টুকরো খবর
ক্রিকেট-প্রতিভা খুঁজছে সিএবি
সিএবি-র কোচিং ক্যাম্প
ক্রিকেট-প্রতিভা অন্বেষণে মহকুমা-স্তরে কোচিং-ক্যাম্প শুরু করেছে সিএবি। গত ২৫ মে থেকে মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে এই ক্যাম্প শুরু হয়েছে। চলবে ৮ জুন পর্যন্ত। রাজ্যের ৬৬টি মহকুমাতেই এই ক্যাম্প চলছে। এর ফলে শহর ও শহরতলি থেকেও এ বার সহজে ক্রিকেট-প্রতিভা উঠে আসবে বলে মনে করছে সিএবি। এই ক্যাম্পের জন্য সিএবি-র তরফে দুই মেদিনীপুরে কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত হয়েছেন কোচ সুশীল শিকারিয়া। তিনি বলেন, “এর ফলে জেলার ছেলেমেয়েরাও কলকাতায় গিয়ে খেলার সুযোগ পাবে।” অনুর্ধ্ব ১৬-র ছেলেদের নিয়েই এখন মহকুমা-স্তরে কোচিং-ক্যাম্প চলছে। প্রতিটি ক্যাম্পে প্রতিভাবান ৩০ জন ক্রিকেটারকে কোচিং দেওয়া হচ্ছে। মেদিনীপুরের পাশাপাশি খড়্গপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, হলদিয়া, এগরা, তমলুক, কাঁথিতেও সিএবি’র ক্যাম্প শুরু হয়েছে। সুশীল জানান, নভেম্বরে ফের মহকুমা-স্তরে এমন ক্যাম্প হতে পারে। তার পর প্রতিটি মহকুমার মধ্যে ম্যাচ করারও পরিকল্পনা রয়েছে।

খড়্গপুরের স্কুল নিয়ে দাবি
খড়্গপুরের অন্ধ্র হাইস্কুল সংক্রান্ত বেশ কিছু দাবি নিয়ে বুধবার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দফতরের দ্বারস্থ হন কয়েক জন কাউন্সিলর ও অভিভাবক। দফতরে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। অভিভাবকদের দাবি, নতুন করে এখানে পরিচালন সমিতি গঠন করা হোক। পাশাপাশি, প্রধান শিক্ষকের অবসরের পর সহ-শিক্ষকদের মধ্যে যিনি বয়সে বড়, তাঁকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে বসানো হোক। কর্তৃপক্ষ অবশ্য দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দেন। খড়্গপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যদেও শর্মা বলেন, “ন্যায্য কয়েকটি দাবিই লিখিত ভাবে জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) জানিয়েছি। আশা করব, খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।”

গোয়ালতোড়ে বর্ষপূর্তিতে চন্দ্রিমা
ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরকারের বর্ষপূর্তি উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হল গোয়ালতোড়ে। বুধবার বিকেল ৫টা থেকে শহরের কলেজ মাঠ সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়, প্রদ্যোৎ ঘোষ, এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো, দলের মহিলা সভানেত্রী উত্তরা সিংহ প্রমুখ। সমাবেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী-সহ তৃণমূলের সকলেই গত এক বছরে সরকারের নানা সাফল্যের কথা তুলে ধরেন। চন্দ্রিমাদেবী বলেন, “এখানে আসতে পেরে খুব ভাল লাগছে। পঞ্চায়েত নির্বাচনের আর বেশি দেরি নেই। এখন থেকেই মহিলা সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে সরকার এক বছরে কী উন্নয়ন করেছে তা বলতে অনুরোধ করেছি।”

কিশোরীকে বাঁচিয়ে মৃত্যু দুই যুবকের
কুয়োয় পড়ে যাওয়া এক কিশোরীকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়েই মৃত্যু হল দুই যুবকের। বুধবার গোয়ালতোড়ের খয়েরবনি গ্রামে এই দুর্ঘটনায় মৃতেরা হলেন রাধানাথ মুর্মু (২৬) ও প্রসেনজিৎ মাইতি (২৮)। উদ্ধার হয়েছে ওই কিশোরী কল্পনা মান্ডি। পুলিশ জানিয়েছে, কুয়োর ধারে বসেছিল কল্পনা। অসাবধানে ভিতরে পড়ে যায়। গ্রামেরই বাসিন্দা রাধানাথ দেখতে পেয়ে দড়ি ফেলে কল্পনাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু মেয়েটিকে তোলার সময়ে ধারে বাঁধানো সিমেন্টের অংশ থেকে তিনি কুয়োয় পড়ে যান। কল্পনা ততক্ষণে উঠে পড়ে। ওই পথেই যাচ্ছিলেন গড়বেতার দেউলি গ্রামের প্রসেনজিৎ মাইতি। তিনি দড়ি ফেলেই রাধানাথকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু দড়ি ছিঁড়ে কুয়োয় পড়ে যান প্রসেনজিৎও।

প্রতিবাদ সভা
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার খড়্গপুর শহরের কমলা কেবিনে আয়োজিত হল বামফ্রন্টের প্রতিবাদ সভা। সভায় বক্তব্য রাখেন সিপিএম ও সিপিআইয়ের নেতারা। উপস্থিত ছিলেন অসিত বসাক, গৌতম দত্ত প্রমুখ। বক্তারা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনা করে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান।

পুকুরে দেহ
বুধবার সকালে পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃত অরূপ চক্রবর্তীর (৩৭)। বাড়ি চন্দ্রকোনার মহেশপুরে। মঙ্গলবার বিকেল থেকে অরূপবাবু নিখোঁজ ছিলেন। রাত পর্যন্ত খোঁজ না পেয়ে বাড়ির লোক থানায় খবর দেন। এ দিন সকালে বাড়ি সংলগ্ন পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন বাসিন্দারা।

মারধরে ধৃত
গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য আরটিও অফিস চত্বরে থাকা দালালকে ৬ হাজার টাকা দিয়েছিলেন এক ব্যক্তি। দু’বছর পরেও মালিকানা পরিবর্তন হয়নি। তাই মঙ্গলবার টাকা ফেরৎ চান খড়্গপুর লোকাল থানার সফিয়াবাদের গণেশ মানা। তাতেই জোট বেঁধে দালালেরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। বুধবার গণেশ স্ত্রীকে নিয়ে অতিরিক্ত জেলাশাসক শুভাঞ্জন দাসের কাছে অভিযোগ জানান। অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে কালেক্টরেটে পুলিশ আসে। দালালের খোঁজে তল্লাশি চলে। তবে প্রধান অভিযুক্ত মনি খান পলাতক। তার সাগরেদকে পুলিশ গ্রেফতার করেছে। অতিরিক্ত জেলাশাসক বলেন, “কালেক্টরেটের ভিতরে এই ধরনের দালালি চলবে না বলে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও গুটিকয় ব্যক্তি তা চালিয়ে যাচ্ছে। মানা হবে না। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছি।” প্রধান অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.