টুকরো খবর
জট কাটল না ডানলপ নিয়ে
ডানলপ নিয়ে কোনও সমাধানসূত্র বেরলো না মহাকরণের ত্রিপাক্ষিক বৈঠকে। শুক্রবার ওই আলোচনায় রাজ্য ও মালিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে হাজির ছিলেন তৃণমূল ও সিপিএম উভয় দলের শ্রমিক নেতারাই। বৈঠক শেষে মালিক পক্ষের অবস্থানে হতাশ শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু জানান, “শ্রমিকদের ৫ কোটি টাকা বকেয়া রেখেছেন কর্তৃপক্ষ। নিজেদের কোনও প্রতিশ্রুতিও তাঁরা মানছেন না।” এই পরিস্থিতিতে কারখানা চালু করার কোনও আইনি উপায় আছে কিনা, রাজ্য তা খতিয়ে দেখছে বলে তাঁর দাবি। শ্রমিক প্রতিনিধিদের অভিযোগ, কারখানা চালু করতে কর্তৃপক্ষ যে লিখিত পরিকল্পনা শ্রম দফতরে জমা দিয়েছিল, তার প্রথম শর্ত পর্যন্ত পূরণ করা হয়নি। কথা রাখা হয়নি অবসরপ্রাপ্ত বা অবসরের মুখে দাঁড়িয়ে থাকা কর্মীদের এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়ার ক্ষেত্রে। মেটানো হয়নি ৪ মাসের বকেয়া বেতনও। এ সব ছাড়া কর্মীদের আস্থা অর্জন করা যাবে না বলেও জানিয়েছেন তাঁরা। কারখানার সিটু সম্পাদক বিতান চৌধুরীর দাবি, “প্রতিনিধি পাঠিয়ে লাভ নেই। পবন রুইয়া নিজে বৈঠকে উপস্থিত থেকে সমস্যার সমাধান করুন।” ডানলপ বাঁচাও কমিটির সম্পাদক তথা আই এন টি টি ইউ সি-র জেলা সভাপতি বিদ্যুৎ রাউথ বলেন, “শ্রমিকদের পাওনা না- মেটানো পর্যন্ত আন্দোলন চলবে।” আর আদেশ সিংহ, মুনেশ্বরলাল সাউ, সমর দাসের মতো কর্মীরা জানান, কর্তৃপক্ষের উপর আস্থা নেই। রাজ্য চাপ বাড়ালে, তবেই সমাধানের রাস্তা বেরোতে পারে।

নজরুল স্মরণ
নিজস্ব চিত্র।
নানা অনুষ্ঠানে শুক্রবার হুগলিতে পালিত হল ‘বিদ্রোহী কবি’ কাজি নজরুল ইসলামের ১১৩ তম জন্মদিবস। এ দিন শ্রীরামপুর মহকুমা ও তথ্য সংস্কৃতি দফতরের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় ভদ্রকালীর ‘শঙ্খশুভ্র ওয়েলফেয়ার সোসাইটি’, রিষড়ার ‘শাব্দিক’ এবং ‘হুগলি জেলা নৃত্য উৎসব কমিটি’। শাব্দিকের তরফে দু’টি শিশু আবৃত্তি শোনায়। এ দিন চন্দননগর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর এবং তারকেশ্বর পুরসভার যৌথ উদ্যোগে কবি স্মরণে অনুষ্ঠান হয়।

বোমা ফেটে জখম
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হল দুই শিশু। শুক্রবার, হাওড়ার বাঁকড়া এলাকার উত্তরপাড়ায়। আহত সোনু শেখ (৭) ও নাসা শেখ (৭) হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, এ দিন সকালে খেলার সময়ে বল গিয়ে পড়েছিল একটি পরিত্যক্ত শৌচাগারে। বল খুঁজতে গিয়ে একটি বোমা পায় ওই দুই শিশু। বল ভেবে খেলতে যেতেই তা ফেটে যায়। পুলিশ তল্লাশি চালিয়ে ওই শৌচাগার থেকে আরও ৮টি তাজা বোমা পায়।

অপমৃত্যু
খানাকুলে আটঘরা-শ্রীরামপুরে এক বধূর অপমৃত্যু হয়েছে। তাঁর নাম দেবযানী দাস (১৯)। শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন দেবযানীর বাবা বংশী রানা। অভিযুক্তরা পলাতক বলে পুলিশ জানিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.