গবেষণা ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও আদান-প্রদানে উদ্যোগী হবে ওপার বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এ পারের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পড়শি দেশের এই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে ঢাকা ও মেদিনীপুরের এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা ও গবেষণার সুযোগ পান, তার ব্যবস্থা করা হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও মৌলানা আবুল কালাম ইন্সস্টিটিউটের সহযোগিতায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘হিস্টোরিসাইজিং সাব-রিজিওনাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া: সোসাইটি, কালচার অ্যান্ড পলিটিক্স ইন বাংলাদেশ অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া’ শীর্ষক আন্তর্জাতিক অলোচনাচক্রের উদ্বোধন করে এমনটাই জানালেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী।
তিন দিন ব্যাপী এই আলোচনাচক্রে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যোগ দিয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণন হলে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার আবিদা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবা কামাল, আনিসুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ফায়েকুজ্জামান, মুক্তিযোদ্ধা ও চিত্র নির্মাতা শাহরিয়র কবীর, মুক্তিযোদ্ধা সাজ্জাদ জাহির, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রণজিৎ ধর প্রমুখ। |
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণন ও বি সি মুখার্জি হলে গবেষণাপত্র পেশ করবেন। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদানে জোর দেন বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার। তিনি বলেন, “দুই দেশের সাংস্কৃতিক ভাব-বিনিময় পর্যাপ্ত মাত্রায় হলেও গবেষণা বা শিক্ষাক্ষেত্রে কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়লে দু’দেশের সম্পর্কেরও উন্নতি হবে।”
ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানপ্রতিবেশী এই চারটি দেশ এক সঙ্গে শক্তি উৎপাদন, শিল্প, সংস্কৃতি, শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা-বৃদ্ধিতে এগিয়ে আসতে পারে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। এই ধরনের সেমিনার দু’দেশের সম্পর্ক আরও জোরদার করবে বলেও তাঁর আশা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “দু’দেশের ছাত্র-ছাত্রীদের জন্য কোনও সাধারণ স্কলারশিপ চালু করতে পারলে তা ছাত্র-ছাত্রীদের আরও উৎসাহিত করবে।” এ দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এক চিত্র-প্রর্দশনীরও উদ্বোধন করেন আবিদা ইসলাম। আলোচনাচক্রের তিন দিনই সন্ধ্যায় থাকবে দু’দেশের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। |