পুরভোটে নজরবন্দি পাঁশকুড়া

ওয়ার্ড ৭ মধুসূদনবাড় ও কনকপুরের কিছু এলাকা নিয়ে এই ওয়ার্ড। এ বার ভোটার সংখ্যা ২০২১। বুথ ২টি। তফসিলি সংরক্ষিত আসন।
রাস্তা কেমন মূল রাস্তাগুলি ঢালাইয়ের। মোরাম রাস্তাও রয়েছে। পাহাড়িপুকুর আদিবাসী পাড়ায় বেহাল রাস্তা।
জলের হাল ৭টি সাব-মার্সিবল পাম্প আছে। তবে, ট্যাপকলের সংখ্যা কম হওয়ায় জলের সমস্যা আছে।
পথবাতি মূল সড়কপথে পথবাতি রয়েছে। তবে, বসতির ভিতরে পথবাতির সংখ্যা কম।
নিকাশি পাকা নর্দমা নেই প্রায়। নতুন আবাসনেও নিকাশি ব্যবস্থা নেই। বর্ষায় মধুসূদনবাড়ের একাংশ ডুবে যায়।
সাফাই পুরসভার তরফে জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেই। ফলে যত্রতত্র নোংরা পড়ে থাকে।
বিশেষ চাহিদা আরও বেশি সংখ্যায় ট্যাপকল ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন
নাগরিকের চোখে কাউন্সিলর উদ্যোগী মানুষ। গত পাঁচ বছরে ভালই কাজ হয়েছে।
দুলালচন্দ্র মাইতি, ব্যবসায়ী।
কাউন্সিলর বলেন রাস্তা থেকে পথবাতি থেকে পানীয় জলযথেষ্ট কাজ করেছি।
হরেন্দ্রনাথ মাইতি, তৃণমূল।
বিরোধী মত বিরোধী মত: কাউন্সিলর কাজে ব্যর্থ। দুঃস্থ-বস্তি এলাকার কোনও উন্নয়ন হয়নি।
সন্তোষ বর্মণ, ফরওয়ার্ড ব্লক।

৭ নম্বর ওয়ার্ডে রাস্তা না ছাইখাদান!

ওয়ার্ড ৮ বাহারগ্রাম, স্টেশন বাজার, কনকপুর দক্ষিণ পাড়া, রূপদয়পুরের কিছু এলাকা নিয়ে এই ওয়ার্ড। ভোটার ২০১৮। বুথ ৩টি।
রাস্তা কেমন প্রধান ও শাখা রাস্তাগুলি সব ঢালাইয়ের। বসতি এলাকায় বেশ কিছু রাস্তা এখনও পাকা হয়নি।
জলের হাল ১০টি সাব-মার্সিবল পাম্প রয়েছে। ঘনজনবসতি হওয়ায় জলের চাহিদা অবশ্য আরও বেশি।
পথবাতি স্টেশন বাজার-সহ প্রায় সর্বত্র পথবাতি রয়েছে। বসতি এলাকায় সংখ্যায় কম।
নিকাশি নিকাশি নালা পাকা করার কাজ সর্বত্র হয়নি। জল-নিকাশির সমস্যা আছে।
সাফাই জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেই। বাহারগ্রাম মধ্যপাড়ায় জঞ্জালের স্তূপ।
বিশেষ চাহিদা পযার্র্প্ত পানীয় জল ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন
নাগরিকের চোখে কাউন্সিলর কাজের চেষ্টা করেছেন। তবে নিকাশি, জলের সমস্যা মেটাতে হবে।
সেরাজুল খান, ব্যবসায়ী।
কাউন্সিলর বলেন রাস্তা ও পানীয় জলের কাজ হয়েছে। যতটা সম্ভব কাজের চেষ্টা করেছি।
আশুতোষ চক্রবর্তী, কংগ্রেস।
বিরোধী মত বাম বোর্ডের আমলে অধিকাংশ কাজ হয়েছিল। গত পাঁচ বছরে নিম্ন মানের কাজ হয়েছে।
বাপ্পাদিত্য মাইতি, সিপিএম।

৮ নম্বর ওয়ার্ডে আবর্জনার স্তূপ।


ছবি: পার্থপ্রতিম দাস।
তথ্য: আনন্দ মণ্ডল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.