টুকরো খবর |
সানিয়াকে অলিম্পিকে পাঠাতে মরিয়া ফেডারেশন |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সর্বভারতীয় টেনিস সংস্থার প্রধান অনিল খন্না বলে দিলেন, “অলিম্পিক ‘মিস’ করার প্রশ্নে সানিয়া ভীষণই ভাল প্লেয়ার। ও লন্ডনে খেলবে না ভাবাই যায় না।” এই মন্তব্যে স্পষ্ট, ভারতীয় টেনিস কর্তারা অলিম্পিকে লিয়েন্ডার পেজের যথার্থ ডাবলস পার্টনার বাছার থেকেও বেশি আগ্রহী সানিয়াকে লন্ডনে পাঠাতে। ফরাসি ওপেন ডাবলসে গোড়াতেই হারায় সানিয়ার অলিম্পিক যাত্রা সঙ্কটাপন্ন। খন্না বলছেন, “১৪ জুন আমাদের শেষ দিন অলিম্পিক টেনিসের টিম ঘোষণার। তার পরে ২৮ জুন আন্তর্জাতিক টেনিস সংস্থা চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। সানিয়া ১১ জুনে ডাবলস বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকতে না পারলে সরাসরি অলিম্পিকে যেতে পারবে না। তখন আমরা ওর জন্য ওয়াইল্ড কার্ডের আবেদন করব। তা ছাড়া সিঙ্গলসের জন্য ওয়াইন্ড কার্ড তো ইতিমধ্যেই চেয়ে রেখেছি। আমরা আশাবাদী, দুটো ওয়াইল্ড কার্ডের যে কোনও একটা নিশ্চয়ই ওর ক্ষেত্রে মঞ্জুর হবে। ওর রেকর্ড দেখুন। ১৪টা ডব্লিউটিএ ডাবলস খেতাব জিতেছে আট জন বিভিন্ন পার্টনার নিয়ে খেলে। একটা মিক্সড ডাবলস গ্র্যান্ড স্লাম জিতেছে। এ রকম একজন প্লেয়ার অলিম্পিক খেলতে পারবে না? সংগঠকেরা নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন ব্যাপারটা।’’
|
চার্চিলের স্পনসর বাংলার সংস্থা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাংলা ফুটবলের ছোঁয়া লাগতে চলেছে গোয়া ফুটবলে। এ বার চার্চিল ব্রাদার্সের মূল স্পনসর হল বাংলার সংস্থা এনভিডি সোলার লিমিটেড। বাংলার কোনও সংস্থা গোয়ার সেরা দলের স্পনসর হল, এমন দেখা যায়নি আগে। এ বারই তা হতে চলেছে। চার্চিল ব্রাদার্সের নামের আগে বসছে এনভিডি। গোয়ায় এক সাংবাদিক সম্মেলনে চার্চিল আলেমাওদের সঙ্গে তিন বছরের চুক্তি সই করল বাংলার সংস্থাটির এম ডি শৈবাল হাজরা। চার্চিলের টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিক মারগাও থেকে ফোনে বললেন, “আমাদের টিম তৈরি হয়ে গিয়েছে। এই টাকা কাজে লাগানো হবে দলের পরিকাঠামো তৈরি, জুনিয়র দলের পিছনে। আমরা মাঠ তৈরি থেকে শুরু করে অনেক কিছু করব।” বিদেশের বিভিন্ন ক্লাব কমিউনিটি সার্ভিসের ওপরে জোর দেয়। তারকারা স্কুল, কলেজে যান জুনিয়রদের উৎসাহ দিতে। যাতে জুনিয়ররা উঠে আসে। চার্চিল ব্রাদার্স এই কাজটা করতে চাইছে। এ বার চার্চিল তাঁর পরিবারের চার জনকে দাঁড় করিয়েছিলেন গোয়া নির্বাচনে। চার জনেই হেরে যান। হারেন তিনি ও তাঁর ভাই। ফলে এ বার দল গঠনে খুব বেশি চমক দিতে পারেননি। ইস্টবেঙ্গলের সন্দীপ নন্দী ও সালগাওকরের টোম্বা সিংহকে তাঁরা নিয়েছেন নামীদের মধ্যে। বেটো আছেন। এবং তিনিই পুরো দলটার ইউ এস পি।
|
কালীঘাটকে চাপে রাখল ইস্টবেঙ্গল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবি প্রথম ডিভিশন প্লে অফ কোয়ার্টার ফাইনালে কালীঘাটের বিরুদ্ধে ৩৭৭-৭ তুলল ইস্টবেঙ্গল। অল্পের জন্য সেঞ্চুরি ফস্কালেন দিব্যেন্দু চক্রবর্তী (৯৪)। এ ছাড়া রান পেয়েছেন সায়নশেখর মণ্ডল (৫৯ নটআউট) এবং অমিতাভ চক্রবর্তী (৫৭)। কালীঘাট বোলারদের মধ্যে তিন উইকেট পেয়েছেন সুরজিৎ দাস (৩-৪৪)। জবাবে ব্যাট করতে নেমে কালীঘাট ২৭-১। এ দিকে, অনূর্ধ্ব ১৭ জুনিয়র নকআউট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভিডিওকন স্কুল অব ক্রিকেট। বুধবার ফাইনালে তারা জিতল ১৩১ রানে। আগে ব্যাট করে তারা ৪৫ ওভারে ২৮৪-৮ তোলে। স্বাগত গঙ্গোপাধ্যায় ৮৭ এবং চিরাগ আহুজা ৬৫ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রানে অল আউট হয়ে যায় শান্তিদেবী ক্রিকেট কোচিং সেন্টার (আসানসোল)।
