রোদ্দুর মনে স্বপ্ন বোনে,
সেই মেয়েটাই আজ কনে
খন বেশির ভাগ কনেই চাইছেন আগেকার ট্র্যাডিশন ভেঙে নতুন ধরনের কিছু সাজগোজ করতে। যাতে বিয়ের দিন দেখে সকলের তাক লেগে যায়। প্রশংসা পেতে বহু পরীক্ষা চলছে। তবু, পুরনো ঐতিহ্যধারা মেনেই বিয়ের কনে সাজা উচিত। এই প্রাচীন পদ্ধতিটির মধ্যে একটি অসাধারণত্ব লুকিয়ে আছে। বিয়ের দিন একটি মেয়ের মধ্যে সেই অনন্য রূপটিই স্বাভাবিক নিয়মে ফুটে ওঠে। লাল বেনারসি, চেলির সঙ্গে সাদা চন্দনের আঁকিবুকি একটি মেয়েকে অনবদ্য করে তোলে। সাবেকি বাঙালি লুক’টিই পছন্দের তালিকায় সবার প্রথমে। বউভাত ও রিসেপশনের দিন অন্য কিছু পরীক্ষা অনায়াসেই করা যায়।

সাদা রং পছন্দ হলে
গরমের দিনে বিয়ের কনেরা সাদা শাড়ি বা পোশাক পরতে পছন্দ করেন। সাজটি খুব ভাল লাগে। যদিও বাঙালি সংস্কৃতির সঙ্গে খাপ খায় না, কিন্তু এখন এটি সহজেই সবাই মেনে নেন। সাদা এবং সোনালি শেড-এর শাড়ি, সঙ্গে উজ্জ্বল রঙের ব্লাউজ এবং রং-বেরঙের পাথর সেটিং জুয়েলারি পরুন। সঙ্গে চুলে একটি ছোট ছিমছাম খোঁপা বেঁধে নিন, এবং প্রচুর তাজা ফুল লাগান।
চোখে কালোর সঙ্গে সোনালি আইশ্যাডো লাগান। গাঢ় কোল পেনসিল এবং চোখের পাতায় ঘন মাসকারা ব্যবহার করুন। ব্রাউন এবং সোনালি মিশিয়ে ব্লাশ অন লাগান। ঠোঁটে লিপস্টিক ছোঁয়ানো চলবে না। তবেই এই ধরনের লুক-এ সামঞ্জস্য আসবে।

ছোট চুলের কনে
চাকরির ঠেলা সামলাতে অনেক মেয়েই ছোট চুল পছন্দ করেন। কারণ তাতে সময় কম দিতে হয়। এখন ‘লেয়ারস’-এর চল। এই ধরনের চুলের পরিচর্যায় বেশি সময় লাগে না। কিন্তু বিয়ের সময় এই চুলকেই সুন্দর করে খোঁপা করা খুব কঠিন হয়ে যায়। এ ক্ষেত্রে আপনাকে কিছু হেয়ার এক্সটেনশন ব্যবহার করতেই হবে। বউভাতের দিন খুশি মতো চুলটিকে সেট করিয়ে নিতে পারেন। আপনার চুলের স্টাইলটিকে যে ভাবে রাখতে চান ঠিক সেই ভাবে আপনার শাড়ি বা পোশাক এবং গয়না বাছতে হবে। এই সাজের সঙ্গে মা, ঠাকুমার ভারী সেন্টিমেন্ট মাখানো গয়না নয়, স্টোন সেটিং কস্টিউম জুয়েলারি পরুন। শাড়ির সঙ্গে মিলিয়ে বা ফিউশন ডিজাইন-এর জুতসই গয়না বাছুন।
আইশ্যাডোও শাড়ির সঙ্গে মিলিয়েই বাছুন। কিন্তু আপনার গায়ের রঙের সঙ্গে মানানসই কোনও ন্যাচারাল শেড-এর সঙ্গে সেটিকে মিলিয়ে দিন। ছোট চুলের সঙ্গে টিকলি বা মাঙ্গটিকা কখনও ব্যবহার করবেন না। বিন্দির চার পাশে হালকা চন্দন পরে নিন। চোখের মেক-আপ হালকা রাখুন এবং মুখের মেক-আপ বেশ স্পষ্ট করে তুলুন।

সর্ব ভারতীয় কনে
সব শেষে আসে ‘প্যান ইন্ডিয়ান লুক’-এর কথা। আমরা এই বিষয়টিতে গুরুত্ব দিই, কারণ ভারতের প্রতিটি প্রদেশের সাজগোজের পৃথক বৈশিষ্ট্য থাকে। এর মধ্যে সর্বভারতীয় লুক’টি লুকিয়ে থাকে। পোশাক হিসেবে নির্বাচন করা হয় শাড়ি, লহেঙ্গা, সালোয়ার-কামিজ এবং সারারা। এই সমস্ত পোশাকের রং হয় খুবই উজ্জ্বল লাল, গোলাপি, কমলা।
মেক-আপটি ন্যাচরাল রাখাই ভাল। উজ্জ্বল রঙের আইশ্যাডো এবং কালো লাইনার অথবা কোল পেনসিল দিয়ে চোখটিকে সুস্পষ্ট করুন। মাসকারা যথেষ্ট পরিমাণে লাগাতে হবে। ব্লাশ অন অপেক্ষাকৃত কম ব্যবহার করুন।
ট্র্যাডিশন মেনে চুল বাঁধুন, অথবা খোলা রাখুন। মাঙ্গটিকা বা টিকলি পরতে ভুলবেন না। কারণ এই বিশেষ গয়নাটি একটি ‘কমপ্লিট লুক’ এনে দেয়।
ছবি: আশিস সাহা, কেশবিন্যাস: নূর আলম,
স্টাইলিং: স্যান্ডি, চন্দন: মলয় রায়,
মডেল: শুভমিতা, একতা, প্রিয়াঙ্কা (বাঁ দিক থেকে)
সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.