অতিরিক্ত জেলাশাসককে তাঁর দফতরে ঢুকে নিগ্রহের ঘটনায় আদালতে ‘আত্মসমর্পণ’ করলেন তিন অভিযুক্ত। বুধবার সিপিএমের অনুগামী কো-অর্ডিনেশন কমিটির ওই তিন নেতাকে ২ জুন পর্যন্ত পুলিশি হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
ঘটনার সূত্রপাত গত ৫ এপ্রিল। পুলিশের অভিযোগ, আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় বসুর অফিসে ঢুকে সরকারি কাগজপত্র ছিনিয়ে নেন কো-অর্ডিনেশন কমিটির ওই তিন নেতা এবং তাঁদের সঙ্গীরা। ১০ জনের বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জয়বাবু। তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অতিরিক্ত জেলাশাসককে নিগ্রহ ও প্রাণনাশের হুমকির মামলা রুজু করা হয়। ওই অভিযুক্তদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক তন্ময় বিশ্বাস, মলয় চক্রবর্তী ও সাধন বসাক এ দিন আলিপুরে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে ‘আত্মসমর্পণ’ করে জামিন চান। বিচারক সুপর্ণা রায় তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেন।
এর আগে অভিযুক্তেরা আগাম জামিন চেয়ে আলিপুর জেলা ও দায়রা জজের আদালত এবং কলকাতা হাইকোর্টেও আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টেও তাঁদের ‘স্পেশ্যাল লিভ পিটিশন’ বা বিশেষ অনুমতির আবেদন নাকচ হয়। তার পরেই তাঁরা আদালতে গিয়ে ‘আত্মসমর্পণ’ করেন। |