১২ দিনে উচ্চ মাধ্যমিক শেষ করার ভাবনা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দীর্ঘদিন ধরে পরীক্ষা না-চালিয়ে পরীক্ষা পর্বের সময়সীমা কমিয়ে আনতে চায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই আগামী বছর ১২ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার কথা ভাবা হচ্ছে। সে-ক্ষেত্রে রবিবার বা অন্য ছুটির দিন বাদে রোজই পরীক্ষা থাকবে।
সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায় শুক্রবার বলেন, “এখন উচ্চ মাধ্যমিক শেষ হতে গড়ে ২১ দিন লাগে। পুরো পরীক্ষা পর্বে সংসদ, পুলিশ-প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ-সহ সংশ্লিষ্ট সব তরফের মধ্যে একটা উদ্বেগ কাজ করে। ছাত্রছাত্রীরাও একঘেয়েমিতে অস্বস্তি বোধ করে। তাই সময়সীমা কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।” তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে একটি বৈঠকে পরীক্ষার দিন কমানো যায় কি না, তা খতিয়ে দেখতে বলেছিলেন। সেই পরামর্শ মেনেই এই পরিকল্পনা বলে জানান মুক্তিনাথবাবু। দু’টি বিষয়ের পরীক্ষার মধ্যে এখন যে-ছুটি দেওয়া হয়, দ্রুত পরীক্ষা শেষ করতে হলে সেটা আর দেওয়া যাবে না। এতে পরীক্ষার আগের দিন প্রস্তুতিতে পড়ুয়াদের সমস্যা হবে না কি? সভাপতি বলেন, “পরীক্ষার আগে তো কেউ পড়া তৈরি করে না। এতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না।” |
গানে-কবিতায় বিধানসভায় কাজী নজরুল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গান-কবিতা-পাঠে শুক্রবার বিধানসভায় নজরুল জয়ন্তী পালন করলেন বিধায়কেরা। বিনা যন্ত্রানুসঙ্গে ‘কুঞ্জবিহারী এ গিরিধারী’ এই নজরুলগীতি গাইলেন ডেপুটি স্পিকার সোনালী গুহ। কাজী নজরুল ইসলামের স্মৃতিতে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা ‘নজরুল তোমাকে’ আবৃত্তি করেন মুখ্য সরকারি সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। নজরুল সম্পাদিত ‘অগ্নিবীণা’ সাপ্তাহিক পত্রিকার মুখবন্ধ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই মুখবন্ধটিও পাঠ করেন শোভনদেববাবু। নজরুল-কবিতা ‘বারাঙ্গনা’ আবৃত্তি করেন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। প্রসঙ্গত, এ দিনই নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বর্ষপূর্তি। সেই প্রসঙ্গ তুলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের উপস্থিতিতে এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠি পড়ে শোনান অসিতবাবু। চিঠিতে অসিতবাবু লিখেছেন, ‘এস এন ব্যানার্জী রোডে তালতলার কাছে যে বাড়িতে বসে নজরুল বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন এবং সদর স্ট্রিটের যে বাড়িতে রবীন্দ্রনাথ ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ লিখেছিলেন সেই বাড়ি দু’টি রাজ্য সরকার অধিগ্রহণ করুক’। অসিতবাবুর দাবি, “বাড়ি দু’টি জবরদখল হয়ে রয়েছে বলে শুনেছি।” |