বানিওড় অশ্বিনীকুমার হাইস্কুলের ছাত্র সুব্রত মণ্ডলের পাশে দাঁড়াল ব্লক প্রশাসন। বুধবার বিকেলে নলহাটি ১ ব্লকের বিডিও তাপস বিশ্বাস নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবেন্দ্র ঘোষালকে নিয়ে সুব্রতর বাড়িতে গিয়ে দেখা করেন। সেই সঙ্গে তাঁরা সাহায্যের আশ্বাসও দিয়েছেন। বিডিও বলেন, “সুব্রতর পারিবারিক অবস্থা খুব খারাপ। তার উচ্চশিক্ষার জন্য বই, খাতা ও প্রতি মাসে ১ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেব।” সুব্রতর সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় এ বার যুগ্ম ভাবে প্রথম হয়েছে নলহাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র বিশ্বপ্রতাপ দাস। সুব্রতর পরিবারের লোকের সঙ্গে দেখা করে বিডিও এবং সভাপতি বিশ্বপ্রতাপের বাড়ি যান। তাপসবাবু বলেন, “উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য দু’জনকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।” অন্য দিকে, পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবেন্দ্রবাবু বলেন, “দু’জনে ভাল ফল করায় আমরা খুশি। এলাকার বাসিন্দা হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে সুব্রতর পাশে। উচ্চশিক্ষা পেতে সে যাতে বাধা না পায় আমরা যথাসাধ্য চেষ্টা করব।”
|
বিশ্বভারতীর জাল মার্কশিট কাণ্ডের মামলায় অভিযোগকারীর সাক্ষ্যগ্রহণ করল আদালত। সিআইডির আইনজীবী নবকুমার ঘোষ এবং সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল জানান, সোম ও মঙ্গলবার বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষের এজলাসে অভিযোগকারী বিশ্বভারতীর প্রাক্তন কর্মসচিব সুনীলকুমার সরকারের সাক্ষ্যগ্রহণ হয়। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বিশ্বভারতীর প্রাক্তন অঙ্কের শিক্ষিকা মুক্তি দেব ২০০২ সালে গবেষণা করার জন্য আবেদন করেছিলেন। তখন কর্তৃপক্ষ তাঁর মার্কশিট দেখতে চান। কিন্তু মুক্তি দেব তা দেখাতে পারেননি এবং আবেদন প্রত্যাহার করে নেন। ফিরোজবাবু জানান, ২০০৪ সালের ৩০ মে সুনীলকুমার সরকার মুক্তি দেবের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ করেছিলেন, জাল মার্কশিট দিয়ে তাঁকে অঙ্কের শিক্ষিকার পদে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, শো-কজ করা হয়। এমন কী তাঁকে বরখাস্ত করে বিশ্বভারতী। তদন্তে নামে সিআইডি। ওই মামলায় সম্প্রতি সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
|
সাঁইথিয়ায় বিক্ষোভের ছবিটি তুলেছেন অনির্বাণ সেন। |
রাস্তায় আরও ট্যাপ কল, দুবারের পরিবর্তে তিন বার, সারাবছর পরিস্রুত জল দেওয়া-সহ ১৩ দফা দাবিতে বুধবার সাঁইথিয়া পুরপ্রধানকে স্মারকলিপি দিল সিপিএম। তাদের অভিযোগ, নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগ করা হচ্ছে, বিপিএল তালিকা স্বচ্ছ নয়। কংগ্রেস পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ বলেন, “এই মুহূর্তে তিন বার জল দেওয়া সম্ভব নয়। নিয়োগ-সহ বাকি অভিযোগগুলি ভিত্তিহীন।” |