মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বছরের সরকারের কাছে অনেক প্রশ্ন শিল্পপতিদের। প্রশ্ন মূলত শিল্প আর তার জমি নিয়ে। প্রশ্ন রয়েছে বন্ধ, অবরোধের ব্যাপারে সরকারের নীতি এবং ভূমিকা নিয়েও। আর এ-সব নিয়েই কলকাতার বিভিন্ন বণিকসভার প্রতিনিধিদের মুখোমুখি হচ্ছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই আলোচনাসভা হবে আগামী ১২ জুন। শিল্পমন্ত্রীর কথায়, “বক্তৃতা নয়, প্রশ্নোত্তরের মাধ্যমে রাজ্যের সামগ্রিক শিল্প-পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।” শুক্রবার ছিল শিল্প বিষয়ক ‘কোর কমিটি’র বৈঠক। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
তাদের আমলে এক লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে দাবি করেছে রাজ্যের নতুন সরকার। সেই সঙ্গে শিল্পের জন্য জমির সমস্যা মেটাতে সম্প্রতি ভূমি সংস্কার আইনের কয়েকটি ধারা সংশোধন করেছে রাজ্য। কিন্তু এ রাজ্যের অধিকাংশ বিনিয়োগকারীই ঠিক জানেন না, জমির ঊধ্বর্র্সীমা সংক্রান্ত ভূমি সংস্কার আইনের কয়েকটি ধারা সংশোধন হওয়ার ফলে তাঁদের কতটা সুবিধা হল। মূলত আইন সংশোধনের খুঁটিনাটি জানতেই কোর কমিটির আগের বৈঠকে শিল্প-প্রতিনিধিরা শিল্পমন্ত্রীর কাছে কর্মশালার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছিলেন। সেই কর্মশালাটিই হতে চলেছে ১২ জুন।
কর্মশালার আগে প্রতিটি বণিকসভাই সংশোধনী খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করে মতামত দেবে। বেঙ্গল চেম্বার অফ কমার্স এর মধ্যেই রিপোর্ট পেশ করেছে। পার্থবাবু জানান, বণিকসভাগুলিকে আগে থেকে সম্ভাব্য প্রশ্নের তালিকা তাঁর কাছে পাঠিয়ে দিতে বলা হয়েছে। যাতে সরকারের প্রতিনিধিরা উত্তর তৈরি করে যেতে পারেন। কর্মশালায় শিল্পমন্ত্রী ছাড়াও থাকবেন শিল্পসচিব, ভূমি সংস্কার কমিশনার-সহ সরকারি কর্তারা। |