পালিত নজরুল জন্মজয়ন্তী |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া ও দুর্গাপুর |
চুরুলিয়ায় নজরুলের জন্মভিটেতে শুক্রবার থেকে শুরু হল সাত দিনের উৎসব। প্রথম দিন প্রভাতফেরীর পরে নজরুলের মূর্তি এবং নজরুল-পত্নী প্রমিলাদেবীর সমাধিস্থলে মাল্যদান করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিন সন্ধ্যায় জামুড়িয়ার ছত্রিশগণ্ডায় সাত দিনের মেলা শুরু হল। সেখানেও প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রানিগঞ্জে সিহারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এ দিন সকালে প্রভাতফেরী এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আসানসোলে পুরনো আশ্রম মোড়ে নজরুল জন্মজয়ন্তীর আয়োজন করে পুরসভা ও আসানসোল তথ্য ও সংস্কৃতি বিভাগ। সেখানে নজরুলের মূর্তিতে মাল্যদান করেন আইন মন্ত্রী। |
|
বিদ্রোহী সুত জন্মদিনে। শুক্রবার আসানসোলে আশ্রম মোড় নজরুল পার্কে ছবিটি তুলেছেন শৈলেন সরকার। |
অন্য দিকে, তৃণমূল রানিসায়র কমিটির উদ্যোগে নজরুলের জন্মদিবস উপলক্ষে বিনা খরচে স্বাস্থ্যপরীক্ষা শিবির আয়োজিত হল জামুড়িয়ায়। তৃণমূল নেতা প্রকাশ মাহাতো জানান, সাত জন চিকিৎসক ২৫০ জনের স্বাস্থ্যপরীক্ষা করেন। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে ফরিদপুর (লাউদোহা) থানার ঝাঁঝরা নবীনপল্লিতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় নেতাজি সঙ্ঘ। উদ্যোক্তাদের পক্ষে পলাশ পান্ডে, মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়রা জানান, বসে আঁকো, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় যোগ দেন এলাকার বাসিন্দারা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। |
|