শাস্তি ঘোষণা না করলে সব অর্থহীন হয়ে যাবে। |
|
|
|
|
|