|
|
|
|
ক্রীড়ামন্ত্রীর কাছে ফাইলই যায়নি জয়দীপের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ফেডারেশনের বৈমাতৃসুলভ ব্যবহারে হতাশ বাংলার শুটার জয়দীপ কর্মকার।
বড় আশা নিয়ে আজ সকালে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনের সঙ্গে দেখা করেও খালিহাতেই কলকাতা ফিরে যেতে হল জয়দীপকে। এখনও তাঁর প্রস্তুতির টাকা জোগাড় না করতে পেরে মর্মাহত। দেশের বাকি শুটাররা যখন বিদেশে গিয়ে তাঁদের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, জয়দীপের প্রস্তুতির টাকা যোগাড় করার জন্য দৌড়াদৌড়ি অব্যাহত।
আজ জয়দীপ সকালে যখন দেখা করেন অজয় মাকেনের সঙ্গে, তিনি অবাক হয়ে জয়দীপকে বলেন “কী বলছেন! আপনার ফাইল তো আমরা পাইনি। ফেডারেশন আমাদের যে সব নাম পাঠিয়েছে তাদের সবারই টাকা আমরা দিয়ে দিয়েছি প্রস্তুতির জন্য। ফেডারেশনের কাছে খোঁজ নিয়ে দেখুন আপনার ফাইল কোথায়? আমাদের মন্ত্রকের স্টিয়ারিং কমিটির মিটিং রয়েছে ১ জুন। তার মধ্যে আমরা আপনার ফাইল পেয়ে গেলে টাকা পেতে আপনার দেরি হবে না।” মাকেনের কাছ থেকে এই খবর জানতে পেরে জয়দীপ সরাসরি কথা বলেন ফেডারেশন কর্তাদের সঙ্গে।
বলজিত সিংহ শেঠিরা তাঁকে তখন বলেন “আপনার আর হিনার কাগজপত্র সম্পূর্ণ না থাকায় আমরা আপনাদের ফাইল ক্রীড়া মন্ত্রকে পাঠাতে পারিনি। এখন আপনাদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক রয়েছে। তাই আজ বিকেলের মধ্যে আপনাদের ফাইল পৌঁছে যাবে অজয় মাকেনের ক্রীড়ামন্ত্রকে।”
মজার ব্যাপার হল এতদিন জয়দীপরা ভাবতেন তাঁদের ফাইল আটকে রয়েছে ক্রীড়ামন্ত্রকে। বহু আগে ফেডারেশনে সব কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও তাদের ফাইল কেন ক্রীড়ামন্ত্রকে গেল না। সেটা নিয়ে বিরাট একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এখানে। তবে কি শু্যটিং ফেডারেশনই চায় না, এই বঙ্গসন্তান সহজে প্রস্তুতির টাকাটা পেয়ে যান? না এটা তাদের জয়দীপকে হেনস্থা করার কৌশল?আনন্দবাজারের এই প্রতিবেদক মাকেন ও পরে বলজিত সিং শেঠির সঙ্গে কথা বলার পর শেঠি বললেন “কাউকে হেনস্থা করার চেষ্টা ফেডারেশনের নেই। ওদের কাগজপত্র ঠিকঠাক ছিল না। সেটাই দেরির কারণ। কিছুদিনের মধ্যেই প্রয়োজনীয় টাকা ওরা পেয়ে যাবেন।” |
|
|
|
|
|