|
|
|
|
ছাত্র খুনে জড়িতদের গ্রেফতারের দাবিতে অবরোধ, দুর্ভোগ শহরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দিনেদুপুরে বাড়িতেই স্কুলছাত্র অভিষেক নাগ খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করলেন এলাকার মানুষ। শুক্রবার সকালে মেদিনীপুর শহরের সিপাইবাজারে দীর্ঘক্ষণ অবরোধ চলে। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস, লরি। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পৌঁছন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। পরে তাঁর আশ্বাসেই অবরোধ ওঠে। বিধায়ক বলেন, “পুলিশের উপর আমাদের আস্থা রয়েছে। তবে এই ঘটনার তদন্ত সিআইডির করা উচিত। জেলা পুলিশ সুপারের সঙ্গে আমার কথা হয়েছে। সিআইডি তদন্তের আশ্বাস মিলেছে।” যদিও পুলিশ এ ব্যাপারে মুখ খোলেনি। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করার সব রকম চেষ্টা করা হচ্ছে।” |
|
ছবি: রামপ্রসাদ সাউ। |
গত ১১ মে দুপুরে বরিশাল কলোনিতে বাড়ির মধ্যেই রহস্যজনক ভাবে খুন হয় অষ্টম শ্রেণির ছাত্র অভিষেক। বরিশাল কলোনি ঘন বসতিপূর্ণ এলাকা। গা ঘেঁষাঘেঁষি করে বাড়ি। এমন এলাকায় বাড়ির মধ্যে নিজের ঘরে কী ভাবে ওই ছাত্র খুন হল, এখনও তার কিনারা হয়নি। ছুরি বা চপার জাতীয় ধারাল অস্ত্র দিয়ে ওই কিশোরকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। তবে আজ পর্যন্ত সেই অস্ত্রের খোঁজ মেলেনি। ইতিমধ্যে দু’দফায় ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্তে এসেছেন। নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু দোষীদের চিহ্নিত করা যায়নি। ছাত্র খুনে জড়িতদের গ্রেফতারের দাবিতে আগে শহরে মৌন মিছিল হয়েছে। এ দিন সকালে ওই একই দাবিতে সিপাইবাজার গির্জার কাছে পথ অবরোধ করেন এলাকার মানুষ। এলাকায় যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন আমজনতা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবী চক্রবর্তী বলেন, “দু’সপ্তাহ পেরিয়েছে। এখনও খুনিদের হদিস দিতে পারেনি পুলিশ। ফলে এলাকায় দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।” |
|
|
|
|
|