তৃতীয় রাউন্ডে উঠলেন শীর্ষ বাছাই জকোভিচ, আজারেঙ্কা |
|
গ্র্যান্ড স্লামে সর্বাধিক জয় ফেডেরারের
সংবাদসংস্থা • প্যারিস |
|
জিমি কোনর্স আর নন। টেনিসের মেজরে সর্বাধিক ম্যাচ জেতার মালিক এখন রজার ফেডেরার। সর্বাধিক ১৬ গ্র্যান্ড স্লাম খেতাব চ্যাম্পিয়ন ফেডেরার আজ জিতলেন তাঁর ২৩৪তম গ্র্যান্ড স্লাম ম্যাচ। কোনর্সের রেকর্ড ভাঙতে গিয়ে অবশ্য ফেড-এক্স-কে এ বারের টুর্নামেন্টে প্রথম একটা সেট হারাতে হল। দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ৯২ নম্বর রোমানিয়ান আদ্রিয়ান অ্যানগুর-কে তৃতীয় বাছাই সুইস হারালেন ৬-৩, ৬-২, ৬-৭ (৬-৮), ৬-৩। আদ্রিয়ানের এটাই প্রথম ফরাসি ওপেন হলেও প্রথম রাউন্ডেই ছিটকে দিয়েছিলেন প্রাক্তন তিন নম্বর নলব্যানদিয়ান-কে। |
|
ফরাসি ওপেনে জয়ের পথে রজার ফেডেরার। বুধবার রোলাঁ গারোয়। |
শীর্ষ বাছাই জকোভিচ আবার রোলাঁ গারোয় তৃতীয় রাউন্ডে ওঠার পথে হারালেন আগের রাউন্ডে আর এক নজরকাড়া প্রতিদ্বন্দ্বীকে। স্লোভাকিয়ার ক্যাভিচ প্রথম ম্যাচে হারিয়েছিলেন প্রাক্তন বিশ্বসেরা লেটন হিউইটকে। তবে বর্তমান বিশ্বসেরা জকোভিচের কাছে স্ট্রেট সেটেই হারলেন ক্যাভিচ। ০-৬, ৪-৬, ৪-৬।
মেয়েদের শীর্ষ বাছাই আজারেঙ্কা-ও সহজেই তৃতীয় রাউন্ডে উঠেছেন। জার্মানির পিজেনমেয়ারকে উড়িয়ে দেন ৬-১, ৬-১। এ বার সামনে কানাডার ওজনিয়াক। আর একটি তৃতীয় রাউন্ড ম্যাচেই মুখোমুখি দুই নামী তারকাসামান্থা স্তোসুর এবং নাদিয়া পেত্রোভা। নামীদের মধ্যে জিতেছেন আনা ইভানোভিচ এবং পুরুষ সিঙ্গলসে দেল পোত্রো। |
|
জার্মানির পিজেনমেয়ারকে হারিয়ে আজারেঙ্কা। বুধবার ফরাসি ওপেনে। |
এ দিকে বুধবারের দিনটা রোলাঁ গারোর ক্লে কোর্টে ভারতীয়দের কাছে ভাল-মন্দে কেটেছে। মিক্সড ডাবলসে চার ভারতীয়েরই ম্যাচ ছিল। এবং চতুর্থ বাছাই বোপান্না-লিজা রেমন্ড প্রথম রাউন্ডে ছিটকে গেলেও জিতেছেন লিয়েন্ডার-ভেসনিনা এবং সপ্তম বাছাই, খাঁটি ভারতীয় জুটি মহেশ-সানিয়া। সানিয়ারা হারান মার্কিন জুড়ি বুতোরাক-জোন্সকে ৬-২, ৬-৪।
লিয়েন্ডাররা হারান চেক জুড়ি হ্রাদেকা-চারম্যাককে ৬-১, ৬-১। কিন্তু বোপান্নারা রুশ-অস্ট্রেলীয় জুটি গ্রাদিন-হ্যানলির কাছে সুপার টাইব্রেকে হেরে গেলেন। ৬-৭, ৬-৪ (১০-৬)।
|
ছবি: এএফপি। |
|