টুকরো খবর |
বাম ‘মহামিছিল’ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
বহু দিন পরে ফের বামফ্রন্টের ‘মহামিছিল’ দেখল শহর মেদিনীপুর। শুক্রবার শহরের বিদ্যাসাগর হল সংলগ্ন মাঠ থেকে মিছিল শুরু হয়। পরে তা গোলকুঁয়াচক, কর্নেলগোলা, ছোটবাজার, স্কুলবাজার, বটতলা-সহ শহরের বিভিন্ন পথে ঘোরে। নেতৃত্ব ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা। মিছিলে স্লোগান ওঠে, ‘মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমাদের চুপ করিয়ে রাখা যায় না, যাবে না,’ ‘জেলা জুড়ে সন্ত্রাস চলছে কেন, তৃণমূল জবাব দাও’। দ্রব্যমূল্য-বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপেরও দাবি জানানো হয়। মিছিলে কর্মী-সমর্থকদের উপস্থিতি দেখে খুশি জেলার বাম-নেতৃত্ব। গত ৪ মে মেদিনীপুরে জেলা বামফ্রন্টের বৈঠকেই ২৫ মে-র ‘মহামিছিলে’র সিদ্ধান্ত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকেই এ দিন দলীয় কর্মী-সমর্থকেরা মিছিলে আসেন। রাজ্যে পালাবদলের পর জেলা জুড়ে যে ‘প্রতিকূল’ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা পাল্টাতে শুরু করেছে বলে দাবি ফ্রন্ট নেতৃত্বের। এই অবস্থায় দলীয় কর্মী-সমর্থকদের ‘উৎসাহিত’ করতেই এই মিছিল বলে ফ্রন্ট সূত্রের বক্তব্য। এ দিন দুপুর থেকেই শহরের বিদ্যাসাগর হল সংলগ্ন মাঠে বাম কর্মী-সমর্থকেরা ভিড় করতে শুরু করেন। ৩টে নাগাদ মিছিল শুরু হয়। জঙ্গলমহল থেকেও কয়েকশো কর্মী শুক্রবারের মিছিলে যোগ দেন। মিছিলের জেরে বিভিন্ন রাস্তায় যানজট হয়। তবে, পুলিশি তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
চন্দ্রকোনায় তৃণমূলে ফের গোষ্ঠী সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
চন্দ্রকোনা-১ ব্লকে তৃণমূলের গোষ্ঠী-কোন্দল চলছেই। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্লকের জাড়া পঞ্চায়েতের হাটপুকুর গ্রাম-সংসদের সভা চলছিল। উন্নয়নের কী কাজ হয়েছে, ভবিষ্যতেই বা কী কাজ হবে, তা নিয়েই মূলত আলোচনা চলছিল। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। ক্রমে সংঘর্ষ শুরু হয়। বিডিও আসেক রহমান বলেন, “হাটপুকুরে সংসদ সভা চলাকালীন গণ্ডগোল হয়েছে। ফের ওই সংসদে সভা হবে।”চন্দ্রকোনা-১ ব্লকে তৃণমূলের গোষ্ঠীর কোন্দল দীর্ঘ দিনের। সম্প্রতি ক্ষীরপাই স্কুল নির্বাচনেও প্রথমে দু’পক্ষই প্রতিদ্বন্দ্বিতা করছিল। শেষে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ক্ষীরপাই (চন্দ্রকোনা-১ ব্লক) শহরে এসে দফায় দফায় বৈঠক করেন। তার পর ৩ জন করে প্রার্থী তুলে নেয় দুই পক্ষ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। ঘটনায় দু’পক্ষের ১২ জন অল্পবিস্তর জখম হন। ব্লকের জাড়া পঞ্চায়েতের দলীয় সভাপতি মুজিবর রহমানের বাড়িতে অগ্নি-সংযোগ, লুঠপাটের ঘটনাও ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। এই ঘটনায় মুজিবর দলেরই প্রথম সারির নেতা সুজয় পাত্র-সহ একাধিক নেতা-কর্মীর নামে থানায় মামলা দায়ের করেছেন। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায় বলেন, “ঘটনাটি শুনেছি। তদন্তের জন্য দ্রুত জেলাস্তরের নেতাদের এলাকায় পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে।”
|
নজরুল স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
বিদ্যাসাগর হল চত্বরে কবির মূর্তিতে মাল্যদান। নিজস্ব চিত্র। |
মেদিনীপুর শহরের ‘মাদার টেরিজা নগর ডেভেলপমেন্ট সোসাইটি’র রবীন্দ্র-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হল শুক্রবার। এলাকার ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, কবিতা পাঠ, সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। সোসাইটির চেয়ারম্যান বিশ্বনাথ ঘোষ চৌধুরী ও উপদেষ্টা গণপতি চৌধুরী জানান, এলাকার সকলের সহযোগিতায় এই আয়োজন। নজরুল জন্মজয়ন্তীতে এ দিন সন্ধ্যায় মেদিনীপুর শহরের জেলা পরিষদ চত্বরেও এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদ্যোক্তা গণনাট্য সঙ্ঘ এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ।
|
কর্মীদের দাবি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের বর্তমান পে-স্কেল অনুযায়ী ভাতা দেওয়া, সমতুল্য সরকারি পদের যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া, কর্মনিশ্চয়তা প্রদান-সহ কয়েক দফা দাবিতে শুক্রবার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাসকে স্মারকলিপি দিল এমজিএনআরইজিএ এমপ্লয়িজ ফেডারেশন। নেতৃত্বে ছিলেন জয়ন্ত দাস, শুভাশিস পাত্র, তরুণ ঘোষ। দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক।
|
জুলুমের প্রতিবাদ |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
এআইটিইউসি’র বোগদা শাখা বৃহষ্পতিবার স্মারকলিপি দিল খড়্গপুরের ডিআরএম এবং আরপিএফের সিনিয়র সিকিউরিটি কমিশনারকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোগদার স্থায়ী, অস্থায়ী দোকানদাররা। খড়্গপুর স্টেশন সংলগ্ন এই এলাকায় আরপিএফের জুলুমের প্রতিবাদ জানান তাঁরা। নেতৃত্ব দেন বিপ্লব ভট্ট, অসিত বসাক, গোকুল দাস। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
|
প্রয়াত আবৃত্তি শিল্পী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রয়াত হলেন মেদিনীপুরের বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিবসুন্দর বসু। বয়স হয়েছিল ৮২ বছর। শহরের গোলকুয়াচকের বাড়িতেই শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শিবসুন্দরবাবুর প্রয়াণে শহরের শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
|
যুব তৃণমূলের মিছিল শহরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নতুন সরকারের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার মেদিনীপুরে মোটর বাইক মিছিল করল যুব-তৃণমূল। মিশন স্কুলের সামনে থেকে শুরু হয় মিছিল। যুব-তৃণমূলের শহর সভাপতি স্নেহাশিস ভৌমিক বলেন, “মানুষের কাছে সরকারের সাফল্যের কথা তুলে ধরতেই এই কর্মসূচি।” মিছিল থেকে পেট্রোলের দাম-বৃদ্ধিরও প্রতিবাদ জানানো হয়।
|
শিখদের অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলশহরে ‘বলিদান দিবস’ পালন করলেন শিখ সম্প্রদায়ের লোকজন। শিখগুরু অর্জুন সিংহের মৃত্যুদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়। খরিদা এবং নিমপুরা গুরুদ্বারে এক অনুষ্ঠান হয়। পথচারীদের ঠান্ডা পানীয় ও প্রসাদ বিতরণ করা হয়। |
|