|
বাংলাদেশ কোচ পাইবাস |
সংবাদসংস্থা • ঢাকা |
সাকিব আল হাসান, তামিম ইকবালদের নতুন কোচ হলেন রিচার্ড পাইবাস। বাংলাদেশের সঙ্গে দু’বছরের চুক্তি হয়েছে দক্ষিণ আফ্রিকানের। প্রাক্তন পাক কোচ পাইবাস জুন মাসে জিম্বাবোয়ে সফরের আগেই বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন। “নতুন দায়িত্ব পেয়ে আমি খুব খুশি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। এশিয়া কাপে দলের যে উন্নতি হয়েছে, সেটা আরও এগিয়ে নিয়ে যেতে হবে,” বলেছেন বাংলাদেশের নতুন কোচ পাইবাস।
|
গাওস্কর পিতৃহারা |
সংবাদসংস্থা • মুম্বই |
মারা গেলেন সুনীল গাওস্করের বাবা মনোহর গাওস্কর। বেঙ্গালুরুতে তাঁর মেয়ের বাড়িতে মারা গেলেন ৮৮ বছরের মনোহর। তাঁর মেয়ে কবিতা বিয়ে করেন গাওস্করের সতীর্থ টেস্ট ক্রিকেটার গুণ্ডাপ্পা বিশ্বনাথকে। খবর শুনে দুবাই থেকে বেঙ্গালুরু আসছেন গাওস্কর। তাঁদের পরিবারের এক সূত্র বলেছেন, “হঠাৎ করে ব্যাপারটা ঘটে গেল। উনি চেয়ারে বসেছিলেন, কিন্তু ওঁর সঙ্গে কথা বললে উত্তর দিচ্ছিলেন না। ডাক্তার ডাকা হলে তিনি জানালেন যে মনোহর গাওস্কর মারা গিয়েছেন।”
|
ভারত-পাক ওয়ান ডে সিরিজ করার চেষ্টা |
সংবাদসংস্থা • করাচি |
এ বছরের ডিসেম্বরে ভারতের মাটিতে ভারত-পাকিস্তান এক দিনের ম্যাচের সিরিজ হতে পারে বলে একটি সংবাদপত্রের খবর। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি আর ওয়ান ডে সিরিজের মধ্যে ২৩ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সময় পাওয়া গিয়েছে। কারণ তখন ক্রিসমাস এবং নতুন বছরের ছুটি কাটাতে দেশে ফিরবেন ইংরেজ ক্রিকেটাররা। ওই সময় ভারতের মাটিতে কিছু সীমিত ওভারের ম্যাচ করা যেতে পারে। ভারতীয় বোর্ডের এক শীর্ষ কর্তা বলেছেন, “ডিসেম্বর-জানুয়ারিতে কয়েকটা ম্যাচ হওয়ার ভাল সম্ভাবনা রয়েছে।” তবে সরকারের ছাড়পত্র না পেলে সিরিজ করা যাবে না।
|
আজলানে বিদায় ভারতের, আজ সামনে পাকিস্তান |
সংবাদসংস্থা • ইপোহ |
আজলান শাহ হকিতে ভারত-পাকিস্তান যুদ্ধ স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত বুধবার হেরে খেতাবের দৌড় থেকেই ছিটকে গেল। টুর্নামেন্টের মরণবাঁচন ম্যাচে এ দিন আর্জেন্তিনার কাছে ২-৩ হারল ভারত। দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে দুটো গোল করেন সর্দার সিংহ ও ভি আর রঘুনাথ। গ্রুপ লিগের পাঁচ ম্যাচের মধ্যে তিনটে হারল ভারত।
|
লিভারপুলের নতুন কোচ রজাসর্ |
সংবাদসংস্থা • লিভারপুল |
লিভারপুলের নতুন ম্যানেজার হতে চলেছেন ব্রেনডান রজার্স। যিনি কোচিং করাতেন সোয়ানসিতে। কেনি ডালগ্লিশের বদলে রজার্সকে নেওয়া হল তিন বছরের চুক্তিতে। মোরিনহো সাত বছর আগে রজার্সকে চেলসি জুনিয়র দলের ম্যানেজার করেছিলেন। পরে তিনি হন চেলসি রিজার্ভ দলের ম্যানেজার।
|
৫৯তম বর্ষপূতি |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
প্রথম এভারেস্ট জয়ের ৫৯তম বর্ষপূর্তির অনুষ্ঠান পালিত হল ডুয়ার্সের ওদলাবাড়িতে। মঙ্গলবার নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সংগঠনের পক্ষ থেকে বর্ষপূর্তি পালন করা হয়। ওদলবাড়ির শিশু কিশোরদের নিয়ে তেনজিং ও হিলারির ছবিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় শিক্ষকরাও। সংগঠন সম্পাদক সুজিত দাস বলেন, “এভারেস্ট জয়ের পর বহু খেতাব পান হিলারি। নাইটহুড খেতাবেও ভূষিত করা হয় তাকে। কিন্তু সমান উচ্চতায় ওঠার পরেও ভারত সরকার আজও মরণোত্তর কোনও খেতাব তেনজিংকে দেয়নি।” এদিনের অনুষ্ঠান থেকে তেনজিংকে খেতাব প্রদানের দাবিও তোলা হয়। |
|